Announcement

Collapse
No announcement yet.

সুদান আপডেটঃ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • সুদান আপডেটঃ

    >সুদান ডাক্তারস নেটওয়ার্ক জানিয়েছে যে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) পরিবারের সদস্যদের তাদের মৃতদের দাফন করতে বাধা দেওয়ায় বরা শহরের ঘরবাড়ির ভেতরে ডজনখানেক মরদেহ স্তূপাকারে পড়ে আছে

    শহরে যারা এখনো বেঁচে আছেন, তারা ভয়, ক্ষুধা ও তৃষ্ণার মধ্যে আটকে রয়েছেন, আর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং কোনো চিকিৎসা বা মানবিক সহায়তার উপস্থিতি নেই
    এদিকে নিখোঁজ মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে


    >সুদান নিয়ে খবর প্রকাশ করা — বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের (UAE) সংশ্লিষ্টতা উন্মোচনকারী — অনেক পেজ এখন “X” (সাবেক টুইটার)-এ কঠোর সেন্সরশিপের মুখে পড়ছে


    >র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) বর্তমানে এল ফাশের শহরজুড়ে ব্যাপক লুটপাট অভিযান চালাচ্ছে



    >র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-এর হাতে নিহত, আহত ও অসুস্থ মানুষের অগণিত মরদেহ এখন এল ফাশের ও তাওইলার মধ্যবর্তী সড়কজুড়ে পড়ে আছে


    বরা শহরে নৃশংসভাবে নির্যাতনের পর র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) যেসব পাঁচজন সুদানি রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবককে হত্যা করেছে, তারা সবাই মানবিক সহায়তা কার্যক্রমে নিয়োজিত ছিলেন
    তাদের এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সুদানের চলমান সংকটে মানবিক সংস্থাগুলোর ওপর ভয়াবহ হুমকির প্রতীক হয়ে দাঁড়িয়েছে।


    copyed by sudan news.

    ফিলিস্থিনের নিউজে সন্ত্রাসদের হত্যাযজ্ঞের মর্মাহত প্লাস মুজাহিদদের হামলার আশা জাগানিয়া খবর পেতাম। কিন্তু সুদান থেকে শুধু নির্মমতার খবরই আসে। কোন আশা জাগানিয়া কোন খবর আসে না। হয়তো বা সুদানে আর কোন মুজাহিদ জামাআতই নেই। আল্লাহ তায়ালা সুদানি ভাই বোনদের নিজ কুদরতি কারিশমায় হেফাজত করুন।আমিন।

  • #2
    বর্তমানে সুদানের কি অবস্থা ভাই? একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম....
    umayer mussab
    ‘যার গুনাহ অনেক বেশি তার সর্বোত্তম চিকিৎসা হল জিহাদ’-শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.

    Comment


    • #3
      Originally posted by আবু যুবাইর View Post
      বর্তমানে সুদানের কি অবস্থা ভাই? একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম....
      umayer mussab
      প্রীয় ভাই সংক্ষিপ্ত ভাবে বলছিঃ
      সুদানে দুটি সামরিক বাহিনি রয়েছে।তন্মধ্যে একটা হলো saf (সুদানিস আর্মেড ফোর্সেস) এরা কিছুটা ইসলামপন্থি,মানে এর কিছু নেতা মুসলিম ব্রাদারহুড সংশ্লিষ্ট। এরা সুদানের জাতীয় সেনাবাহিনী।
      আর দ্বিতীয়টি হলো rsf (র‍্যাপিড সাপোর্ট ফোর্স) এরা সেকুলার মতাদর্শের। এরা মিলিশিয়া হিসেবে ছিল।
      ২০১৯ সালে উভয়ে মিলে সুদান সরকারের পতন ঘটায়, তারপর উভয়ের মধ্যে চুক্তি, শর্ত ইত্যাদী করতে করতে ২০২৩ সাল পর্যন্ত চলে। তারপর ক্ষমতা দখল নিয়ে উভয়ের মধ্যে এক ব্যাপক ও ভয়াবহ যুদ্ধ শুরু হয়। এক রিপোর্টে বলা হয়েছে এই যুদ্ধে প্রায় দের লাখ মানুষ নিহত হয়েছে।
      কিন্তু বর্তমান ২৬ অক্টোবর থেকে সন্ত্রাস rsf কতৃক saf অধ্যুষিত এলাকা আল ফাশির শহরে কয়েকটি জাতি নিধনের লক্ষে (যার সবগুলোই মুসলিম) ব্যাপক গনহত্যা শুরু হয়। এখনও নিহতের প্রকৃত সংখ্যা কোন রিপোর্টে প্রকাশ হয়নি।
      তবে ভাই সেখানে কোন মুজাহিদ জামাআত না থাকার কারনে প্রতিরোধের কেহ নেই। আল্লাহ তাদের নিজ কারিশমায় হেফাজত করুন।আমিন

