>সুদান ডাক্তারস নেটওয়ার্ক জানিয়েছে যে র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) পরিবারের সদস্যদের তাদের মৃতদের দাফন করতে বাধা দেওয়ায় বরা শহরের ঘরবাড়ির ভেতরে ডজনখানেক মরদেহ স্তূপাকারে পড়ে আছে।
শহরে যারা এখনো বেঁচে আছেন, তারা ভয়, ক্ষুধা ও তৃষ্ণার মধ্যে আটকে রয়েছেন, আর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং কোনো চিকিৎসা বা মানবিক সহায়তার উপস্থিতি নেই।
এদিকে নিখোঁজ মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে।
>সুদান নিয়ে খবর প্রকাশ করা — বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের (UAE) সংশ্লিষ্টতা উন্মোচনকারী — অনেক পেজ এখন “X” (সাবেক টুইটার)-এ কঠোর সেন্সরশিপের মুখে পড়ছে।
>র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) বর্তমানে এল ফাশের শহরজুড়ে ব্যাপক লুটপাট অভিযান চালাচ্ছে।
>র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-এর হাতে নিহত, আহত ও অসুস্থ মানুষের অগণিত মরদেহ এখন এল ফাশের ও তাওইলার মধ্যবর্তী সড়কজুড়ে পড়ে আছে।
বরা শহরে নৃশংসভাবে নির্যাতনের পর র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) যেসব পাঁচজন সুদানি রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবককে হত্যা করেছে, তারা সবাই মানবিক সহায়তা কার্যক্রমে নিয়োজিত ছিলেন।
তাদের এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সুদানের চলমান সংকটে মানবিক সংস্থাগুলোর ওপর ভয়াবহ হুমকির প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
copyed by sudan news.
ফিলিস্থিনের নিউজে সন্ত্রাসদের হত্যাযজ্ঞের মর্মাহত প্লাস মুজাহিদদের হামলার আশা জাগানিয়া খবর পেতাম। কিন্তু সুদান থেকে শুধু নির্মমতার খবরই আসে। কোন আশা জাগানিয়া কোন খবর আসে না। হয়তো বা সুদানে আর কোন মুজাহিদ জামাআতই নেই। আল্লাহ তায়ালা সুদানি ভাই বোনদের নিজ কুদরতি কারিশমায় হেফাজত করুন।আমিন।
শহরে যারা এখনো বেঁচে আছেন, তারা ভয়, ক্ষুধা ও তৃষ্ণার মধ্যে আটকে রয়েছেন, আর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং কোনো চিকিৎসা বা মানবিক সহায়তার উপস্থিতি নেই।
এদিকে নিখোঁজ মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে।
>সুদান নিয়ে খবর প্রকাশ করা — বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের (UAE) সংশ্লিষ্টতা উন্মোচনকারী — অনেক পেজ এখন “X” (সাবেক টুইটার)-এ কঠোর সেন্সরশিপের মুখে পড়ছে।
>র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) বর্তমানে এল ফাশের শহরজুড়ে ব্যাপক লুটপাট অভিযান চালাচ্ছে।
>র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-এর হাতে নিহত, আহত ও অসুস্থ মানুষের অগণিত মরদেহ এখন এল ফাশের ও তাওইলার মধ্যবর্তী সড়কজুড়ে পড়ে আছে।
বরা শহরে নৃশংসভাবে নির্যাতনের পর র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) যেসব পাঁচজন সুদানি রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবককে হত্যা করেছে, তারা সবাই মানবিক সহায়তা কার্যক্রমে নিয়োজিত ছিলেন।
তাদের এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সুদানের চলমান সংকটে মানবিক সংস্থাগুলোর ওপর ভয়াবহ হুমকির প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
copyed by sudan news.
ফিলিস্থিনের নিউজে সন্ত্রাসদের হত্যাযজ্ঞের মর্মাহত প্লাস মুজাহিদদের হামলার আশা জাগানিয়া খবর পেতাম। কিন্তু সুদান থেকে শুধু নির্মমতার খবরই আসে। কোন আশা জাগানিয়া কোন খবর আসে না। হয়তো বা সুদানে আর কোন মুজাহিদ জামাআতই নেই। আল্লাহ তায়ালা সুদানি ভাই বোনদের নিজ কুদরতি কারিশমায় হেফাজত করুন।আমিন।
Comment