Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ #২৬শে মহররম, ১৪৪৩ হিজরি | ০৫ই সেপ্টেম্বর ২০২১ ঈসায়ী |

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ #২৬শে মহররম, ১৪৪৩ হিজরি | ০৫ই সেপ্টেম্বর ২০২১ ঈসায়ী |

    এবার কাশ্মীরের সংবাদপত্রের উপর চড়াও হল হিন্দুত্ববাদী ভারত

    অবরুদ্ধ কাশ্মীরে এবার স্থানীয় সংবাদপত্রগুলোকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে যে, তালেবান অর্থাৎ আফগানিস্তান ইস্যুতে কোনও কিছু লেখা যাবে না। এর আগে হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানির মৃত্যুর খবরও কাশ্মীরের সংবাদপত্রগুলোতে গুরুত্ব দিয়ে ছাপা হয়নি। সম্পাদকেরা জানিয়েছেন, জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিন্*হার মিডিয়া উপদেষ্টা এ নিয়ে বড় খবর না করার জন্যই তাদের বলেছিলেন। খবর – কালের কণ্ঠ।

    মূলত, কাশ্মীরের মুসলিমদের নিয়ে কথা বলার অধিকার রয়েছে বলে তালিবান মুখপাত্র সুহাইল শাহিন (হাফি.) যে বক্তব্য দিয়েছেন, তার পর থেকেই বিশেষভাবে এই সতর্কতা জারি করে জম্মু-কাশ্মীরের হিন্দুত্ববাদী প্রশাসন।

    ১৫ আগস্ট তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি যখন দেশ ছাড়েন, কাশ্মীরের সংবাদপত্রগুলি সেই খবর প্রথম পৃষ্ঠায় প্রকাশ করেছিল। পরের দিনই তথ্য মন্ত্রণালয় থেকে পত্রিকার সম্পাদকদের ডেকে বলে দেওয়া হয়, তালেবান কিংবা আফগানিস্তানের প্রসঙ্গে কোনও খবর যদি তারা প্রকাশ করেন, তা হলে সরকারি বিজ্ঞাপন মিলবে না।

    স্থানীয় একটি উর্দু পত্রিকার সম্পাদক বলেন, ‘‘দপ্তর থেকে আমাদের ডেকে পাঠানো হয়েছিল। নির্দেশ দেওয়া হয়েছে, আফগানিস্তান নিয়ে কোনও কিছু লেখা যাবে না। লিখলে সরকারি বিজ্ঞাপন মিলবে না।” এরই জের ধরে গতকাল কাশ্মীর নিয়ে তালেবানের বক্তব্য উপত্যকার কোনও কাগজে প্রকাশিত হয়নি।

    এদিকে, কাশ্মীরে সংবাদ করার ক্ষেত্রেও কিছু পরিবর্তন এসেছে। যেমন, এনকাউন্টারের প্রসঙ্গ এলে পুলিশের বক্তব্যই প্রকাশ করছে সংবাদপত্রগুলো। সেক্ষেত্রে যদি আইনশৃঙ্খলার মতো বিষয় যোগ হয় তবে তা নিয়ে খবর প্রকাশিত হয় না।

    তবে নিয়ন্ত্রণ যতই কড়াকড়ি হোক না কেন, কাশ্মিরি মুসলিমরা হিন্দুত্ববাদের এই শৃঙ্খল ছিঁড়ে অচিরেই বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মুসলিম চিন্তাবিদগণ। কেননা কাশ্মিরি স্বাধীনতাকামী ও মুজাহিদগণ এখন আগের থেকে অনেক বেশি সক্রিয়, আর কাশ্মিরি জনগণও তাদের সমর্থন দিচ্ছেন কোন ভয়ভীতির তোয়াক্কা না করে।
    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    হলুদ মিডিয়ার মিথ্যাচার; হেলিকপ্টারে করে ‘ফাঁসি’ নয় পতাকা লাগাচ্ছিল তালেবান (ভিডিও)

    সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারের সাথে দড়ি দিয়ে বাঁধা একজন ঝুলছেন। এই ভিডিওটি নিয়ে ভারতীয় গণমাধ্যমসহ হলুদ মিডিয়াগুলোতে বিভিন্ন খবর প্রচারিত হয়। ফেসবুক ও টুইটারে ব্যপক আলোচিত এই ভিডিওটি পোস্ট করে অনেকেই দাবি করেছে, আমেরিকানদের সাথে দোভাষীর কাজ করার অপরাধে তালেবান তাকে বিমানে করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। তবে জানা গেলো এমন দাবি সম্পূর্ণ মিথ্যা।

    বিভিন্ন ছবি ও ভিডিও অনুসন্ধান করার পর ভারতীয় সংবাদমাধ্যম বুম লাইভ জানিয়েছে, ওই ব্যক্তি জীবিত। তার শরীরে ঝুলে থাকার জন্য উপযুক্ত সরঞ্জাম বাঁধা ছিল।

    বুম জানায়, বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে এই ঘটনা নিয়ে টকশোর অনুষ্ঠানও হয়। আজ তক, এবিপি নিউজ এবং আনন্দবাজারও তাদের বিভিন্ন প্রতিবেদনে লেখে যে, এটি তালেবানদের বর্বরতার দৃষ্টান্ত। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রধান সম্পাদক সুধীর চৌধুরী ভিডিওটি টুইট করে এবং পরে টুইটটি ডিলিট করে দেয়। ভিডিওটি পোস্ট করে সে লিখেছিল, সম্ভবত এক মার্কিন দোভাষীকে তালেবানরা একটি মার্কিন ব্ল্যাকহক হেলিকপ্টার থেকে ঝুলিয়ে ফাঁসি দিয়েছে।

    তবে বুম লাইভ অনুসন্ধান করে দেখেছে, ভাইরাল ভিডিওটি প্রথম টুইট করে টুইটার অ্যাকাউন্ট তালিব টাইমস। সেটির ক্যাপশনে বলা হয়, ‘আমাদের বিমান বাহিনী’। বুম জানায়, বিভিন্ন দিক থেকে তোলা ওই ঘটনার ছবিতে, ঝুলে থাকার বিশেষ সরঞ্জাম পরিহিত ওই ব্যক্তিকে হাত নাড়তে দেখা যায়। তা থেকে এটাই প্রমাণ হয় যে, ওই ব্যক্তি জীবিত। তার ঝুলে থাকার সরঞ্জামকে ফাঁসির দড়ি বললে ভুল হবে বলেও জানায় তারা।

    খান মুহম্মদ আয়ান নামের একজনের অন্য দিকে থেকে তোলা একই ভিডিওর ক্যাপশন অনুবাদ করে তারা বলে, সেখানে লেখা ছিল, হেলিকপ্টারের সাহায্যে, কান্দাহারের গভর্নরের অফিসের মাথায় নিজেদের পতাকা লাগানোর চেষ্টা করছে তালেবান। মূলত এটাই হলো প্রকৃত দৃশ্য।

    এছাড়া কান্দাহারের স্থানীয় রিপোর্টার অর্ঘান্ড আবদুলমানানের পোস্ট করা একই ঘটনার ভিডিওর ক্যাপশন অনুবাদ করে বুম জানায়, পতাকা লাগানোর জন্য একজন সেনা প্লেনটি থেকে ঝুলে থাকেন। কিন্তু শেষ পর্যন্ত পতাকাটি লাগানো সম্ভব হয়নি।

    এছাড়া আরও একজন আফগান সাংবাদিক বিলাল সারওয়ারি বলেন, যে আফগান পাইলট প্লেনটি চালাচ্ছেন তাকে উনি চেনেন। এবং ভাইরাল ভিডিওতে যে লোকটিকে দেখা যাচ্ছে তিনি হলেন একজন তালেবান যোদ্ধা, যিনি তালেবানের পতাকা লাগানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি।

    এছাড়া ভাইরাল ভিডিওটি নিয়ে বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি কব্জা-করা মার্কিন সরঞ্জামের সাহায্যে, এক সরকারি ভবনে একটি পতাকা লাগানোর চেষ্টা করা হয়েছিল ওইভাবে।

    ভিডিওটি দেখুন এখানে।*
    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment

    Working...
    X