আজকে একজনের কাছ থেকে শুনলাম "হামাস" নাকি দুই পার্ট হয়ে গেছে? একটা অংশ নাকি ইসরাইলকে স্বীকৃতিও দিয়েছে। এ সম্পর্কে কেউ বিস্তারিত জানালে উত্তম হত।
অবশ্য আজকে পত্রিকাতে দেখলাম হামাস নেতা "খালেদ মিশাল" ও "ইসমাইল হানিয়্যাহ" কাতারে মাহমুদ আব্বাস নামক নাপাক কমিউনিস্টটার সাথে বৈঠক করেছে। ওরা নাকি এক হয়ে কাজ করার কথা বলছে। আর এসব নাকি হচ্ছে টার্কির অধীনে।
এরদোগান বড়ই বিস্ময়কর! ক্যারিশমাটিক নেতার ধোঁকাবাজিও ক্যারিশম্যাটিক। ও সম্ভবত রিসেন্টলি ফিলিস্তিনে যেসব সাহায্য করেছে সেগুলোর জন্য হামাসকে পটিয়ে আব্বাসের সাথে বসিয়েছে। আল্লাহু আ'লাম।
আর মসজিদ ইবনু তাইমিয়্যাহতে হামাস কর্তৃক সংঘটিত হত্যাকান্ডের ব্যাপারেও বিস্তারিত জানতে চাই। এই বিষয়ে শাইখ জাওয়াহিরীর একটা চিঠিও ছিলো, অনেক দিন আগে বাব-উল-ইসলাম ফোরামে দেখেছিলাম, বাঙলা অনুবাদ, ওইটা কালেক্ট করে দিলেও উত্তম হয়। ইংরেজীটা হলেও হবে।
আর পরিশেষে ইবনু তাইমিয়্যা সেন্টার সম্পর্কে জানতে চাই। পাশাপাশি ফিলিস্তিনেয়াল-ক্বায়েদাপন্থী মুজাহিদদের সাম্প্রতিক কার্যক্রম নিয়েও জানতে চাই।
অবশ্য আজকে পত্রিকাতে দেখলাম হামাস নেতা "খালেদ মিশাল" ও "ইসমাইল হানিয়্যাহ" কাতারে মাহমুদ আব্বাস নামক নাপাক কমিউনিস্টটার সাথে বৈঠক করেছে। ওরা নাকি এক হয়ে কাজ করার কথা বলছে। আর এসব নাকি হচ্ছে টার্কির অধীনে।
এরদোগান বড়ই বিস্ময়কর! ক্যারিশমাটিক নেতার ধোঁকাবাজিও ক্যারিশম্যাটিক। ও সম্ভবত রিসেন্টলি ফিলিস্তিনে যেসব সাহায্য করেছে সেগুলোর জন্য হামাসকে পটিয়ে আব্বাসের সাথে বসিয়েছে। আল্লাহু আ'লাম।
আর মসজিদ ইবনু তাইমিয়্যাহতে হামাস কর্তৃক সংঘটিত হত্যাকান্ডের ব্যাপারেও বিস্তারিত জানতে চাই। এই বিষয়ে শাইখ জাওয়াহিরীর একটা চিঠিও ছিলো, অনেক দিন আগে বাব-উল-ইসলাম ফোরামে দেখেছিলাম, বাঙলা অনুবাদ, ওইটা কালেক্ট করে দিলেও উত্তম হয়। ইংরেজীটা হলেও হবে।
আর পরিশেষে ইবনু তাইমিয়্যা সেন্টার সম্পর্কে জানতে চাই। পাশাপাশি ফিলিস্তিনেয়াল-ক্বায়েদাপন্থী মুজাহিদদের সাম্প্রতিক কার্যক্রম নিয়েও জানতে চাই।
Comment