সুদানে এক মাসে দুর্ভিক্ষ ও পুষ্টি-হীনতায় ২৩ শিশুর মৃত্যু

সুদানের মধ্যাঞ্চলে দুর্ভিক্ষ ও পুষ্টি-হীনতায় গত একমাসে কমপক্ষে ২৩ জন শিশু মারা গিয়েছে। সুদানে সামরিক বাহিনী ও আধাসামরিক বাহিনীর মাঝে তীব্র যুদ্ধের প্রভাবে স্থানীয়দের মাঝে এর প্রভাব পড়েছে।
গত ৩০ মাস ধরে উত্তর-পশ্চিম অঞ্চলের এই দেশটিতে সামরিক বাহিনী ও আধাসামরিক বাহিনীর মাঝে যুদ্ধ চলমান রয়েছে। এই যুদ্ধের প্রভাবে সুদানের মানবিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। করডোফান এলাকায় পুষ্টি-হীনতায় ২৩ জন শিশুর মৃত্যু তারই প্রমাণ।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে ভয়াবহ অস্থিরতার মাঝে রয়েছে। রাজধানী খার্তুমসহ দেশের বিভিন্ন স্থানে সামরিক ও বেসামরিক বাহিনীর মাঝে তীব্র চলমান রয়েছে।
জাতিসংঘের মতে, বিধ্বংসী এই যুদ্ধে কমপক্ষে ৪০,০০০ এর বেশি মানুষ নিহত হয়েছে। কিন্তু বিভিন্ন মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের মতে এই সংখ্যা বাস্তবে আরও কয়েকগুণ অনেক বেশি। যুদ্ধের ফলে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। কমপক্ষে ১৪ লক্ষ মানুষ জোরপূর্বক বাড়িঘর ছাড়া হয়েছেন, দেশের বিভিন্ন স্থানে দুর্ভিক্ষ ও ভয়াবহ রোগ ছড়িয়ে পড়েছে।
আন্তর্জাতিক ক্ষুধা বিশেষজ্ঞদের মতে, সুদানের কর্ডোফান ও দারফুর এলাকায় গত সেপ্টেম্বর পর্যন্ত ৩৭০,০০০ মানুষ দুর্ভিক্ষের মাঝে রয়েছে। আরও ৩৬ লক্ষ মানুষ দুর্ভিক্ষের কবল থেকে এক ধাপ দূরে রয়েছে।
তথ্যসূত্র:
1. 23 children die of malnutrition within a month in Sudan’s Kordofan region
– https://tinyurl.com/vkkehtrb







Comment