Announcement

Collapse
No announcement yet.

ইমোশনাল || আফ্রিকার এক মফস্বল গ্রামের_গল্প

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ইমোশনাল || আফ্রিকার এক মফস্বল গ্রামের_গল্প

    আফ্রিকার_এক_মফস্বল_গ্রামের_গল্প
    রাতের বেলায় গ্রামের একটা ঘরে ঢুকে গেলাম। পুরু গ্রামে 75/76 টি পরিবার। আলো পেতে গাছে ও খরকুটায় আগুন জ্বালিয়েই অন্ধকার দুর করে থাকে। এছাড়া কোন ঘরেই আলোর জন্য বিশেষ কিছু নজরে পড়েনি।
    রাত তখন সাতটা। ইফতার বলতে একটা আইটেম। ম্পিলো বলে থাকে। বাংলাদেশে কখনো দেখিনি। ভুট্টা গাছের মতো দেখতে। ওটার মাথায় ছোট দানার মতো। ঘাসের এক প্রকারের বড় বিচি বললেই সহজ। সেটাকে পানি আর লবন দিয়ে সিদ্ধ করে প্লেটে নিয়েছে। আট সদস্যের পরিবার হলেও প্লেট একটাই। এক প্লেটে দুজন করে চাঁর দফায় খাবার পর্ব শেষ হবে। রাতে শোবার জন্য ঘরে একটা চাটাই বা পাটি। জানা আছে দুইজনের বেশি ধরে না নিশ্চয়। কারন দুই মাস আগে আমিই দিয়েছিলাম চাটাইটা। আমার একটা ফেলে দেওয়া ভাঙ্গা টর্চ ও সেই কুড়ানো বেটারি দিয়েই চলছে। টর্চ আছে তবে আলো নেই। ভাঙ্গা অকেজো একটি রেডিও আছে। বাচ্চাদের খেলনা হিসাবে ব্যবহৃত। চার পাশে দেখার মতো কিছুই পেলাম না। খাট পালং চেয়ার টেবিল সোফা আর কিচেন ডাইনিং শব্দগুলো তাদের ভালবাসি প্রতিদিন নয়। তাদের কাছে এসব শব্দের কোন অস্তিত্য নেই। টয়লেট বলতে কিছু ছন নামক ঘাস বনের লতা দিয়ে ঘেরা একটি গর্ত। পাশেই গোসল খানা। নিচে একটি পাথর আছে। সব শেষে নজর গেল উপর দিকে। পলিথিন আর গাছের ডাল দেখা গেল। উপরে ছনগুলো বাহির থেকে দেখা যায়। নিজের হাতে তৈরী আধা কাঁচা ইটের দেয়াল। দরজাটা
    খুলে রেখে দেওয়া হয়। রাতের বেলা বেঁধে রেখে মাটিতে পিঠ লাগাতে পারলেই দুনিয়ার জীবন শেষ হবার জন্য একটু অগ্রসর হয়। জানালাতে প্লাষ্টিকের বস্তা আর গাছের ডাল।

    এটা কোন গল্প নয়। আদিম যুগের কোন কাহিনির অংশ নয়। 2017 এর 12 জুনের দেখা ডিজিটাল খলিফার যুগের অপরিচিত মালাউইর জনসাধারনের বাস্তব অবস্থার একটি চিত্র।

    পাশের ঘরের লোক গুলো বাইরে শুয়ে আছে। রাতের বেলা বাইরে কেন? এমন প্রশ্নের উত্তরে জানান ঘরে বিশাক্ত লাল পিপিলিকা। শুইলেই আক্রমন করে। তাই দু সপ্তাহ ধরে বাইরেই রাত কাটান। ছবি নেওয়াটা অনুচিত মনে হল।

    বন্ধুরা। এসব লিখার সময় নাই। মনটা চুরমার হয়ে যায়। কত টাকা কত খাবার অপচয় হচ্ছে কত খানে!!!! আর ,,,,,,,, আমরা তো মুসলিম দাবী করি। এক ফোঁটা রক্ত ঝড়লে সকলের ব্যথা হবার কথা।

    বি: দ্র: একজন প্রবাসী ভাই বাংলা দশ হাজার টাকা দান করছেন। সেটার তালিকা করতেই গ্রামে যেতে হয়েছে।










    Last edited by HIND_AQSA; 06-13-2017, 08:25 PM.

