Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৫ রবিউল আখির, ১৪৪৭ হিজরি || ১৮ অক্টোবর, ২০২৫ ঈসায়ী​​

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৫ রবিউল আখির, ১৪৪৭ হিজরি || ১৮ অক্টোবর, ২০২৫ ঈসায়ী​​

    গাজীপুরে হিন্দুত্ববাদী চক্র কর্তৃক মাদ্রাসাছাত্রী গণধর্ষণের প্রতিবাদে খেলাফত ছাত্র মজলিসের মানববন্ধন



    গাজীপুরে হিন্দুত্ববাদী চক্র কর্তৃক মাদরাসার ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে খেলাফত ছাত্র মজলিস।

    গত ১৭ অক্টোবর বিকেলে রাজু ভাস্কর্যের সামনে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, গাজীপুরে মাদরাসার এক নিরপরাধ ছাত্রীকে অপহরণ করে নৃশংসভাবে গণধর্ষণের ঘটনা শুধু অমানবিক নয়, এটি পুরো জাতিকে লজ্জিত করেছে। এমন জঘন্য অপরাধের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, দেশে প্রতিনিয়ত নারী ও শিশু নির্যাতনের সংখ্যা বাড়ছে, যা রাষ্ট্র ও সমাজ উভয়ের জন্যই গভীর উদ্বেগের বিষয়। অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান বক্তারা।

    মানববন্ধনে উপস্থিত ছিলেন, খেলাফত ছাত্র মজলিস, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল শাহরিয়ার আলম, স্যার এ এফ রহমান হল সংসদের পাঠকক্ষ সম্পাদক ওয়াসির আল মাসতুর এবং বায়তুল মাল বিভাগের দায়িত্বশীল আলী হোসেন তন্ময় প্রমুখ।

    তথ্যসূত্র:
    1. গাজীপুরে মাদ্রাসাছাত্রী গণধর্ষণের প্রতিবাদে খেলাফত ছাত্র মজলিসের মানববন্ধন
    https://tinyurl.com/3834w2m5
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    যুদ্ধবিরতি ভঙ্গ করে পাকিস্তানের হামলা: আফগানিস্তানের পাকতিকা প্রদেশে দুই শিশুসহ ৬জন বেসামরিক শহীদ



    পাকিস্তান যুদ্ধবিরতি ভঙ্গ করে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল ও ঊরগুনে বেসামরিক বাড়ি লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়েছে।

    আফগানিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম টোলোনিউজ ১৭ অক্টোবর, রাত ১১টায় জানিয়েছে, পাকিস্তানি সামরিক বাহিনী কিছুক্ষণ আগে পাকতিকা প্রদেশের আরগুন এবং বারমাল জেলায় আবারও বিমান হামলা চালিয়েছে।

    সূত্র অনুসারে, এই হামলাগুলি আবাসিক বাড়িগুলিকে লক্ষ্য করে করা হয়েছে। সূত্রগুলো টোলোনিউজকে জানিয়েছে যে, পাকতিকা প্রদেশের আরগুন এবং বারমাল জেলায় কিছুক্ষণ আগে চালানো পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলার ফলে ছয়জন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

    সূত্রমতে, শহীদদের মধ্যে দুই শিশু এবং আহতদের মধ্যে ছয়জন মহিলা এবং একজন শিশু রয়েছে।

    ইমারতে ইসলামিয়া এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।

    আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি সম্প্রতি দোহা আলোচনার শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে, এরই মধ্যে এই বর্বর হামলার ঘটনাটি ঘটল।

    তথ্যসূত্র:
    1. Sources told TOLOnews that the Pakistani military regime has once again conducted airstrikes
    https://tinyurl.com/2auzfysc
    2. The Pakistani army has violated the ceasefire.
    https://tinyurl.com/zwambmja
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      রাজধানীসহ দেশজুড়ে ছিনতাই বাড়ছে আশঙ্কাজনক হারে



