হামার চুরির রহস্য উন্মোচন করেছে তাহরির আশ শামের আইন শৃঙ্খলা বাহিনীঃ চোরদের শরিয়াহ আদালতে সোপর্দ
সম্প্রতি দক্ষিন ইদলিবের খান শাইখুন শহরে তাহরির আশ শামের আইন শৃঙ্খলা বাহিনী একটি চুরির ঘটনার রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছনে। চুরির ঘটনাটি ঘটেছিল পশ্চিম হামার কিলআতুল মাজিক শহরে জামাল আল বারহুশের বাড়িতে।
ইবা নিউজ এজেন্সিকে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল মেহান্দ আল ইউসুফ বলেন যে, তথ্য প্রমাণের ভিত্তিতে তাঁরা হাসান দারবিশ, তার ভাই হুসাইন দারবিশ ও ফারুককে গ্রেফতার করেছেন। চোরদের এই দলটি জামালের বাড়িতে গিয়ে তাঁকে প্রহার করে ও স্বর্ণালঙ্কার ও অন্যান্য মাল সামান চুরি করে নিয়ে যায়।
মেহান্দ আল ইউসুফ আরও বলেন- আমরা যাচাই বাঁচাই করে তাদের অপরাধের সত্যতা পেয়েছি, এবং তারা নিজেদের অপরাধ স্বীকার করে নিয়েছে।
আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান মেহান্দ আল ইউসুফ আরও বলেন – তাদেরকে শরিয়াহ আদালতে সোপর্দ করা হয়েছে, যাতে তারা ইনসাফপূর্ণ শাস্তি পায়। এবং স্বর্ণালঙ্কার ও মাল সামান তার প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া হয়েছে।
সম্প্রতি দক্ষিন ইদলিবের খান শাইখুন শহরে তাহরির আশ শামের আইন শৃঙ্খলা বাহিনী একটি চুরির ঘটনার রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছনে। চুরির ঘটনাটি ঘটেছিল পশ্চিম হামার কিলআতুল মাজিক শহরে জামাল আল বারহুশের বাড়িতে।
ইবা নিউজ এজেন্সিকে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল মেহান্দ আল ইউসুফ বলেন যে, তথ্য প্রমাণের ভিত্তিতে তাঁরা হাসান দারবিশ, তার ভাই হুসাইন দারবিশ ও ফারুককে গ্রেফতার করেছেন। চোরদের এই দলটি জামালের বাড়িতে গিয়ে তাঁকে প্রহার করে ও স্বর্ণালঙ্কার ও অন্যান্য মাল সামান চুরি করে নিয়ে যায়।
মেহান্দ আল ইউসুফ আরও বলেন- আমরা যাচাই বাঁচাই করে তাদের অপরাধের সত্যতা পেয়েছি, এবং তারা নিজেদের অপরাধ স্বীকার করে নিয়েছে।
আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান মেহান্দ আল ইউসুফ আরও বলেন – তাদেরকে শরিয়াহ আদালতে সোপর্দ করা হয়েছে, যাতে তারা ইনসাফপূর্ণ শাস্তি পায়। এবং স্বর্ণালঙ্কার ও মাল সামান তার প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া হয়েছে।
Comment