জুলাইযোদ্ধা শিক্ষকদের হত্যার হুমকিদাতা ট্রান্স-জঙ্গি রেবিলের রাজু ভাস্কর্যে সমকামী বিয়ের দাবিতে অনশন: নির্বিকার প্রশাসন

দেশের স্বনামধন্য দুই জুলাইযোদ্ধা শিক্ষক- আসিফ মাহতাব উৎস এবং ড. সরোয়ার হোসেনকে চাপাতি দিয়ে মাথা কেটে ফুটবল খেলার বীভৎস চিত্র এঁকে হত্যার হুমকি দেয়া, একইসাথে সমকামী এলজিবিটিদের অধিকার না দিলে থানা বোমা মেরে উড়িয়ে দেয়ার ঘোষণা দিয়ে ইশতেহার প্রকাশ করা সমকামী ট্রান্সজেন্ডার জঙ্গি সাফওয়ান চৌধুরী রেবিল (ট্রান্স নাম- সাহারা চৌধুরী) এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত রাজু ভাস্কর্যে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বিরোধী সমকামী বিয়ের দাবিতে আমরণ অনশনে বসেছে।
এমন একজন আত্মস্বীকৃত সমাজবিরোধী অপরাধীকে তার কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যেতে এখন পর্যন্ত কোন বাঁধা দেয়নি ঢাবি প্রশাসন অথবা দেশের অন্তর্বর্তী প্রশাসন।
উল্লেখ্য, এই ট্রান্স-জঙ্গি সাফওয়ান চৌধুরী রেবিল ওরফে সাহারা চৌধুরী সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন নিজেকে পুরুষ থেকে ট্রান্স-নারীতে রুপান্তর করে। তারপর থেকে নিরাপত্তার নামে ব্যাগে করে সে অস্ত্র বহন করে ক্লাসে এনে সহপাঠীদের ভয় দেখাতো। এসময় এলজিবিটি অধিকারের নামে সে ৯২ পৃষ্ঠার ইশতেহার প্রকাশ করে, যাতে অধিকার না দিলে থানায় বোমা হামলা করার হুমকি দেয়।
গত ১৮ সেপ্টেম্বর নেত্র নিউজ তার পক্ষে এক সাক্ষাৎকার প্রকাশ করে, তাতেও সে থানায় বোমা হামলা করার স্বীকারোক্তি দেয় এবং নিজ মতের উপর অটল থাকার কথা পুনঃব্যক্ত করে।
সমকামিতা, এলজিবিটিকিউ এবং ট্রান্সজেন্ডার মতবাদের বিরুদ্ধে কথা বলা দুই জুলাইযোদ্ধা শিক্ষককে বীভৎস চিত্র এঁকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়ার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষকসহ দেশের ১৬২ বিশিষ্ট সেক্যুলার সুশীল ব্যক্তি এই ট্রান্স-জঙ্গির পক্ষ নিয়ে ‘প্রথম আলো’তে বিবৃতি প্রকাশ করে। কেউ কেউ তাকে মানসিকরোগী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার প্রসঙ্গে না বলে, উল্টো তার সামাজিক মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডকে প্রতিরক্ষা করার চেষ্টা দেখা গেছে আলোচ্য সুশীল ব্যক্তিবর্গের মাঝে।
তথ্যসূত্র
– https://tinyurl.com/yc3vuuck
– https://tinyurl.com/33csjn3x
– https://tinyurl.com/3dyc2zxr




Comment