Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ# ২৪শে জিলহজ্জ, ১৪৪২ হিজরি | | ৪ঠা আগস্ট, ২০২১ ঈসায়ী |

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ# ২৪শে জিলহজ্জ, ১৪৪২ হিজরি | | ৪ঠা আগস্ট, ২০২১ ঈসায়ী |

    থামছেই না প্রতিবেশি দেশসমূহে ইসরাইলের চৌর্যবৃত্তি

    অবৈধ রাষ্ট্র ইসরাইল অবরুদ্ধ ফিলিস্তিনে আগ্রাসন চালানোর পাশাপাশি প্রতিবেশি দেশসমূহে সমানুপাতিক হারে চৌর্যবৃত্তি জারি রেখেছে।

    লেবাননের রাষ্ট্রীয় টিভি চ্যানেলের বরাত দিতে কুদস নিউজ নেটওয়ার্ক গত ১ আগষ্ট জানিয়েছে, ইসরাইলের একটি টহল দল গোলান হাইটসের সীমান্তবর্তী শিবা ফার্ম এলাকা থেকে ১০০ টি ছাগল চুরি করে নিয়ে গেছে।
    প্রতিবেশি দেশে অবৈধভাবে প্রবেশ করে ভিন্ন রাষ্ট্রের সম্পদ হাতিয়ে নেয়া ইসরাইলের জন্য কোন বিচ্ছিন্ন ঘটনা নয়।

    গত ২৫ জুলাই রবিবার ইসরাইলি সৈন্যরা লেবাননে প্রবেশ করে আরেক লেবানিজ খামারির ৫০০ ছাগল চুরি করে নিয়ে গিয়েছিল।

    প্যালেস্টাইন নিউজ এজেন্সি (ওয়াফা) জানায়, কাফর শোভার নিকটে ঐ পশু চুরির সময় বর্বর ইহুদি সৈন্যরা পশুগুলোর মালিককে নির্মমভাবে গুলি করে।

    তাছাড়াও গত ২৭ জুন রবিবার একই ভাবে ইসরাইলি সৈন্যরা লেবাননের ৪৫০ টি ছাগল চুরি করেছিল।
    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    ডা. জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা: ফেসবুকে সাধারণ মানুষের প্রতিক্রিয়া

    চিকিৎসা সেবায় একটি বিপ্লবী নাম ডা. জাহাঙ্গীর কবির। মানুষকে অসুস্থতায় বিভিন্ন বিষয়ে পরমার্শ দিয়ে সুস্থ থাকতে আত্মনির্ভর সচেতন করে তুলেছেন তিনি। ঔষধ ছাড়াই সুস্থ থাকার উপায় পাচ্ছে সকল শেণির মানুষ। চিকিৎসা সেবার নামে বস্তা বস্তা ঔষধ সেবন থেকে মুক্তি পাচ্ছে মানুষ।

    ঠিক এই সময়ই ‘ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিজ’ (এফডিএসআর) নামের একটি সংগঠন দাবি করেছে যে, ডা. জাহাঙ্গীর কবির নানারকম ভুল ও বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন। তার কর্মকাণ্ডকে অবৈজ্ঞানিক, অসত্য, দায়িত্বজ্ঞানহীন এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ্য করে এ সংগঠনটি।

    এফডিএসআর এর দাবি, এসব কাজ চিকিৎসাবিজ্ঞানের নীতিবিরোধী ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ ছাড়া কিটো ডায়েটের পরমার্শ ও করোনার টিকা না দিতে পরামর্শ দেওয়া নিয়েও সমালোচনা করা হয়। সংগঠনটির পক্ষ থেকে ডা. জাহাঙ্গীর কবীরকে আল্টিমেটাম সম্বলিত একটি চিঠি দিয়ে বলা হয়, সাত দিনের মধ্যে তিনি যদি সকল ভিডিও কনটেন্ট অনলাইন থেকে না সরায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    দৈনিক কালেরকন্ঠ ও যুগান্তরের খবরে এ বিষয়টি উঠে আসলে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। ফেসবুকে বহু মানুষ এই ঘোষণার প্রতিবাদ জানিয়ে পোস্ট দিয়েছেন। ডা. জাহাঙ্গীর কবিরের পক্ষে সমর্থন জানিয়ে অনেকেই স্ট্যাটাস দিয়েছেন।

    এই ঘোষণার প্রতিবাদ জানিয়ে শাদ হাসান লিখেছেন, ‘হুম, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা তো নেবেই, কারণ! তিনি কোন রকম ঔষধ সার্জারি ছাড়াই সুন্দর সুন্দর ব্যায়াম ও লাইফ স্টাইল টিপস এর মাধ্যমে হাজার হাজার মানুষকে সুস্থ করে তুলছেন, এতে করে ডাক্তার ব্যবসায়ীদের ও দুর্নীতিগ্রস্ত ঔষধ ব্যবসায়ীদের ব্যবসা লাটে উঠেছে !!ভালো বিশেষজ্ঞদের কদর বাংলাদেশে নাই, সে জন্যই দেশের এই অবস্থা।’

