Announcement

Collapse
No announcement yet.

শুরু হয়ে গিয়েছে অপারেশন "clam down"। ৪০০০ ভারতীয় সেনা কাশ্মীর এ প্রবেশ করেছে।

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • শুরু হয়ে গিয়েছে অপারেশন "clam down"। ৪০০০ ভারতীয় সেনা কাশ্মীর এ প্রবেশ করেছে।

    কাশ্মীরে সামরিক বাহিনীর অভিযান অপারেশন ‘কাম ডাউন’ শুরু হয়েছে কাশ্মীরে। বিদ্রোহী নেতাদের এবং আনন্দলোনকারীদের ব্যপারে জিরো টলারেন্স দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন মোদি সরকার।

    কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের দমাতে ভারতীয় সমরিক বাহিনী দক্ষিণ কাশ্মীরে বৃহৎ পরিসরে অভিযান পরিচালনা করছে।পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে কাশ্মীরের অলিতে গলিতে ভারি যুদ্ধযান ‘প্যানথেরা-টিসিক্স’ নামিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

    যুদ্ধযান ‘প্যানথেরা-টিসিক্স’ (Panthera-T6), ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। এটি বুলেট প্রুফ। একেকটি (Panthera-T6) তৈরিতে খরচ হয়েছে ৭৫ লাখ ভারতীয় রুপী। (Panthera-T6) দ্বারা উত্তেজিত জনতা এবং পাথর প্রতিরোধ করা যাবে।



    উল্লেখ্য, কাশ্মীরে গত দুই মাসের সহিংসতায় এপর্যন্ত ৮২ জন নিহত হয়েছেন।
    রবের প্রতি বিশ্বাস যত শক্তিশালী হবে, অন্তরে শয়তানের মিত্রদের ভয় তত কমে যাবে।

  • #2
    also read.......

    দ্বিগুণ সেনা পাঠিয়ে আগামী দশ দিনের মধ্যে কাশ্মীর উপত্যকাকে নিয়ন্ত্রণ: মোদী সরকার




    Kashmir violence: Army begins operation ‘Calm Down’

    http://www.thehindu.com/news/national/kashmir-violence-army-begins-operation-calm-down/article9105004.ece

    Operation Calm Down: Army introduces bullet-proof vehicles to counter Kashmir stone pelters

    http://indiatoday.intoday.in/story/operation-calm-down-army-introduces-bullet-proof-vehicles-to-counter-kashmir-stone-pelters/1/765471.html

    Indian Army deploys operation 'calm down' to South Kashmir to tackle protestors and militants

    http://scroll.in/latest/816469/indian-army-deploys-operation-calm-down-to-south-kashmir-to-tackle-protestors-and-militants
    রবের প্রতি বিশ্বাস যত শক্তিশালী হবে, অন্তরে শয়তানের মিত্রদের ভয় তত কমে যাবে।

    Comment


    • #3
      আগুলে ফু দিলে জ্বলে উঠে। আল্লাহ তায়ালা তাওফীক্ব দিন।।

      Comment


      • #4
        কাশ্মীর জুড়ে আবার কারফিউ: ইন্টারনেট বন্ধ

        ভারত শাসিত কাশ্মীরে প্রধান শহর শ্রীনগরে ছররা গুলিতে ঝাঁঝরা হওয়া এক স্কুল ছাত্রের মৃতদেহ পাওয়ার পর কাশ্মীর জুড়ে কারফিউ জারি করা হয়েছে।

        বিক্ষোভ দমনে সরকার বিকল্প ব্যবস্থা গ্রহণের কথা বললেও নিরাপত্তা বাহিনী এখনো পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী বিক্ষোভকারীদের ওপর ছররা গুলি ব্যবহার অব্যাহত রেখেছে।

        খবরে বলা হচ্ছে ওই কিশোরের শেষকৃত্য অনুষ্ঠানে যোগদানকারী হাজার হাজার মানুষের ওপর কাঁদানে গ্যাস ছুঁড়েছে। কর্তৃপক্ষ ইন্টারনেটের ব্যবহার সাময়িকভাবে স্থগিত করে দিয়েছে।

        শ্রীনগরে জুলাই মাস থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসুচি আবার মাথা চাড়া দিয়ে ওঠার পর এটাই ছিল এ পর্যন্ত সবচেয়ে কঠোর বিধিনিষেধ।

        বিচ্ছিন্নতাকামী এক আন্দোলনকারীকে নিরাপত্তা বাহিনী হত্যা করার পর ভারতীয় প্রশাসনের বিরুদ্ধে নয়ই জুলাই থেকে রাস্তাঘাটে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

        কারফিউ অমান্য করে নিহত কিশোর নাসির শফির শেষকৃত্যে যোগ দিতে গিয়েছিলেন কয়েক হাজার মানুষ। এরপরই পুলিশ শোকার্তদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে।

        মুসলমান প্রধান এই শহর জুড়ে চলাচল ও ইন্টারনেট ব্যবহারের ওপর কড়া বিধিনিষেধ আরোপ করা হয়।

        শুধু সরকারি কর্মকর্তাদের ব্যবহৃত মোবাইল ফোন ছাড়া আর সব মোবাইল নেটওয়ার্ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

        দুমাসেরও বেশি সময় ধরে চলা সহিংসতায় আশিজনের ওপর লোক মারা গেছে, যাদের অধিকাংশই সরকার-বিরোধী বিক্ষোভকারী। ঈদুল আযহার দিন শ্রীনগরে সামরিক বাহিনী কুচকাওয়াজ করলে শহরে উত্তেজনা তৈরি হয়।

        এদিকে নাগরিক আন্দোলনকারী খুররম পারভেজ যিনি জেনিভায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভাষণ দেওয়ার জন্য যাচ্ছিলেন তার যাওয়া বন্ধ করে তাকে গ্রেপ্তার করা হয়েছে দুদিন আগে এবং তাকে এখন শ্রীনগরের বাইরে একটি কারাগারে স্থানান্তরিত করা হয়েছে।

        উৎসঃ rtnn

        রবের প্রতি বিশ্বাস যত শক্তিশালী হবে, অন্তরে শয়তানের মিত্রদের ভয় তত কমে যাবে।

        Comment

        Working...
        X