কাশ্মীরে সামরিক বাহিনীর অভিযান অপারেশন ‘কাম ডাউন’ শুরু হয়েছে কাশ্মীরে। বিদ্রোহী নেতাদের এবং আনন্দলোনকারীদের ব্যপারে জিরো টলারেন্স দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন মোদি সরকার।
কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের দমাতে ভারতীয় সমরিক বাহিনী দক্ষিণ কাশ্মীরে বৃহৎ পরিসরে অভিযান পরিচালনা করছে।পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে কাশ্মীরের অলিতে গলিতে ভারি যুদ্ধযান ‘প্যানথেরা-টিসিক্স’ নামিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
যুদ্ধযান ‘প্যানথেরা-টিসিক্স’ (Panthera-T6), ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। এটি বুলেট প্রুফ। একেকটি (Panthera-T6) তৈরিতে খরচ হয়েছে ৭৫ লাখ ভারতীয় রুপী। (Panthera-T6) দ্বারা উত্তেজিত জনতা এবং পাথর প্রতিরোধ করা যাবে।
উল্লেখ্য, কাশ্মীরে গত দুই মাসের সহিংসতায় এপর্যন্ত ৮২ জন নিহত হয়েছেন।
কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের দমাতে ভারতীয় সমরিক বাহিনী দক্ষিণ কাশ্মীরে বৃহৎ পরিসরে অভিযান পরিচালনা করছে।পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে কাশ্মীরের অলিতে গলিতে ভারি যুদ্ধযান ‘প্যানথেরা-টিসিক্স’ নামিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
যুদ্ধযান ‘প্যানথেরা-টিসিক্স’ (Panthera-T6), ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। এটি বুলেট প্রুফ। একেকটি (Panthera-T6) তৈরিতে খরচ হয়েছে ৭৫ লাখ ভারতীয় রুপী। (Panthera-T6) দ্বারা উত্তেজিত জনতা এবং পাথর প্রতিরোধ করা যাবে।
উল্লেখ্য, কাশ্মীরে গত দুই মাসের সহিংসতায় এপর্যন্ত ৮২ জন নিহত হয়েছেন।
Comment