লেবাননে বর্বর ইসরায়েলি বিমান হামলায় নারীসহ ২ জন নিহত

দক্ষিণ লেবাননে ইহুদিবাদী দখলদার ইসরায়েলের বিমান হামলায় দুই জন নিহত এবং একজন আহত হয়েছে। ৬ অক্টোবর, সোমবার এই হামলার খবর দিয়েছে রাষ্ট্র পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।
এনএনএ জানিয়েছে, সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী নাবাতিহ শহরে একটি গাড়িতে দুটি গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর ফলে হাসান আতউই এবং তার স্ত্রী জয়নাব রাসলান নিহত হন।
নিহত দু’জনই বেসামরিক নাগরিক। এই দম্পতি অতীতে দখলদার ইসরায়েলের বর্বর বিমান হামলায় তাদের দুই সন্তানকে হারিয়েছিলেন।
এনএনএ আরও জানায়, হামলার ফলে গাড়িটিতে আগুন ধরে যায়। অ্যাম্বুলেন্সে দেহাবশেষ নিয়ে যাওয়া হয়েছে এবং দমকলকর্মীরা এসে আগুন নেভায়।
পৃথক আরেকটি হামলায় ইসরায়েলি বাহিনী লেবাননের বেকা উপত্যকায় লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
২০২৪ সালের ২৭ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় যুদ্ধবিরতি বহাল থাকলেও দখলদর ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। নভেম্বরের যুদ্ধবিরতির পর বর্বর ইসরায়েলি বিমান হামলায় লেবাননে ১০৩ জন নাগরিক নিহত হয়েছেন।
তথ্যসূত্র:
1. Israeli strikes kill couple in south Lebanon in latest ceasefire violation
– https://tinyurl.com/yadbpw34
Comment