    আসিফুর রহমান খন্দকার ডা জাহাঙ্গীরের প্রশংসা করে লিখেছেন,‘ওনার মত অমায়িক মানুষ আমার এই কিঞ্চিত জীবনে আর কাওকে দেখিনি। ওনার লাইফস্টাইল লিড দিয়ে আমি অভিশপ্ত জীবন থেকে সাধারণ জীবনে ফিরে আসতে পেরেছি। ওজন ৩০ কেজি কমাতে পেরেছি আলহামদুলিল্লাহ। শুধু একটি কথাই বলবো,স্যার মেডিসিন ছাড়া রোগ ভালো করায় অন্যান্য ডক্টরদের গায়ে জ্বালা ধরে গিয়েছে,যা বাস্তব প্রতীয়মান। #WeSupportDrJahangirKabirSir’

    আবরারুল হক আসিফ ক্ষোভ জানিয়ে লিখেছেন, ‘কে কার সু চিকিৎসা করেছে, সেটা কি বাংলাদেশের মানুষ জানে না!! মূল কথা হচ্ছে, বাংলাদেশে এমন জায়গা যেখানে আপনি ভালো কাজ করতে গেলেই কিছু লোক আপনার পেছন থেকে টেনে বসবে।একটা কথা মনে রাখবেন, তারাও কৌশল করে আল্লাহ কৌশল করে। তবে, সবচাইতে উত্তম কৌশল কারি হচ্ছেন আমাদের রব।তারা কিছুই করতে পারবে না। আল্লাহ হেফাজত করুক!!’

    জলি খান লিখেছেন, ‘ডক্টর জাহাঙ্গীর কবির স্যার, মানুষের জন্য আল্লাহ তা আলার পাঠানো এক নিয়ামত। তার বাস্তব প্রমাণ আমি নিজে, আমি নবম শ্রেণিতে পড়ার সময় ই গ্যাসট্রিকে আক্রান্ত হয়ে, অনেক ডক্টর দেখিয়েছি, আর তাদের প্রেসকিশন মতো ই এতো বছর দুই বেলা ঔষধ ইমোপ্রাজল ২০ খেয়ে আসছিলাম। ২০২০ এর জানুয়ারীর ৬ তারিখ শেষ খেয়েছি ওই ঔষধ। জানুয়ারীর ৮ তারিখ থেকে আজ পর্যন্ত ওনার জেকে লাইফ স্টাইল ফলো করে আসছি,, আর আমাকে গ্যাসের জন্য কষ্ট করতে হয়নি আলহামদুলিল্লাহ। ভাতের জন্য তিনি মানুষের জন্য কাজ করেননা,তিনি মানুষের কল্যাণের জন্য কাজ করেন। এতে কিছু লোকের সুবিধা কমে যাওয়াতেই তারা ক্ষেপেছে। সময়ে এসব আগাছার ও বিলুপ্তি ঘটবে ইনশা আল্লাহ।’

    জুবাইর তানজিমের মন্তব্য, ‘ইসলামিক মাইন্ডের হলেই শেষ! জাহাঙ্গীর কবির কেমন ডাক্তার তা সবাই কম বেশি জানে। ওনার চিকিৎসায় যে কতো হাজারো মানুষ স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে তা বলার অপেক্ষা রাখে না।কিছু বলতে বা করতে পারছি না- আজ আমি চোখ থাকতে অন্ধ, স্বাধীন হয়েও পরাধীন, মুখ থাকতেও বোবা।’

    আরিফ বিল্লাহ লিখেছেন, ‘খুব দুঃখ জনক, আমার আব্বুর ডায়াবেটিস আলহামদুলিল্লাহ উনার ভিডিও দেখে নিয়ন্ত্রণে। এবং আম্মুর ওজন কমে গেছে। এখন সুস্থ আলহামদুলিল্লাহ। আরও অনেকে উপকার পাচ্ছে। আল্লাহ তায়ালা উনাকে হেফাজত করুন।’

    আলা উদ্দীন লিখেছেন, ‘আপনারা যে ভুল চিকিৎসা করে, জীবন্ত মানুষ কে মেরে ফেলেন, তার বিষয়ে কিছু বলেন। অসুখ হয় ডান পায়ে কেটে পেলেন বাম পা, রোগাক্রান্ত হয় পাকস্থলী, আর চিকিৎসা করেন ফুসফুসের, তা ও আবার অপারেশন করে, অস্ত্র সব পেটের ভিতর রেখে আসেন…. সেগুলো কোন চিকিৎসার মধ্যে পড়ে, একটু জানালে, জাতি জানতে পারতো…..ড. জাহাঙ্গীর কবির স্যারের অনেক ভালো কাজের মধ্যে এক দুইটা ভূল হলে জাতি মেনে নিবে…।’

    মুনির হুসাইন লিখেছেন, ‘একজন জাহাঙ্গীর কবির বাংলাদেশের কসাই ডাক্তারদের গলার কাঁটায় পরিণত হয়েছেন।কারন,তিনি বাংলাদেশর অধিকাংশ ডাক্তার নামক কসাইদের চিকিৎসা বানিজ্যে ছাঁই ঢেলেছেন।তাই ষড়যন্ত্র করে একজন ভাল মানুষের প্রশংসনীয় প্রচেষ্টাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আল্লাহ্ ডা.জাহাঙ্গীর কবির স্যারের সহায় হোক!’