      রাজধানীসহ সারা দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। গুলি বা ছুরিকাঘাতে আহত বা নিহত হচ্ছে সাধারণ মানুষ। মোটরসাইকেল থামিয়ে, ট্রেনে কিংবা ব্যস্ত সড়কের পাশে রাতের অন্ধকারে হামলা চলছে। পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে উঠছে। পুলিশের মতে, ঢাকায় রাত ১২টা থেকে ভোর ৫টা হচ্ছে ছিনতাইয়ের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। এ সময় মোটরসাইকেলভিত্তিক ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে। গত কয়েক মাসের এসব ঘটনা রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরছে।

      পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে এক হাজার ৪৮৩টি। রাজধানীতে গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন থানায় দায়েরকৃত এ ধরনের মামলার সংখ্যা ১২৬। এর মধ্যে জুলাইয়ে ৩৮, আগস্টে ৫২ এবং সেপ্টেম্বর মাসে ৩৬টি মামলা হয়। অক্টোবরের ১৫ তারিখ পর্যন্ত মামলার কোনো রেকর্ড জানাতে পারেনি ডিএমপি।

      জানা যায়, ভুক্তভোগীরা নানান কারণে মামলা করতে চান না। এ কারণে মামলার চেয়ে বাস্তবে ছিনতাইয়ের ঘটনা অনেক বেশি।

      ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র বলছে, চলতি বছর ছিনতাইয়ে কারণে অন্তত ৪০ জন আহত হন, যাদের মধ্যে সাতজন গুলিবিদ্ধ। আহতদের বড় অংশই রাত ১টা থেকে ৪টার মধ্যে হাসপাতালে আসে। পুলিশ জানায়, মোটরসাইকেলভিত্তিক চক্র রাতের নির্জন সড়কে পথরোধ করে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই শেষে পালিয়ে যায়। প্রতিরোধকারীরা হামলার শিকার হন।

      গত ১১ অক্টোবর রাত আড়াইটার দিকে খিলগাঁওয়ের নন্দীপাড়ার তিতাস রোডে ছিনতাইকারীদের অস্ত্রে গুলিবিদ্ধ হন ৩৩ বছর বয়সি বেসরকারি চাকরিজীবী নাফিস আজিজ সিদ্দিক। প্রতিরোধ করায় দুর্বৃত্তরা বাম পায়ে গুলি করে তার মোটরসাইকেল ও দুটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। তাকে প্রথমে ফরায়েজী হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খিলগাঁও থানার পুলিশ বলছে, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

      এরপর কয়েক দিনের ব্যবধানে রাজধানীর বিভিন্ন এলাকায় একই ধরনের বেশ কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটে যাত্রাবাড়ী, শনির আখড়া, বিজয় সরণি, চকবাজার ও উত্তরা এলাকায়। এসব ঘটনায় কেউ কেউ আহত হয়েছেন, কেউ প্রাণ হারিয়েছেন। ছিনতাইকারীদের লক্ষ্য মূলত রাতের পথচারী, মোটরসাইকেলচালক ও অফিসফেরত কর্মীরা।

      ঢাকার বাইরে চট্টগ্রাম ও সিলেট একই ধারা দেখা যাচ্ছে। যাত্রীবেশে বা নির্জন সড়কে চালক ও যাত্রীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে সংঘবদ্ধ চক্র।


      তথ্যসূত্র:
      1. রাজধানীতে ছিনতাই বাড়ছে আশঙ্কাজনক হারে
      https://tinyurl.com/4zp8bm5j
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        মধ্যরাতে যুদ্ধবিরতি ভেঙে পাকিস্তানের বিমান হামলায় নারী-শিশু এবং ক্রিকেটারসহ নিহত ৮, আহত ১২



        যুদ্ধবিরতি ভেঙে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। ১৭ অক্টোবর, শুক্রবার মধ্যরাতে পাকতিকা প্রদেশের তিনটি স্থানে চালানো বিমান হামলায় এ পর্যন্ত অন্তত ৮ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।

        আফগানিস্তানের ক্রিকেট বোর্ড শনিবার জানিয়েছে, শুক্রবার রাতে পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় নিহত আট জনের মধ্যে তিনজন ক্রিকেট খেলোয়াড়ও রয়েছেন।

