হামার লাতামানাহ শহরে তিন মাস পর জুমার নামাজ আদায় করছেন মুসল্লিরা।
গত তিন মাস ধরে সিরিয়ার অন্যতম বড় ও সমৃদ্ধ প্রদেশ হামা জুড়ে বিমান হামলা চালিয়েছে আসাদ বাহিনী ও তাদের সহযোগীরা। লাগাতার বিমান হামলায় মুসলমানদের বাড়িঘর, হাসপাতাল, স্কুল, মাদরাসা ও মসজিদসমুহ মাটির সাথে মিশে গিয়েছে। সর্বশেষ গত পরশু শুক্রবার বিমান হামলা কমায় অল্প কিছু মুসল্লি একটি ভেঙ্গে পড়া মসজিদে জুমা পড়তে একত্রিত হয়েছেন। পুরা রমজান মাসে লাতামানাহ শহরে কোন মসজিদেই তারাবিহ নামাজ পড়া যায়নি।
লাতামানাহ এর একজন ইমাম আবু মুহাম্মাদ বলেন- এই দীর্ঘ তিন মাস আমাদের উপর লাগাতার বোমা বর্ষণ হয়েছে, এতে আমরা অনিরাপদ হয়ে পড়েছিলাম। আমাদের মসজিদসমুহ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এই অবস্থায় আমরা মসজিদে এসে নামাজ পড়তে পারি নি। আলহামদু লিল্লাহ আজকে আল্লাহ তাআলা পরিস্থিতি আমাদের জন্য কিছুটা সহজ করে দিয়েছেন। আমরা সকল হালতেই আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি।
প্রতিবেদনটি ইবা নিউজ এজেন্সির সদ্য প্রকাশিত একটি ভিডিওএর সাহায্যে তৈরি করা হয়েছে। ভিডিও লিংক- https://youtu.be/A3MdHtJ8viA?t=1
ধ্বংসপ্রাপ্ত মসজিদ ও লাতামানাহ শহরের কিছু ছবি-
গত তিন মাস ধরে সিরিয়ার অন্যতম বড় ও সমৃদ্ধ প্রদেশ হামা জুড়ে বিমান হামলা চালিয়েছে আসাদ বাহিনী ও তাদের সহযোগীরা। লাগাতার বিমান হামলায় মুসলমানদের বাড়িঘর, হাসপাতাল, স্কুল, মাদরাসা ও মসজিদসমুহ মাটির সাথে মিশে গিয়েছে। সর্বশেষ গত পরশু শুক্রবার বিমান হামলা কমায় অল্প কিছু মুসল্লি একটি ভেঙ্গে পড়া মসজিদে জুমা পড়তে একত্রিত হয়েছেন। পুরা রমজান মাসে লাতামানাহ শহরে কোন মসজিদেই তারাবিহ নামাজ পড়া যায়নি।
লাতামানাহ এর একজন ইমাম আবু মুহাম্মাদ বলেন- এই দীর্ঘ তিন মাস আমাদের উপর লাগাতার বোমা বর্ষণ হয়েছে, এতে আমরা অনিরাপদ হয়ে পড়েছিলাম। আমাদের মসজিদসমুহ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এই অবস্থায় আমরা মসজিদে এসে নামাজ পড়তে পারি নি। আলহামদু লিল্লাহ আজকে আল্লাহ তাআলা পরিস্থিতি আমাদের জন্য কিছুটা সহজ করে দিয়েছেন। আমরা সকল হালতেই আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি।
প্রতিবেদনটি ইবা নিউজ এজেন্সির সদ্য প্রকাশিত একটি ভিডিওএর সাহায্যে তৈরি করা হয়েছে। ভিডিও লিংক- https://youtu.be/A3MdHtJ8viA?t=1
ধ্বংসপ্রাপ্ত মসজিদ ও লাতামানাহ শহরের কিছু ছবি-
Comment