মিডিয়ার ইসলামবিদ্বেষীকে সেভ করার চিরাচরিত নীতি......
লিংক:
খবরের শিরোনাম বলে দেয়,
সংবাদ মাধ্যমগুলো নিরপেক্ষতা বাদ দিয়ে নির্দিষ্ট সম্প্রদায়ের পক্ষে উস্কানিমুলক প্রকাশনা চালাচ্ছে।
টিটু রায়ের বিরুদ্ধে মামলা হয়েছে- ধর্ম অবমাননা নিয়ে।
এর সাথে কথিত হিন্দু বাড়িতে আগুন এর কোন সম্পর্ক নাই।
এবং টিটু রায়ের নামে মামলা হওয়ার বেশ কয়েকদিন পর ঘটেছে কথিত আগুন দেয়ার ঘটনা।
কিন্তু মিডিয়া এমনভাবে খবর করেছে, যেন ‘হিন্দু বাড়িতে আগুন’দেয়ার বিষয়টি হাইলাইট হয়, কিন্তু টিটু রায়ের ধর্ম অবমাননা হারিয়ে যায়।
ইতিমধ্যে আমরা যে ভিডিও প্রকাশ করেছি তাতে বোঝাই যাচ্ছে যে, সে আগুন নিজেদের লোকেরাই উদ্দেশ্যমুলকভাবে লাগিয়েছে।
অথচ যদি মেনে নেই যে, আগুন লাগানোর ঘটনা তাদের নিজেদের নয় তবুও বলতে হয় যে,
মিডিয়া যদি শুরু থেকে টিটু রায়ের ধর্ম অবমাননার বিষয়টি প্রচার করতো তবে মিডিয়ার হাইলাইটের কারণে প্রশাসন টিটু রায়কে দ্রুত গ্রেফতার করতো এবং রংপুরে কথিত আগুন লাগার ঘটনা ঘটতো না।
কিন্তু মিডিয়ার ইসলাম বিদ্বেষীকে সেভ করার চিরাচরিত নীতির (কার্টুনিস্ট আরিফুর রহমান, থাবা বাবা, রসরাজ থেকে টিটু রায়) কারণে মূলত সমাজে অসামঞ্জসতা তৈরী হচ্ছে। আর যেখানে আছে অসামঞ্জসতা সেখানেই হয় বিশৃঙ্খলতা। তাই বর্তমানে সমাজে সৃষ্ট বিশৃঙ্খলতা ও হানাহানির জন্য মিডিয়া কখনই দায় এড়াতে পারবে না।
Comment