নামাজরত বাবাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে

পাবনা জেলায় নামাজরত অবস্থায় নিজাম প্রামাণিক নামে এক পিতাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে মোস্তফা প্রামাণিক। গত ২ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করা হয়। তাকে আটক করতে গিয়ে সদর থানার তিন উপ-পরিদর্শকসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।
পারিবারিক সূত্র জানায়, নিজাম প্রামাণিক বাজারে দুধ বিক্রি করে সন্ধ্যায় বাড়ি ফেরেন। এরপর রাতের খাবার শেষে তিনি এশার নামাজে দাঁড়িয়েছিলেন। এ সময় আগে থেকে ঘরে ওঁৎ পেতে থাকা মোস্তফা ধারালো অস্ত্র দিয়ে বাবাকে উপর্যুপরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘর থেকে বের হয়ে যায়।
এরপর সে পাশের রুমে গিয়ে দরজা আটকে বসে থাকে। পরে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিজাম প্রামাণিকের লাশ উদ্ধার এবং ঘাতক ছেলে মোস্তফাকে আটক করে।
তথ্যসূত্র:
1. নামাজরত বাবাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে
– https://tinyurl.com/4yvd7m4s


Comment