বঙ্গোপসাগর থেকে ২৪ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

বঙ্গোপসাগরে বাংলাদেশের ২৪ জন জেলেসহ একটি ফিশিংবোট ‘এফবি সাফওয়ান’ ধরে নিয়ে গেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড)। আটক বাংলাদেশি জেলেদের সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে সেদেশের ফ্রেজারগঞ্জ থানায় সোপর্দ করেছে ভারতীয় কোস্টগার্ড।
এ প্রতিবেদনে দৈনিক ইত্তেফাক জানায়, আটক জেলেদের বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলার কুতুবদিয়ায়। আটক জেলেদের সোমবার দুপুরে সে দেশের ফ্রেজারগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার আটক জেলেদে ভারতের পশ্চিমবঙ্গের কাকদ্বীপ মহকুমা আদালতে পাঠানো হবে।
এ বিষয়ে বাংলাদেশী জেলেরা জানান, তাদের ট্রলারের ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ায় তারা সাগরে ভাসতে থাকে। পাশাপাশি চলতে থাকা অন্যান্য বাংলাদেশী ট্রলারের কাছে সাহায্য চাইলেও তাদের উদ্ধার না করেই ট্রলারগুলো চলে যায়। এজন্য ভাসতে ভাসতে তারা ভারতীয় জল সীমানায় ঢুকে পরে।
কুতুবদিয়া ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মোঃ জয়নাল আবেদিন বলেন, ‘কুতুবদিয়ার ২৪জন জেলেসহ একটি ফিশিংবোট ভারতে আটক হওয়ার খবর তারা পেয়েছেন।’
এই নিয়ে গত ছয় মাসের মধ্যে মোট আটটি বাংলাদেশী ফিশিংবোট সহ মোট ১৮১ জন বাংলাদেশি মৎস্যজীবী ভারতীয় জলসীমানায় ঢুকে পড়ার অভিযোগে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর (কোস্টগার্ড) হাতে ধরা পড়ল।
তথ্যসূত্র:
১। বঙ্গোপসাগর থেকে ফিশিংবোটসহ ২৪ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড
– https://tinyurl.com/49u2edm3





Comment