        হামলার শিকার এবং আহত হাজি বাহরাম নামের এক ব্যক্তি আফগান সংবাদমাধ্যম টোলোনিউজকে বলেন, “আমি ইতিহাসে কখনও এমন অবিচার দেখিনি। একটি দেশ, যারা নিজেদের মুসলিম বলে দাবি করে— তারা এখানে মুসলিম নারী, শিশু ও বেসামরিক লোকজনের ওপরে হামলা করল।”

        এদিকে পাকতিকায় আগ্রাসনের পাশপাশি কান্দাহারের স্পিন বোল্ডাক শহরের নোকলি, হাজি হাসান কেলাই, ওয়ার্দাক, কুচিয়ান, শহীদ ও শোরবাকে একের পর এক আর্টিলারি গোলা নিক্ষেপ করেছে পাকিস্তানি স্থলবাহিনী। এতে বেশ কিছু বাড়িঘর এবং দোকান ধ্বংস হয়ে গেছে। এতে হতাহত হয়েছেন আরও ২১০ জন।

        তথ্যসূত্র:
        1. 8 Killed, Including Three Cricketers, in Pakistani Airstrikes on Afghanistan’s Paktika Province
        https://tinyurl.com/2667cbkt
        2. Pakistan’s Latest Airstrikes on Spin Boldak Kill 40, Injure 170
        https://tinyurl.com/mtewna8c
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গ করে গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে উগ্রপন্থী ইসরায়েলিরা




          দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সাহায্য প্রবেশে বাঁধা দিয়েছে উগ্রপন্থী একদল ইসরায়েলি। শুক্রবার (১৭ অক্টোবর) মিশর সীমান্ত লাগোয়া কেরেম শালোম ক্রসিংয়ে এই ঘটনা ঘটে।

          এর আগেও, “সাভ- ৯” নামক এই সংগঠনটি গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে দখলদার ইসরায়েলি গণহত্যার সময় বারবার গাজায় সাহায্য সরবরাহে বাধা সৃষ্টি করেছিল।

          সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে গ্রুপটি জানায়, তাদের সদস্যরা বর্তমানে ইসরায়েল নিয়ন্ত্রিত ক্রসিংয়ের পথে একাধিক পয়েন্টে “ত্রাণের ট্রাকের পথরোধ করছে”।

          ইসরায়েলি চরমপন্থী গ্রুপটি একটি ভিডিও পোস্ট করে, যাতে দেখা যায় তাদের সদস্যরা একটি সাহায্য ট্রাকের পথ আটকে দিচ্ছে।

          চরমপন্থি ইসরায়েলি এমপি ইতমার বেন-গভির এবং বেজালেল স্মোট্রিচ সমর্থিত এগ্রুপটির এসব কিছুই হচ্ছে ইসরায়েলের চেকপয়েন্টের পাশে। অথচ যুদ্ধবিরতির শর্ত রক্ষায় ইসরায়েল এসব উগ্রপন্থী ইহুদীদের কর্মকাণ্ডে কোনরূপ বাঁধা প্রদান করছে না।

          উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে দখলদার ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৬৮,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগ নারী এবং শিশু। এরপর থেকে চরম মানবিক বিপর্যয়ে উপত্যকাটি প্রায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।

          ভিডিওটি দেখুন- https://x.com/SuppressedNws1/status/1979117085885173968


          তথ্যসূত্র:
          ১. Israeli extremist group blocks humanitarian aid to Gaza
          https://tinyurl.com/2ek5yj3r
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            যুদ্ধবিরতি চুক্তিভঙ্গ করে আরও ২৮ জন ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার ইসরায়েল


            অবরুদ্ধ গাজা উপত্যাকার একটি গাড়িতে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় একই পরিবারের ১১ জন শহীদ হয়েছেন। উপত্যকার জায়তুন এলাকায় এই ঘটনাটি ঘটে। শনিবার (১৮ অক্টোবর) এই ঘটনার সংবাদ প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা।

            ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এই নিয়ে ২৮ জন ফিলিস্তিনিকে হত্যা করলো দুর্বৃত্ত ইসরায়েলি বাহিনী।

            দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক নির্ধরিত কথিত “হলুদ লাইন” অতিক্রম করার অজুহাত দিয়ে তারা এই হামলা চালায়।

