Announcement

Collapse
No announcement yet.

palestain

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • palestain

    ২৩ নভেম্বর (রেডিও তেহরান): জর্দান নদীর পশ্চিম তীরের আরেকটি ফিলিস্তিনি বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে অবৈধ ইহুদি অভিবাসীরা। রামাল্লা শহর থেকে ২৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত খিরবেত আবু ফালাহ গ্রামের ওই বাড়িতে আজ (রোববার) ভোরে আগুন লাগিয়ে দেয় ইহুদিবাদীরা।

    গ্রামটির গভর্নর মাসুদ আবু মুরা জানিয়েছেন, অবৈধ অভিবাসীরা ভোর ৪টার দিকে ফিলিস্তিনি বাড়িতে মোলোটোভ ককটেল নিক্ষেপ করলে এতে আগুন ধরে যায়। হামলার সময় চার নারী ঘরে থাকলেও তারা নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হন। হামলাকারীরা ঘরটির পাশের একটি দেয়ালে হিব্রু ভাষায় ‘আরবরা ধ্বংস হোক’ লিখে রেখে যায়।

    ইসরাইলি পুলিশ আজকের হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, তারা এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। এর আগে চলতি মাসের গোড়ার দিকে একই গ্রামের কাছে একটি মসজিদে ইহুদিবাদীরা আগুন ধরিয়ে দিলে এটির মারাত্মক ক্ষতি হয়। পবিত্র কুরআনের কপিসহ মসজিদে সংরক্ষিত বহু মূল্যবান সম্পদ আগুনে পুড়ে যায়।

    পশ্চিম তীরের ফিলিস্তিনি ভূখণ্ডে নির্মিত অবৈধ বসতিগুলোতে অন্তত পাঁচ লাখ ইহুদি বসবাস করছে। জাতিসংঘসহ বেশিরভাগ আন্তর্জাতিক সংগঠন এসব বসতিকে অবৈধ বলে উল্লেখ করেছে।#

    রেডিও তেহরান/এমআই/২৩

  • #2
    আসলে ইহুদীদের অস্তিত্ত পৃথিবীর প্রতিটি প্রাণীর জন্য কষ্টদায়ক। যেদিন এই নিকৃষ্ট বিচ্ছুগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে সেদিনই এই পৃথীবী কলঙ্কমুক্ত হবে।

    Comment


    • #3
      hmm....Ara joghonno ara animal

      Comment


      • #4
        এখন খারেজীরা ইহুদীদেরকে নিরাপত্তা দিচ্ছে। খারেজীরা ইউরোপে হামলা করতে পারে কিন্তু ওদের প্রতিবেশী ইহুদীদের দিকে চোখ তোলেও তাকায় না।

        বন্ধু বলে কথা !!!!!

        ওদের ফেতনা না হলে মুজাহিদরা এতদিনে ইহুদীদেরকে শায়েস্তা করে ফেলতেন.........

        Comment

        Working...
        X