      Comment


      • #4
        ⏩সুদানের প্রখ্যাত ডাক্তার ডঃ আদম ইসমাইলের মৃত্যদন্ড কার্যকর করেছে সন্ত্রাস rsf বাহিনী। যাকে আল ফাশিরের পতনের কিছুক্ষন পর অপহরন করা হয়েছিল।

        ⏩ উত্তর কোরদোফান রাজ্যের আল নাহুদ শহরে,আল নাহুদ হাসপাতালকে সন্ত্রাস rsf একটি অগ্রগামি অভিযান কেন্দ্র হিসেবে ব্যাবহার করছে। সেখানে সিগন্যাল,বাধা দেওয়ার যন্ত্র স্থাপন করেছে। এবং অস্ত্র ও গোলা বারুদ সংরক্ষন করছে।

        ⏩ দক্ষিন কোরদোফানের আল দালাং-এ সন্ত্রাস rsf গোলাবর্ষন করেছে। যার ফলে ছয়জন বেসামরিক লোক নিহত হয়েছে যার মধ্যে একজন শিশুও আছে। আর এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে।

        ⏩ একটা ভিডিওতে দেখা যাচ্ছে সন্ত্রাস rsf বাহিনীর এক সদস্য গনহত্যায় নিহত সংখ্যা নিয়ে গর্ব করছে।

        ⏩ সন্ত্রাস rsf একটি ভিডিও ধারণ করেছে। যেখানে দেখা যাচ্ছে আল ফাশেরে একজন মহিলার স্বামীকে নির্মম হত্যার পর তাকে ও তার দুই সন্তানকে অপহরন করে নিয়ে যাচ্ছে।

        ⏩ গাজার পরিচিত প্যালেস্টেনিয়ান সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মী মুহাম্মাদ আবু লুয়ে সুদানের প্রতি সংহতি প্রকাশ করে বিশ্বের কাছে বার্তা পাঠিয়েছেন। তিনি সেখানে বলেন,"হে আল্লাহ আল ফাশিরে যা ঘটছে তা হৃদয়কে ভেঙ্গে দেয়।" এবং গনহত্যা ও ধ্বংসের ছাপ এখনও বহন করা গাজা থেকে তারা বিশ্বের কাছে পদক্ষেপ গ্রহন করার আহবান জানিয়ে বলেন,"আমরা গাজা থেকে দুই বছর থেকে বিশ্বের কাছে আবেদন জানাচ্ছি। আর এবার আমরা সুদানের জন্য আবেদন জানাচ্ছি। আহত গাজা থেকে আহত সুদান পর্যন্ত,আমাদের হৃদয় আপনাদের সাথে আছে।"

        আল্লাহ তায়ালা সুদানী ভাইবোনদের হেফাজত করুন।



        বিঃদ্রঃ কিছু যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে, কেউ কেউ সুদানের প্রতি সংহতি জানাতে গিয়ে বলছেন,
        "আমরা কালো বলে আমাদের পাশে কেউ দাড়ায় না।আর ফিলিস্তিনিরা সাদা বলে তাদের প্রতি অনেক সমবেদনা জানানো হয়।"
        মাআযাল্লাহ! কিছু অবুঝ ভাই এভাবেই লিখছেন।এখানে কি বিষয়টা কালো সাদার? কখনই না! ফিলিস্তিনিরা আমাদের তৃতীয় তির্থস্থান ও প্রথম ক্বিবলা বাইতুল মাকদিস রক্ষা করে। তাই তাদের প্রতি পুরো পৃথিবীর ফোকাসটা বেশি থাকবে এটাই স্বাভাভিক। কারন সেই যুদ্ধের মূল জিনিসটায় হলো মাসজিদুল আক্বসা যা তিন ধর্মেরই (মুসলিম,ক্রিশ্চিয়ান,ইহুদী) গুরুত্বপূর্ণ স্থান।
        আর সুদানের বিষয়টা হলো পৃথিবী জুড়ে ঘটতে থাকা মুসলিম গনহত্যাগুলোর একটি যেগুলো ঘটেছে সিরিয়া,আফগান,আরাকান,কাশ্মীর,চেচনিয়া,বসেনিয়া সহ আরও আমার অজানা বিশ্বের কত মুসলিম অধ্যুষিত জনপদের উপর।
        তাই সবার কাছে আকুল আবেদন যখনই কেউ এমন পোস্ট দেখব, তখনই উত্তম নাছিহার মাধ্যমে ভাইকে শুধরে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।যাতে আমাদের ভাইয়েরা এক বর্ণবিভেদের মত মারাত্বক গুনাহে জড়িয়ে না যায়।
        ওয়াসসালাম

        আল্লাহ তায়ালা আমাদের ভাইবোনদের হেফাজত করুন।

        Comment

        Working...
        X