Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৩ রবিউল আখির, ১৪৪৭ হিজরি || ১৬ অক্টোবর, ২০২৫ ঈসায়ী​​

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৩ রবিউল আখির, ১৪৪৭ হিজরি || ১৬ অক্টোবর, ২০২৫ ঈসায়ী​​

    ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা


    ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। নিহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের আশ্বব আলীর ছেলে জুয়েল মিয়া (৩২), বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে পণ্ডিত মিয়া (৪৫) এবং কবিলাশপুর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া (২০)।

    ১৬ অক্টোবর, বৃহস্পতিবার ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, দুই দেশের পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ ফেরত পাঠাবে এজন্য বিজিবি প্রস্তুত আছে লাশ গ্রহণ করতে।

    এর আগে বুধবার (১৫ অক্টোবর) সকালে খোয়াই জেলার বিদ্যাবিল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি রাতে নিশ্চিত করেছে ৫৫ বিজিবির মিডিয়া সেল।

    ত্রিপুরার স্থানীয় সাংবাদিক আশীষ চক্রবর্তী জানায়, পাহাড়ি আদিবাসীরা তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করে। পরে ভারতীয় পুলিশ লাশ উদ্ধার করে খোয়াই থানায় নিয়ে যায়।

    চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নের মেম্বার তারেকুর রহমান বলেন, নিহতদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে বিজিবি ভারতের কাছে পাঠায়। সেখান থেকে পাঠানো ছবিতে তিনজনকেই শনাক্ত করা হয়েছে।

    বিজিবির তথ্য অনুযায়ী, তিনজন বাংলাদেশি কয়েকদিন আগে শ্রীমঙ্গল সীমান্তের বিদ্যাবিল এলাকা হয়ে ভারতের খোয়াই থানাধীন কারেঙ্গিছড়া এলাকায় প্রবেশ করেন। গরু চুরির সন্দেহে স্থানীয়রা তাদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান। নিহতদের লাশ বর্তমানে ভারতের সাম্পাহার থানায় রয়েছে।

    চুনারুঘাট থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, লাশ ফেরত আনতে ওপারের পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। তারা আইনি প্রক্রিয়া শেষে আমাদের জানাবে।

    তথ্যসুত্র
    https://tinyurl.com/2fdcdfyb
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    যুদ্ধবিরতির মধ্যেও ৩ ফিলিস্তিনিকে হত্যা করল দুর্বৃত্ত ইসরায়েল



    গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও বর্বর ইসরায়েলি হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আল জাজিরাকে জানিয়েছে নাসের মেডিকেল কমপ্লেক্স। ১৬ অক্টোবর, বৃহস্পতিবার খান ইউনিস, গাজা সিটি ও বুরেইজ শরণার্থী শিবিরে এসব হামলার ঘটনা ঘটে

    আল জাজিরার খবরে বলা হয়, খান ইউনিসের বানি সুআইলা এলাকায় বৃহস্পতিবার সকালে একটি ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন থেকে বোমা নিক্ষেপ করলে এক ব্যক্তি নিহত হন। অন্য ব্যক্তি দুই দিন আগে গাজা সিটির কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কাছে গুলিবিদ্ধ হন এবং আজ তার মৃত্যু হয়।

    মধ্য গাজা উপত্যকার পূর্ব বুরেইজ শরণার্থী শিবিরে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে আরো একজন ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বানি সুআইলা এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় দুইজন আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

    এদিকে, দখলকৃত পশ্চিম তীরে রামাল্লাহর উত্তর-পূর্বে আল-মুগাইয়ির গ্রামে একটি বাড়ি ভেঙে দিয়েছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী।

    গ্রাম পরিষদের প্রধান আমিন আবু আলিয়া সংবাদ সংস্থা ওয়াফাকে জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে দুর্বৃত্ত ইসরায়েলি সেনারা গ্রামটি ঘেরাও করে এবং ওয়াজিহ মুসা আবু আলিয়ার নির্মাণাধীন দুইতলা বাড়িটি ভেঙে ফেলে।

    তথ্যসূত্র:
    1. LIVE: At least three Palestinians killed by Israel in Gaza amid ceasefire
    https://tinyurl.com/4anm82u3
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ইসরায়েলের ফেরত দেওয়া ফিলিস্তিনিদের মরদেহে ভয়াবহ নির্যাতন চিহ্ন



      দখলদার ইসরায়েলের ফেরত দেওয়া ফিলিস্তিনিদের মরদেহগুলোতে ভয়াবহ নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। লন্ডনভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, ইসরায়েল থেকে ফেরত দেওয়া মরদেহগুলোর মধ্যে গলাচেপে হত্যা, গুলি করে হত্যাসহ ট্যাংকচাপায় মৃত্যুর স্পষ্ট প্রমাণ মিলেছে।

      হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে এ পর্যন্ত দুর্বৃত্ত ইসরায়েল গাজায় প্রায় ৯০ জনের অজ্ঞাত মরদেহ ফেরত দিয়েছে।

      গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের একটি সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছে, রেড ক্রসের মাধ্যমে পৌঁছানো এসব মরদেহের মধ্যে কিছু সম্প্রতি নিহত। আবার কিছু পচনধরা বা আংশিক অবস্থায় এসেছে।

