(এক)
ইসরাইলি পত্রিকায় বাংলাদেশের কথিত হিন্দু নির্যাতন নিয়ে খবর ।
খবরের শিরোনাম- “Bangladeshi newspaper's conspiracy theories against Israel”।
খবরের লিঙ্ক-
১৬ই নভেম্বর প্রকাশিত খবরটিতে বাংলাদেশের কোন চিপাগলিতে কোন হিন্দু নির্যাতিত হচ্ছে তার যাবতীয় লিস্ট প্রকাশ করা হয়। প্রতিবেদনটিতে মেন্দি সাফাদির রেফারেন্স দিয়ে বলা হয়- বাংলাদেশ রোহিঙ্গাদের রক্ষা করে, কিন্তু নিজ দেশের হিন্দুদের উপর হামলা চালায়।
এছাড়া প্রতিবেদনটিতে দিগন্ত বার্তা ২৪ এর একটি নিউজ খণ্ডন করা হয়। গত ১২ই অক্টোবর মেন্দি সাফাদি তার ফেসবুক ওয়ালে বলেছিলো- “ইসরাইল বাংলাদেশ ও কুর্দিস্থানে সংখ্যালঘুদের স্বাধীনতা না পাওয়া পর্যন্ত ক্লান্ত হবেনা! দিগন্ত বার্তা ২৪ এসম্পর্কে মন্তব্য করেছিলো - “বাংলাদেশের স্বাধীনতা ধ্বংসে ষড়যন্ত্র করছে ইসরাইল। তারা এদেশে ভাগ করে সংখ্যালঘুদের নিয়ে আলাদা রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছে। ইতিমধ্যে মোসাদ ইজেন্ট সাফাদি এন মেন্দি তার ষড়যন্ত্রের জাল অনেকদূর ছড়িয়ে দিয়েছে। সব থেকে আশংকার বিষয় হলো ইসরাইল বাংলাদেশের ইস্যুটাকে কুর্দিস্তানের স্বাধীনতার সাথে তুলনা করছে। (http://www.digantabarta24.com/2017/1...Israil-01.html)
ইসরাইল পত্রিকায় দিগন্ত বার্তা ২৪ এর ঐ আশঙ্কা সরাসরি অস্বীকার করা হয়। এবং দাবি করা হয়- তারা শুধু বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়। এবং হিন্দুদের সমান অধিকার প্রতিষ্ঠা করতে চায়, এর বেশিও চায় না, কমও চায় না।
আর্টিকেলটি লিখেছে রাহেল আব্রাহাম নামে এক গোড়া ইহুদী নারী সাংবাদিক।
তার আইডি লিঙ্ক- https://www.facebook.com/5744135
(দুই)
গত ১-২ এপ্রিল, ২০১৭ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের হিন্দু নিয়ে একটি সমাবেশ হয়। সমাবেশে বাংলাদেশের বেশ কয়েকজন হিন্দু নেতা উপস্থিত ছিলো।
বাংলাদেশীদের মধ্যে ছিলো-
১) উষাতন তালুকদার এমপি, পাবর্ত চট্টগ্রাম জনসংহতি সমিতি
২) অরুণ কুমার দত্ত, বাংলাদেশ সংখ্যালঘু অধিকার ঐক্য, টরেন্টো, কানাডা
৩) রবীন্দ্র ঘোষ, ঢাকা সুপ্রীম কোর্ট আইনজীবি, প্রেসিডেন্ট- বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ, ইউরোপ । মার্কিন ইহুদী রিচার্ড বেনকিনের সাথে সম্পর্কযুক্ত।
৪) অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট সুপ্রীম কোর্ট, বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ। সিনহার বন্ধু এবং রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করার প্রধান আইনজীবি।
৫) গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বাংলাদেশ হিন্দু জাতীয় হিন্দু মহাজোট।
৬) পিনাকি দাস, জয়েন্ট সেক্রেটারি, সনাতন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।
৭) শিতাংসু গুহ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যুক্তরাষ্ট্র। আমেরিকা আওয়ামীলীগের পক্ষ থেকেই এ সংগঠনটিকে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ চালায় বলে দাবি করা হয়।
(http://www.ajkalnewyork.com/newsite/...l#.WhHDQlWWaUm)
৮) সুকৃতি মণ্ডল, সম্পাদক এই বেলা ডট কম। সাধারণ সম্পাদক – মোসাদ সম্পৃক্ততায় যে নতুন হিন্দু রাজনৈতিক দল বিএমজেপি খুলেছে।
৯) রিপন দে, যুব হিন্দু মহাজোট, ঢাকা
১০) গর মৈত্যি, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ, যুক্তরাষ্ট্র
১১) চৈতি দাস, ঐক্য পরিষদ, ব্রিটেন।
ভারতীয়দের মধ্যে ছিলো-
-তথাগত রায়, গর্ভনর ত্রিপুরা
- দিলীপ ঘোষ, বেজেপি পশ্চিমবঙ্গ
- সুধেন্দু মোহন তালুকদার, ভারতীয় গণপরিষদ আসাম
আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা সবাই এসব হিন্দু নেতাদের নামগুলো তুলে রাখুন। এরাই বিদেশে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জ্বাল বুনছে। আগামীতে বাংলাদেশে যত অরাজকতা হবে, সেগুলোর কলকাঠি নাড়বে এই লোকগুলো। তাই শত্রু চিনে রাখুন।
Comment