  • #2
    Originally posted by HIND_AQSA View Post
    [SIZE=4]আফ্রিকার_এক_মফস্বল_গ্রামের_গল্প







    Comment


    • #3
      আহ! এই দৃশ্য তো বিবেকবান প্রতিটি মানুষের হৃদয়কে ক্ষত বিক্ষত করে দেয়ার মত। আফসোস আমাদের হৃদয় বলে কি কিছু আছে নাকি সেটাই প্রশ্ন। দুনিয়ার ভালবাসা হৃদয়কে অন্ধ করে দিয়েছে। তাই আজ দেখেও না দেখার ভান করছি। মনে পড়ে যায় সাহাবীগণ (রাযিআল্লাহু আনহুম) এবং তাদের প্রাণের চেয়েও প্রিয় নবীজির কথা। তাদের অবস্থা তো এর চেয়ে ভিন্ন রকম ছিল না। আসলে তারাই দুনিয়ার সাথে সঠিক মুআমালা করতে পেরেছিলেন। দুনিয়া তো এর চেয়ে বেশি কিছু পাওয়ার যোগ্য না। তারা বুঝেছিলেন এর সঠিক বাস্তবতা। আমাদের অবস্থা যদি ২ দিনের জন্যও এমন হত জানিনা ঈমান কোথায় পলায়ন করত। আল্লাহ হেফাজত করুন। সুবহানাল্লাহ ! আফ্রিকার এই ভাইয়েরাই তো এই যুগের সাহাবী হওয়ার যোগ্যতা রাখে। আল্লাহ তাদের দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করুন। আর আমাদের বুঝার তৌফিক দান করুন। আমীন।

      Comment


      • #4
        আখি আপনাকে হাজারো শুকরিয়া, মনে হচ্ছে এখনি নিজে নিজের দেহের সমস্ত কাপড় খুলে অলুঙ্গ হয়ে যায়। আখি আমাদের আল্লাহ ক্ষমা করবে তো???? আখি গত কালকে ৮০/ টাকা দিয়ে একজুরা জুতা কিনছি, ভাবছি তা দিয়েই এবারের ঈদ শেষ করবো। চেষ্টা করছি কম কম খরচ করে ভাইদের জন্য কিছু টাকা পাঠানো যায় কি না। আখি এই ঘঠনাগুলো যখন পড়ি তখন নিজেকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অপরাধী মনে হয়।
        আল্লাহ আমাদের ঈমানী হালতে মৃত্যু দান করুন,আমিন।
        আল্লাহ আমাদের শহিদী মৃত্যু দান করুন,আমিন।

        Comment


        • #5
          এই ঘঠনাগুলো যখন পড়ি তখন নিজেকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অপরাধী মনে হয়।
          দ্বীনের জন্য কোরবানি, ভোখা নাঙ্গা থাকা এগুলো ছিল সাহাবায়ে কিরামের ভাগ্য, আর বর্তমান যোগে জিহাদ এবং মুজাহিদীনের সাথে সংশ্লিষ্ট কারো কারো নছীব । আল্লাহ তায়ালা আমাদের ঈমানে মজবুতি দান করেন । তাদের কে বলা হবে বিগত দিনে যা ছেড়ে এসেছ এর বিনিময়ে খাও পান করো। দুনিয়ার বিলাসিগন সেই দিন ভিখারি আর অভাবিরা সেই দিন রাজা, এটাই আল্লাহ তায়ালার নিয়ম।

          Comment


          • #6
            উপদেশ গ্রহণ করা উচিৎ আমাদের
            শহিদী সুধার খোঁজে মোরা
            ছুটে চলি বিশ্বময়!

            Comment


            • #7
              আল্লাহ আমাকে মাফ করুন!
              كتب عليكم القتال وهو كره لكم

              Comment

              Working...
              X