উত্তর প্রদেশে মসজিদে লাউডস্পিকার ব্যবহার করায় গ্রেফতার ইমাম

ভারতের উত্তর প্রদেশে মসজিদের লাউডস্পিকার ব্যবহার করায় স্থানীয় মসজিদের ইমামকে গ্রেফতার করেছে হিন্দুত্ববাদী পুলিশ। ভুক্তভোগী ওই ইমামের নাম মাওলানা রফিক খান। স্থানীয় উগ্র হিন্দুত্ব-বাদীদের বারংবার অভিযোগের উপর ভিত্তি করে এই মামলা দায়ের করা হয়েছে। সোমবার (০৩ নভেম্বর) এই বিষয়ক সংবাদ প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম মুসলিম মিরর।
পুলিশ অভিযোগ করছে ভুক্তভোগী ওই ইমাম মসজিদের মাইকের সাউন্ডের নির্ধারিত সীমা অতিক্রম করেছে।
পুলিশ ভুক্তভোগী ওই ইমামকে গ্রেফতার করে হাজতে নিয়ে যায়। পরে নিরাপত্তার দোহাই দিয়ে আরও অতিরিক্ত পুলিশ মোতায়েন করে স্থানীয় মুসলিমদের ভীতি ও আতঙ্কের সৃষ্টি করে।
এই ঘটনার পরে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেক বিশেষজ্ঞরা বলছেন কেবল মুসলিমদের লক্ষ্য করেই উদ্দেশ্যপ্রণোদিত-ভাবে ধরপাকড় করছে হিন্দুত্ব-বাদীরা।
তথ্য্যসূত্র:
1. Imam booked in UP for loudspeaker amid noise law row
– https://tinyurl.com/469rk76j








Comment