পশ্চিম তীরে একদিনে ১৯ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী

ইসরায়েলি দখলদার বাহিনী দখলকৃত পশ্চিম তীরে একাধিক অভিযানে ১৩ জন ফিলিস্তিনিকে আটক করেছে, যার মধ্যে তিনজন নাবালকও রয়েছে। রবিবার (১৯ অক্টোবর) স্থানীয় সংবাদমাধ্যমগুলো এই খবর প্রকাশ করে।
তুবাসের ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির (পিপিএস) পরিচালক কামাল বানি ওদেহ জানিয়েছেন, তুবাসে, ইসরায়েলি বাহিনী চারজন ফিলিস্তিনিকে আটক করেছে, যার মধ্যে দুজন ১৬ বছর বয়সী কিশোর। তিনি বলেন, একজন আটক ব্যক্তিকে তার ছেলেকে আত্মসমর্পণ করতে চাপ দেওয়ার জন্য আটক করা হয়েছে।
ইসরায়েলি বাহিনী বেশ কয়েকজন বন্দীর পরিবার ও বাড়িতেও অভিযান চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও ক্ষতিসাধন করেছে।
এছাড়াও সালফিতে ইসরায়েলি বাহিনী বাড়িতে তল্লাশি ও অভিযানের পর চারজন ফিলিস্তিনিকে আটক করেছে। আটকের পর বাহিনী শহরের উত্তর প্রবেশপথ বন্ধ করে দেয়, যার ফলে বাসিন্দাদের চলাচলে বাধা সৃষ্টি হয়।
রামাল্লার পশ্চিমে দেয়ার আবু মাশা’আল গ্রামে, ইসরায়েলি সৈন্যরা ১৫ বছর বয়সী এক কিশোর সহ তিনজন ফিলিস্তিনিকে তাদের বাড়িতে তল্লাশি ও অভিযানের পর আটক করেছে।
এদিকে, কালকিলিয়ার দক্ষিণে সান্নিরিয়া শহরে, ইসরায়েলি বাহিনী দুই ভাইকে তাদের বাড়িতে তল্লাশি ও অভিযানের পর আটক করেছে।
এছাড়াও নাবলুস এলাকায় ছয়জনকে গ্রেফতার করে দখলদার ইসরায়েলি বাহিনী। সবমিলিয়ে মোট ১৯ জনকে একদিনে আটক করে দখলদার ইসরায়েলি বাহিনী।
তথ্যসূত্র:
1. Israeli forces detain 19 Palestinians across West Bank, including three minors
-https://tinyurl.com/47z9rh2n
Comment