Announcement

Collapse
No announcement yet.

যা কিছু হয়েছে আল্লাহর ইচ্ছায় হয়েছে: মুফতি হান্নান

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • যা কিছু হয়েছে আল্লাহর ইচ্ছায় হয়েছে: মুফতি হান্নান

    যা কিছু হয়েছে আল্লাহর ইচ্ছায় হয়েছে: মুফতি হান্নান



    ফাঁসির দণ্ডপ্রাপ্ত হরকাতুল জেহাদ নেতা মুফতি আব্দুল হান্নান বলেছেন, এই মামলা মিথ্যা মামলা ছিল।
    গাজীপুরের কাশিমপুর কারাগারে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত হরকাতুল জিহাদের এই শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তার পরিবার।
    রাষ্ট্রপতি মুফতি হান্নানের প্রাণ ভিক্ষার আবেদন নাকচ করার পর কারাবিধি অনুযায়ী গত মঙ্গলবার শেষ দেখা করার জন্য স্বজনদের কাছে বার্তা পাঠায় কারা কর্তৃপক্ষ। এরপর আজ বুধবার সকালে মুফতি হান্নানের সঙ্গে শেষ দেখা করেছেন তার স্ত্রীসহ পরিবারের ৪ সদস্য। ফাঁসির অপেক্ষায় থাকা এই জঙ্গি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বন্দি আছেন।
    সাক্ষাত শেষে কারাগার থেকে বেরিয়ে যাবার সময় পরিবারের সদস্যরা সাংবাদিকদের বলেন, মুফতি হান্নান তাদের জানিয়েছেন, এ মামলা মিথ্যা মামলা ছিল। যা কিছু হয়েছে আল্লাহর ইচ্ছায় হয়েছে। এসময় তার সন্তানদের দেখে রাখার জন্য মুফতি হান্নান বড় ভাইয়ের নিকট আবেদন জানান।
    কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান জানান, রাষ্ট্রপতির কাছে করা প্রাণ ভিক্ষার আবেদন নাকচ হবার খবর গত সোমবার দুই আসামিকে জানানো হয়। অপরদিকে তাদের স্বজনদেরও কারাগারে এসে শেষ দেখা করতে মঙ্গলবার সকালে বার্তা পাঠানো হয়। তারপরে আজ বুধবার সকালে মুফতি হান্নানের স্ত্রী রুমা আক্তার, দুই মেয়ে নাজনীন ও নিশাত এবং বড় ভাই অলিউজ্জামান ভোরে কারাগারে এসে পৌঁছান। বিধি অনুযায়ী তারা আবেদন করলে অনুমতি পাবার পর হান্নানের সঙ্গে দেখা করেছেন।
    এদিকে তাদের ফাঁসি কার্যকরের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান জেল সুপার। কারাগারে জল্লাদ ও ফাঁসির মঞ্চ সবকিছুই প্রস্তুত আছে। ইতিমধ্যে ফাঁসির মহড়া সম্পন্ন করা হয়েছে।
    ফাঁসি কার্যকরের সম্ভাবনার আলোকে মঙ্গলবার বিকেল থেকে কারাগার ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। পোশাকে-সাদা পোশাকে পুলিশ তাদের দায়িত্ব পালন করছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক ও তৎপর রয়েছে।
    ২০০৪ সালের ২১ মে সিলেটের হযরত শাহজালালের (র.) মাজারে আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। হামলায় আনোয়ার চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত এবং পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হন। ওই মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত ৫ আসামির মধ্যে মুফতি হান্নান, বিপুল ও রিপনকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।
    দ্বীনকে আপন করে ভালোবেসেছে যারা,
    জীবনের বিনিময়ে জান্নাত কিনেছে তারা।

  • #2
    ইন্নালিল্লাহ,

    Comment


    • #3
      আমরা আপনার অযোগ্য ভাই। আমাদের সম্মানিত শায়খ আমাদের মাফ করে দিন।
      আমাদের বিরুদ্ধে মহান রবের কাছে নালিশ করবেন না । আমাদের দুর্বলতা আমাদের রব জানেন।
      আমাদেরকে মাফ করে দিন শায়খ। আমরা আপনার অযোগ্য কিছু ভাই।
      "হক হকের জায়গায়
      সম্মান সম্মানের জায়গায়
      আমরা বেছে নিয়েছি আল্লাহর দলকেই"

      Comment


      • #4
        হে আল্লাহ শাহাদাতের পেয়ালা থেকে একজন ভাই কেও বন্ছিত করিয়েন না

        Comment


        • #5
          আল্লাহ তুমি ভাইদের কবুল কর, এবং আমাদেরকে বদলা নেওয়ার তাওফিক দাও।

          Comment


          • #6
            আল্লাহ তায়ালা শায়েখ ও দুই সহযোগিকে শহীদ হিসেবে কবুল করুন আমীন ।

            Comment


            • #7
              আল্লাহ তায়ালা শায়েখ ও দুই সহযোগিকে শহীদ হিসেবে কবুল করুন আমীন ।

              Comment


              • #8
                رحمك الله ايها الشيخ الشهيد، وتقبلك . (ظنناك هكذا)

                Comment


                • #9
                  الهم اجعل مثواه في اعلي الجنت واوسطها
                  Last edited by mahmud123; 08-02-2021, 02:51 PM.
                  পৃথিবীর রঙ্গে রঙ্গিন না হয়ে পৃথিবীকে আখেরাতের রঙ্গে রাঙ্গাই।

                  Comment


                  • #10
                    আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সব ভাইকে শহীদ হিসেবে কবুল করুন!!

                    Comment

                    Working...
                    X