    মেহেদী মালেক লিখেছেন, ‘আমার মা প্রতিদিন ৯৮ ইউনিট ইনসুলিন নিত,আল্লাহর রহমতে জাহাঙ্গীর স্যার এর ভিডিও ফলো করে আমার মায়ের একটাও ওষুধ লাগে না। আল্লাহর রহমতে আমার মা বিনা ওষুধে অনেক ভালো আছে। দীর্ঘ ১২ বছর বারডেম হাসপাতালে দৌড়াতে দৌড়াতে জুতার তলা ক্ষয় হইছে শত জোড়া, কিন্তু এক পয়সার ফায়দা হয় নাই বরং মায়ের আরো অবস্থা খারাপ হইছে ধীরে ধীরে। দুঃখ লাগে আমাদের কসাই শ্রেণীর ডাক্তাররা এই লোকের পিছনে লেগেছে। স্যারকে আল্লাহ হেফাজত করবে।এটা যদি কারো বিশ্বাস করতে সমস্যা হয় ইনবক্স নক দিবেন সব ধরনের প্রমাণ দেখিয়ে দিব।’

    উল্লেখ্য, ডা. জাহাঙ্গীর কবীর করোনার টিকার বিরুদ্ধেও কথা বলেছেন। তাই তাঁর বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে অনেকেই মনে করেন।
    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment


    • #3
      নিজেদের ভূমিতেই ফিলিস্তিনিদের ভাড়া দিয়ে থাকার শর্ত দিল সন্ত্রাসী ইসরায়েল

      অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জেরুসালেমের শেখ জাররাহ মহল্লায় থাকা ফিলিস্তিনি বাসিন্দাদের ভাড়ায় থাকার শর্ত দিয়েছে ইহুদিবাদি সন্ত্রাসীদের জারজ রাষ্ট্র ইসরায়েলের সর্বোচ্চ আদালত।

      সোমবার (২ জুলাই) শেখ জাররাহ থেকে ছয় ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদের এক আপিল শুনানিতে ঘোষিত রায়ে এই প্রস্তাব দেয় দখলদার আদালত।

      আদালতের রায়ে বলা হয়, শেখ জাররায় থাকা ফিলিস্তিনি বাসিন্দাদের ‘সুরক্ষিত বাসিন্দার’ স্বীকৃতি দেবে ইসরায়েল। তাদেরকে ওই মহল্লা থেকে কখনো উচ্ছেদ করা হবে না। তবে এর বিনিময়ে তাদেরকে ভাড়া প্রদান করতে হবে।

      তবে, ফিলিস্তিনিরা নিজেদের বাড়িতে থেকে নিজ দেশ দখলকারী জায়োনিস্ট সন্ত্রাসীদের ভাড়া প্রদান করবে না বলে এই প্রস্তাব আগেই প্রত্যাখান করে রেখেছেন।

      ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্দেশে নিজ বাড়ি নিজেরই ধ্বংস করতে বাধ্য হয় যেখানে সেখানে ভাড়া প্রদান না করে থাকতে পারবে কিনা এটাই এখন বড় প্রশ্ন।

      সূত্র : আলজাজিরা।
      আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

      Comment


      • #4
        আশাকরি মুজাহিদ ভাইয়েরা ইসরাইলকে উচ্চতা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। মুসাদ ও র, এ দুটি গোয়েন্দা হলো বিশ্বের অভিশাপ৷ এদের যেখানেই পাওয়া যাবে ইনশাআল্লাহ হত্যা করা হবে।
        ولو ارادوا الخروج لاعدواله عدةولکن کره الله انبعاثهم فثبطهم وقیل اقعدوا مع القعدین.

        Comment


        • #5
          ডা.জাহাঙ্গীর কবির অনেক ভালো কাজ করেই যাচ্ছিল। কিন্তু শয়তানদের দোসরদের ব্যবস্থা বন্ধ হয়ে যাবে-তাই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। আল্লাহ ডা.জাহাঙ্গীর কবিরকে হেফাজত করুন। আমিন
          গোপনে আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকার মধ্যেই রয়েছে প্রকৃত সফলতা ৷

          Comment

          Working...
          X