Announcement

Collapse
No announcement yet.

মোদীর সভায় জোর করে মুসলিম বোনের হিজাব খুলে নেয়া হলো

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মোদীর সভায় জোর করে মুসলিম বোনের হিজাব খুলে নেয়া হলো

    ভারতের গুজরাটে একটি সভায় জোর করে এক মুসলিম নারীর হিজাব খুলে নেয়া হল। সেই সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

    আন্তর্জাতিক নারী দিবসে সফল মহিলাদের সম্মানিত করতে বুধবার এই সভার আয়োজন করা হয়েছিল। গান্ধিনগরের এই সভায় উপস্থিত ছিলেন প্রতিনিধি দলের সদস্য সাহারবান সাইদালাভি, যিনি কেরলের বাসিন্দা।

    উইমেন্স কমিশন মেম্বার এর সদস্য নুরবিনা রসিদ জানান, সভায় প্রবেশ করার আগে ওই মুসলিম নারীকে নিরাপত্তা রক্ষী জোর করে হিজাব খুলে ফেলতে বলে। একপর্যায়ে হিজাব খুলে নেয়া হয়।

    এদিন সভায় উপস্থিত ছিলেন প্রায় ছয় হাজার মানুষ। সাহারবান সাইদালাভি বিগত ২০ বছরে কেরলের পঞ্চায়েত নেতা থাকার দরুণ এই সভায় নিমন্ত্রিত হন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা ব্যাপারটিতে হস্তক্ষেপ করলে এক ঘন্টা পর তাকে তার হিজাব ফিরিয়ে দেয়া হয়।

    নুরবিনা রসিদ জানান, ‘এটি খুবই অপমানজনক ও অবাঞ্ছিত। নারী দিবসের দিন সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারীর সঙ্গে এসব হচ্ছে।’

    ওই নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন করারও অভিযোগ তোলেন রসিদ। এবং এই ঘটনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থারও দাবি করেছেন তিনি।

    যদিও সর্বোচ্চ পুলিশ কর্মকর্তা এই অভিযোগের কথা স্বীকার করেননি। পুলিশের দাবি, নিরাপত্তার কথা মাথায় রেখেই ঐ নারীর হিজাব খুলতে বলা হয়েছিল। কারণ ওই নারীর মুখ পুরোপুরি ঢাকা ছিল।

    (rtnn)

  • #2
    ওহে মুদি শুন আমরা আসছি তোর ছাল তোলার জন্য একটু অপেক্ষা কর।

    Comment


    • #3
      এখন থেকে গরু জবাইয়ের পাশাপাশি ঐ শয়তান মালু বাহিনীকেও জবাই করা দরকার......

      Comment

      Working...
      X