            যুদ্ধবিধ্বস্ত গাজার ফিলিস্তিনিরা এখনও খাদ্য এবং পানির তীব্র সংকটে ভুগছে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় আকারের সাহায্য সরবরাহ এখনও ইসরায়েলি রোডব্লকের মুখে আটকে আছে।

            উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে দখলদার ইসরায়েলের গাজায় আগ্রাসনে কমপক্ষে ৬৭,৯৬৭ জন নিহত এবং ১৭০,১৭৯ জন আহত হয়েছে।


            তথ্যসূত্র:
            1. Israel kills 28 in Gaza since ceasefire, Hamas urges accountability
            https://tinyurl.com/9z3b8sb3
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              পাকিস্তানের নির্বিচার হামলায় কান্দাহার প্রদেশের ২০ হাজার পরিবার বাস্তুচ্যুত


              সম্প্রতি পাকিস্তান সামরিক বাহিনী কর্তৃক আফগানিস্তানে নির্বিচার হামলার ফলে কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাক সীমান্তবর্তী অঞ্চলের প্রায় ২০ হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছেন। কান্দাহার শরণার্থী ও প্রত্যাবাসন বিভাগের উপপ্রধান নেমাতুল্লাহ ওলফাত হাফিযাহুল্লাহ এই তথ্য জানান।

              আফগান-পাকিস্তান সীমান্ত সংঘর্ষের জেরে নিরাপত্তার তাগিদে নিজ স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছেন এই পরিবারগুলো। তবে বাস্তুচ্যুত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন নেমাতুল্লাহ হাফিযাহুল্লাহ।

              ভুক্তভোগী কয়েকটি পরিবার জানান, পাকিস্তানের বোমা হামলায় আমাদের বাড়িঘর, দোকানপাট ধ্বংস হয়েছে, পাশাপাশি অন্যান্য ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

              সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, পাক বাহিনীর মর্মান্তিক হামলায় কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাক অঞ্চলে প্রায় ২১০ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। একই সাথে ৮০টি বাড়িঘর এবং ৫০টি দোকান ধ্বংস হয়েছে, এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ১০টি গাড়ির ডিলারশিপ।

              তথ্যসূত্র:
              1. 20,000 Families Displaced by Pakistani Airstrikes in Kandahar
              https://tinyurl.com/3c9w4dp4
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment


              • #8
                মংডুতে ছয় রোহিঙ্গা জেলেকে আটক করল আরাকান আর্মি



                আরাকান রাজ্যের মংডুতে আবারও রোহিঙ্গাদের ওপর দমনমূলক পদক্ষেপ নিয়েছে বৌদ্ধ সন্ত্রাসী গোষ্ঠি আরাকান আর্মি। গত ১৭ অক্টোবর সকালে মাছ ধরতে গেলে ছয় রোহিঙ্গা জেলেকে কোনো কারণ ছাড়াই আটক করে গোষ্ঠীটির সদস্যরা।

                স্থানীয় সূত্রে জানা যায়, আটক জেলেরা কিয়াউক হ্লা কার গ্রামের বাসিন্দা। তারা একটি চিংড়িঘেরে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা এসে তাদের ঘিরে ফেলে এবং জোর করে তুলে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন, আটক ব্যক্তিদের কারও সঙ্গে কোনো সশস্ত্র সংগঠন বা সামরিক কর্মকাণ্ডের সম্পর্ক নেই। এরপর তাদের সরাসরি মংডু থানায় নিয়ে যাওয়া হয়, তবে পরিবারের সদস্যদের দেখা করার সুযোগ দেওয়া হয়নি।

                আটক জেলেদের পরিবার জানিয়েছে, তারা জেলেদের নিরাপত্তা ও জীবনের জন্য চরম উদ্বেগে রয়েছেন।

                উল্লেখ্য, এর আগে গত কয়েক মাসে মংডু ও বুথিডং এলাকায় অন্তত এক ডজন রোহিঙ্গা জেলে নিখোঁজ হয়েছেন। অক্টোবরের শুরুতে থার সি কুয়ে গ্রামের তিন জেলে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেননি। গত মে মাসে থেই চাউং গ্রাম থেকে তিন জেলেকে এবং গত এপ্রিল মাসে ১৫ জেলেকে একইভাবে আটক বা নিখোঁজ করা হয়েছিল।

