দুই তিনদিন থাকার ইচ্ছে নিয়ে এসেছিলাম। আজ আমার রিফিউজিদের জন্য সফরের ৫ম দিন।
আমি ভুলেই গেছি যে, আগের বাচ্চাগুলো হারানোর পর অবশেষে আল্লাহ আমাকে একটা জীবিত বাচ্চা দিয়েছেন যে কিনা প্রথম কথা বলতে শিখেছে বাবা ডাক দিয়ে। যে কিনা এখনই বুঝতে শিখে গেছে বাবার পায়ের শব্দ।
কেন ভুলে গেছি?
আমি এখানে দেখছি একটি চার পাঁচ বছরের মেয়েকে যার আর কেউ বেঁচে নেই, একাই সীমান্ত পাড়ি দিয়েছে।
দেখছি স্বামীহারা তিনসন্তানের জননীকে যে কিনা রাস্তার পাশে বসে আছে। খাবার খায়নি কেউই কিন্তু সবার সাথে কাড়াকাড়ি করে ট্রাকের সেই ত্রাণের খাবার নেবে সে উপায়ও নেই। কারণ, বাচ্চাদের কে দেখবে? হয়তো ওখানে রেখে গেলে পায়ের তলায় পিষ্ট হবে অথবা হাজারো রিফিউজিদের ভীড়ে হারিয়ে যাবে।
ওয়াল্লাহি, আমি এই দৃশ্য জীবনে দেখব তা চিন্তাও করিনি যে, মাথার ওপর দেয়ার জন্য একটুকরো প্লাস্টিক আর ঐ প্লাস্টিক দিয়ে তাবুর মতো বানানোর জন্য বাঁশ পেতে হাজার লোক একে অপরের সাথে লড়াই করছে।
আমার বাপের গ্রামের বাড়িটি যথেষ্ট বড় হলেও ঐ বাড়ির ভিতরে আমাদের ঘরগুলো এখনো বেড়া আর টিন থেকে বিল্ডিংয়ে উন্নীত করতে পারিনি। এই আফসুস পরিবারের অনেকের মাঝেই আছে। যদিও আমাদের উন্নত খাবারের সমস্যা কখনো হয়নি।
ওয়াল্লাহি, আমি আমার জীবনের কোন পাওয়া না পাওয়ার হিসাব নিয়ে কখনো আর অভিযোগ করবো না।
কারণ, আমি রিফিউজি দেখেছি!!!!
অসহায় কাকে বলে? গরীব কাকে বলে? বিপর্যস্ত কাকে বলে?
আসেন, দেখে যান রোহিঙ্গাদের……
অপ্রাপ্তির হতাশা চিরতরে চলে যাবে, যদি আপনি মানুষ হোন।
জীবন সাজানোর প্ল্যান আছে?
লক্ষ মানুষের সাজানো জীবন এক নিমিষে নাই হয়ে গেছে। একদম নাই, কিছুই নাই।
এতবড় দুনিয়া!!!! এতবড় পাহাড়, সমুদ্র, ভূ-ভাগ। কিন্তু লক্ষ মানুষের অনুমতি নেই সেখানে হেঁটে যাওয়ার। আরেকটু মুক্ত বাতাসে নিঃশ্বাস নেয়ার অধিকার নেই।
আহ জীবন!!! আহ জীবন!!!
এখানে লোকদের মাঝে কোন রাগ নেই, অভিমান নেই, পরিকল্পনা নেই। আছে কেবল ক্ষুধা আর তৃঞ্চা। সারাদিন পথ চেয়ে থাকা আসল কি কোন ত্রাণবাহী শকট যাতে একমুঠো খেয়ে গরুঘরের চেয়েও নোংরা কোন জায়গায় শুয়ে পড়া সেই লোকের যে কিনা ছেড়ে এসেছে নরম বিছানা আর রুচিকর খাবার।
এই পরিণতি হতে পারে আমার, আপনার সবার।
আসুন, দেখুন আর কল্পনায় ঐ বাচ্চাটির জ্বরতপ্ত শরীর নিয়ে অভুক্ত থাকাকে নিজের বাচ্চাদের দিয়ে কল্পনা করুন। বাচ্চা আগলে বসে থাকা রমনীর জায়গায় নিজের স্ত্রী, সন্তানকে কল্পনা করুন।
সমস্ত অপ্রাপ্তির দাফন হয়ে যাবে, যদি আপনার অনুভূতি মানুষের মতো হয়।
Comment