গাজায় ত্রাণ প্রবেশে বাধা, প্রতিশ্রুতি দিলেও রাফাহ ক্রসিং বন্ধ রেখেছে দুর্বৃত্ত ইসরায়েল

গাজায় ত্রাণ প্রবেশে নতুনভাবে বিধিনিষেধ আরোপ করেছে দখলদার ইসরায়েল। প্রতিশ্রুতি দিলেও খোলা হচ্ছে না মিশর সীমান্তবর্তী রাফাহ ক্রসিং। জিম্মিদের মরদেহ ফেরত দিতে বিলম্ব হওয়ার অজুহাতে গাজায় ত্রাণপ্রবাহ অর্ধেকে নামিয়ে আনার এবং মিশরের সঙ্গে গুরুত্বপূর্ণ রাফাহ সীমান্ত ক্রসিংও বন্ধের হুমকি দিয়েছে দুর্বৃত্ত ইসরায়েল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, আপাতত গাজায় মাত্র ৩শ’ ত্রাণবাহী ট্রাক ঢুকার অনুমতি দেবে দখলদার ইসরায়েল। এর আগে, যেখানে অন্তত ৬শ’ ট্রাক প্রবেশ করতে দিতে রাজি হয়েছিল দুর্বৃত্ত ইসরায়েল। সমসংখ্যক ত্রাণবাহী ট্রাকের দাবি জানিয়েছিল জাতিসংঘও। এর পাশাপাশি, কিছু ব্যতিক্রম ছাড়া গাজায় জ্বালানি কিংবা গ্যাস প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অপরদিকে, বর্তমানে গাজায় প্রবেশের অপেক্ষায় প্রায় ২ লাখ মেট্রিক টন ত্রাণ আটকে আছে বিভিন্ন সীমান্তে।
এর আগে, যুদ্ধবিরতির আগেই হামাস মধ্যস্থতাকারী দেশগুলোকে জানায়, তারা কিছু জিম্মির মরদেহের সন্ধান হারিয়ে ফেলেছে। এর কারণ, জিম্মিদের কবরের ব্যাপারে যারা জানতেন তাদের হত্যা করা হয়েছে এবং হামলার কারণে ওই স্থানের নকশাই বদলে গেছে।
কিন্তু দুর্বৃত্ত ইসরায়েল এ বিলম্বের জন্য হামাসকে ইচ্ছাকৃতভাবে দোষারোপ করে কঠোর প্রতিক্রিয়া জানায়। তারা ঘোষণা দেয়, গাজায় প্রবেশের অনুমতি পাওয়া ত্রাণবাহী ট্রাকের সংখ্যা দিনে ৬০০ থেকে কমিয়ে ৩০০ করা হবে। পাশাপাশি মিসর সীমান্তের রাফাহ ক্রসিংও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়, যা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন।
তথ্যসূত্র:
1. Israel imposes new Gaza aid restrictions, keeps Rafah crossing closed
– https://tinyurl.com/muxufzpa
2. Israel Says It’s Halving Aid Into Gaza After Receiving Last 20 Living Captives
– https://tinyurl.com/24uyfauk




Comment