বগুরায় ইসকন মন্দিরের পাশে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়া শহরের সেউজগাড়ী ইসকন মন্দিরের সামনে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত ব্যক্তিরা। নিহতের নাম হাবিবুর রহমান খোকন (৩৭)। তিনি মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে।
গত ২৭ অক্টোবর রাত সোয়া ৮টার দিকে ইসকন মন্দিরের সামনে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসকন মন্দিরের সামনে হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে দেখতে পান অন্ধকারে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে খোকনকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন।
ঘটনাস্থল থেকে দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একটি হিরো কোম্পানির হাংক, নাম্বার বগুড়া-ল ১২-৭০১২ এবং অন্যটি বাজাজ পালসার এন এস, নাম্বার ঢাকা মেট্রো-ল ৪৩-৭৪৫৭।
এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানায়, প্রাথমিক তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
তথ্যসূত্র:
1. বগুরায় ইসকন মন্দিরের পাশে যুবককে কুপিয়ে হত্যা
– https://tinyurl.com/3w8y4b7z




Comment