বাংলাদেশ দখলের হুমকি দিলো পশ্চিমবঙ্গের বিজেপির এক নেতা

বাংলাদেশ-ভারত সীমান্ত তুলে দিয়ে বাংলাদেশকে ভারতের অংশ করে ফেলার হুমকি দিয়েছে পশ্চিমবঙ্গের রানাঘাটের হিন্দুত্ববাদী বিজেপি সাংসদ (এমপি) জগন্নাথ। গত ৩০ অক্টোবর পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জ ব্লকের মাটিয়ারী বানপুরে এক নির্বাচনী কর্মসূচিতে এই বিতর্কিত মন্তব্য করে বিজেপির এ নেতা।
সে ওই কর্মসূচিতে বলেছে, ‘কথা দিচ্ছি, এ বারের ভোটে (২০২৬ সালে বিধানসভা নির্বাচনে) আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখব না। আগেও এক ছিল দুই বাংলা, আবার এক হয়ে যাবে।’ বিজেপির এ নেতা আরও দাবি করে, ‘তৃণমূল জিতলেও কাঁটাতার আর থাকবে না। তবে, ওই দেশটা তখন বাংলাদেশই থেকে যাবে।’
এই মন্তব্যের পর নানা প্রশ্ন উঠেছে, এটি কি একটি রাজনৈতিক মন্তব্য, নাকি বাংলাদেশ দখলের হুমকি? এটি যে বক্তব্যই হোক না কেন, ‘অখণ্ড ভারত’ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হিন্দুত্ববাদী বিজেপি নেতাকর্মীরা নিয়মিতভাবেই বাংলাদেশ দখলের হুমকি দিয়ে আসছে। যার ফলে অনেকেই মনে করছেন, এমন হুমকিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই।
তথ্যসূত্র:
1. WB: BJP MP’s remarks on removing fences along Indo-Bangla border triggers row
– https://tinyurl.com/yx78w2nv

Comment