ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ইসলাম অবমাননা, বহিষ্কারের দাবি শিক্ষার্থীদের

সোশ্যাল মিডিয়ায় ইসলাম ধর্ম ও নবি (ﷺ) কে নিয়ে ধারাবাহিকভাবে কূটুক্তি করে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম আবরার ফায়াজ। সে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২১-২২ সেশনের অমর একুশে হলের ছাত্র। এ ঘটনায় তাকে ব্যাচ থেকে বহিষ্কার ও ছাত্রত্ব বাতিলের দাবি তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গত ২৪ অক্টোবর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২৮ তম ব্যাচ থেকে তাকে বহিষ্কার ও ছাত্রত্ব বাতিলের দাবি জানানো হয়।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের অমর একুশে হলের ছাত্র আবরার ফায়াজ (রোল নং: ০৬, নিবন্ধন নং: ২০২২১১১১২) সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ও নবী হযরত মুহাম্মদ (ﷺ) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ছড়িয়ে পড়া ওই স্ক্রিনশটগুলোতে দেখা যায়, আবরার ফায়াজ একটি মেসেঞ্জার গ্রুপে মহান আল্লাহ, নবী হযরত মুহাম্মদ (ﷺ), ইসলাম ধর্ম, নবী-রাসূলগণ এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে অবমাননাকর ও বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছে।
সে পবিত্র কুরআন নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে কুরআন পোড়ানোকে উপভোগ্য বলে উল্লেখ করেছে এবং সব ধর্মকে মূলগতভাবে সন্ত্রাসপ্রবণ আখ্যা দিয়েছে। পাশাপাশি, তাঁর পোস্টে ইসলাম ধর্মের মৌলিক বিশ্বাস ও প্রিয় নবী (ﷺ) এর স্ত্রীদের সম্পর্কে অবমাননাকর ভাষা ব্যবহার করেছে।
এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান ড. মো আব্দুর রাজ্জাক জানায়, আমরা বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা করেছি। বর্তমানে আমাদের বিভাগে অধ্যয়নরত কয়েকটি ব্যাচ লিখিত অভিযোগ জমা দিয়েছে। আগামী সোমবার (২৭ অক্টোবর) এই বিষয়ে একটি বোর্ড সভা অনুষ্ঠিত হবে, যেখানে প্রয়োজনবোধে তদন্ত কমিটি গঠন করে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানায়, অভিযোগিত শিক্ষার্থী ২০২২ সালের দিকে সমবয়সী কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে নিয়ে একটি ব্যক্তিগত গ্রুপে ইসলাম অবমাননা করেছিল। সে সময় সে নিজেকে স্বঘোষিত নাস্তিক বলে পরিচয় দিত। পরে, ২০২৪ সালে সে নিজেকে মুসলিম দাবি করে।
তথ্যসূত্র:
1. ধর্ম অবমাননার অভিযোগে ঢাবি শিক্ষার্থীকে বহিষ্কারের দাবি সহপাঠীদের
– https://tinyurl.com/y4k7bmrj

Comment