                তথ্যসূত্র:
                1. Six Rohingya Fishermen Arrested by Arakan Militias in Maungdaw Without Explanation
                https://tinyurl.com/39rjsj63
                নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                Comment


                • #9
                  বিমানবন্দরে আগুন নেভাতে এগিয়ে গেল উত্তরার আলেম সমাজ


                  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় মানবতার সেবায় এগিয়ে এসেছে বৃহত্তর উত্তরা উলামা পরিষদ। ফায়ার সার্ভিস সদস্যরা যখন আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছিল, তখন সংগঠনটির স্বেচ্ছাসেবক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়। পাশাপাশি তারা আশপাশের মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করে।

                  স্থানীয়রা জানান, সংকটের মুহূর্তে উলামা পরিষদের তরুণ স্বেচ্ছাসেবকরা সাহসিকতা ও মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সংগঠনের এই উদ্যোগে এলাকাবাসী গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

                  উল্লেখ্য, (১৮ অক্টোবর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসসহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌ ও বিমানবাহিনী। এ ঘটনার পর বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

                  তথ্যসূত্র:
                  1. এয়ারপোর্ট কার্গোতে আগুন নেভাতে এগিয়ে গেল উত্তরার আলেমরা
                  https://tinyurl.com/44ep5x9n
                  নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                  Comment


                  • #10
                    মিছিলে কে সামনে থাকবে তা নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত



                    সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৩১ দফার লিফলেট বিতরণের সময় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ২০ নেতাকর্মী আহত হয়েছে। ১৮ অক্টোবর দুপুরে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

                    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দোয়ারাবাজার উপজেলা সদরে জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলনের নেতৃত্বে নেতাকর্মীরা লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করছিল। কর্মসূচির একপর্যায়ে মিছিলে কে সামনে থাকবে তা নিয়ে তার অনুসারী নরসিংপুর ইউনিয়নের আলতাফুর রহমান খসরু ও শামসুল হক নমুর কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা ধাক্কাধাক্কি ও সংঘর্ষে রূপ নেয়। নমু এবং খসরু সমর্থকদের মধ্যকার এই সংঘর্ষে পরবর্তীতে দোয়ারাবাজার সদরের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বারী ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহাব উদ্দিন শিহাবের সমর্থকরাও জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

                    এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) শামসুদ্দিন খান বলেন, আজ বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি চলছিল। মিছিলে অবস্থান নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

                    তথ্যসূত্র:
                    1. ৩১ দফার লিফলেট বিতরণে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির ২০ নেতাকর্মী আহত
                    https://tinyurl.com/bdhjw3bt
                    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                    Comment


                    • #11
                      রাজশাহীতে অজ্ঞাত নারীর উলঙ্গ লাশ উদ্ধার



                      রাজশাহীর পবা উপজেলার বাগসারা মোড় এলাকায় ধানখেত থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (১৮ অক্টোবর) সকাল ৯টার দিকে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তবে লাশের পরিচয় সনাক্ত হয়নি এখনো। ময়না তদন্ত হবে আগামীকাল।

                      স্থানীয়রা জানান, নিহত নারীর শরীরে কোনো পোশাক ছিল না। তাদের ধারণা, তাকে ধর্ষণের পর হত্যা করে ধানখেতে ফেলে রাখা হয়েছে।

                      এ বিষয়ে পবা থানার ডিউটি অফিসার জানান, এখন পর্যন্ত মৃতের পরিচয় সনাক্ত করতে পারেননি না তারা। লাশ মর্গে রয়েছে। আগামীকাল ময়না তদন্ত করে হবে।

                      ধর্ষণের কোনো আলামত পেয়েছেন কি এমন প্রশ্নের উত্তর তিনি বলেন, অনেকেই বলছে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা নিশ্চিতভাবে কিছুই বলতে পারছি না। ময়না তদন্তের প্রতিবেদন এবং অন্যান্য তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।

                      তথ্যসূত্র:
                      1. রাজশাহীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
                      https://tinyurl.com/ywhmu44z
                      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                      Comment

                      Working...
                      X