      একাধিক মরদেহে ভয়াবহ নির্যাতনের চিহ্ন দেখা গেছে। এসবের মধ্যে রয়েছে, গলা টিপে ধরার দাগ, হাড় ভাঙা, অঙ্গহানি ও বিকৃত অঙ্গপ্রত্যঙ্গ। কিছু মরদেহের হাত-পা বাঁধা ছিল, চোখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে। কিছু মরদেহের হাত বা পা ছিল না।

      সূত্রটি আরও জানায়, কিছু মরদেহ সম্ভবত ২০২৩ সালের ৭ অক্টোবর নিহত ফিলিস্তিনিদের, যারা ইসরায়েলি ট্যাংকচাপায় মারা গিয়েছিলেন।

      বর্বর ইসরায়েল ১৯৪৮ সাল থেকেই ফিলিস্তিনি ও অন্যান্য আরবদের মরদেহ আটকে রাখার নীতি অনুসরণ করে আসছে। বহু মরদেহ ‘সংখ্যার কবরস্থান’-এ দাফন করা হয়েছে, যেখানে কেবল সংখ্যা দিয়ে কবরগুলো চিহ্নিত করা হয়েছে।

      এছাড়া, যেসব ফিলিস্তিনি বর্বর ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন বা বন্দিদশায় মারা গেছেন, তাদের অনেকের মরদেহ এখনো মর্গে আটকে রাখা হয়েছে।

      ইসরায়েলের কাছে মোট কতজন ফিলিস্তিনির মরদেহ রয়েছে, তার সঠিক সংখ্যা জানা যায়নি।

      ফিলিস্তিনি ও আরব যুদ্ধের নিহতদের মরদেহ ফেরত চাওয়ার জাতীয় কমিটির তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরায়েলের হেফাজতে অন্তত ৭৩৫ জনের মরদেহ রয়েছে— এর মধ্যে ১০ নারী ও ৬৭ শিশু। নিহতদের মধ্যে এক ১৩ বছর বয়সী ফিলিস্তিনি শিশু রয়েছে, যাকে ১৯৬৮ সালে ইসরায়েলি বাহিনী হত্যা করেছিল।

      এ ছাড়াও ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ মাসের শুরুতে জানিয়েছিলেন, গাজায় চলমান যুদ্ধের সময় বর্বর ইসরায়েলি বাহিনী অন্তত ২ হাজার ৪৫০ ফিলিস্তিনির মরদেহ কবর থেকে তুলে নিয়ে গেছে।

      বিভিন্ন গণমাধ্যমের তথ্যে বলা হয়েছে, আরও প্রায় ১৫শ মরদেহ ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ‘সদে তেইমান’ সামরিক আটক শিবিরে রাখা হয়েছে, যেগুলোকেও শুধু সংখ্যার মাধ্যমে চিহ্নিত করা হয়েছে।

      তথ্যসূত্র:
      1. Handcuffed and Blindfolded: Bodies of 90 Palestinians Returned by Israel
      https://tinyurl.com/pmrjudzz
      2. Israel returns Palestinian bodies showing signs of torture and execution
      https://tinyurl.com/rtch2zyj
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        গাজায় বর্বর ইসরায়েলি হামলায় শহীদ ২, পশ্চিম তীরে গণগ্রেফতার অব্যাহত



        গাজায় বর্বর ইসরায়েলি হামলায় আরও অন্তত দুইজন শহীদ হয়েছেন, পশ্চিম তীরে অব্যাহত রয়েছে ইসরায়েলের গণগ্রেফতার অভিযানও। ফলে প্রশ্ন উঠছে, আসলেই কি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে?

        ১৫ অক্টোবর, বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজা ও পশ্চিম তীরে সহিংসতা থামেনি। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ও আল জাজিরার প্রতিবেদকরা জানিয়েছেন, সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলায় নতুন করে আরও প্রাণহানি ঘটেছে।

        গাজার আল-আহলি হাসপাতালে কর্মরত এক চিকিৎসক জানিয়েছেন, গাজা সিটির শুজায়েয়া এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর আগের দিনও ইসরায়েলি বাহিনীর হামলায় শহীদ ভূখণ্ডে অন্তত নয়জন নিহত হয়েছিলেন।

        গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, বুধবার অন্তত ২৫ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে, যার মধ্যে ১৬টি মরদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। আর একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই সময়ে আহত হয়েছেন আরও ৩৫ জন।

        ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত বর্বর ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৬৭ হাজার ৯৩৮ জন শহীদ এবং ১ লাখ ৭০ হাজার ১৬৯ জন আহত হয়েছেন।

        কথিত যুদ্ধবিরতির মধ্যেও অধিকৃত পশ্চিম তীরে গণগ্রেফতার অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন এলাকায় এই অভিযান শুরু হয়।

        জেরুজালেমের উত্তর-পূর্বাঞ্চলীয় আল-ইসাওয়িয়া শহরে অভিযানে এক ফিলিস্তিনি নারী ও তার শিশুকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনারা। স্থানীয় গভর্নর কার্যালয় জানায়, সৈন্যরা বাড়িতে প্রবেশ করে তল্লাশি করে এবং পরিবারের সদস্যদের ওপর শারীরিক নির্যাতন চালায়।

        বর্বর ইসরায়েলি বাহিনীর এই নতুন সহিংসতা ও নিপীড়নের ঘটনায় যুদ্ধবিরতি টেকসই হওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে।

        তথ্যসূত্র:
        1. Two Palestinians killed in Israeli drone strike on Gaza City
        https://tinyurl.com/bde8m3zc
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment

        Working...
        X