এবার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন
রাজধানীতে আরও একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ১০ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। বাসটি শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বলে জানা গেছে। তিনি জানান, মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে বাসে আগুন কীভাবে লেগেছে এবং যাত্রী ছিল কি না, তা এখনও জানা যায়নি।
প্রাথমিকভাবে জানা গেছে, বাসের পাশ দিয়ে সাত-আটজন তরুণ হেঁটে যাচ্ছিল, হঠাৎ বাসে আগুন ধরে যায়। এটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা এখনও স্পষ্ট নয়।
এর আগে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।
তথ্যসূত্র:
1. ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন
– https://tinyurl.com/24fwtjdb
Comment