ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় দু’টি শহর দখল করে নিয়েছে আল-কায়েদা।
বুধবার ওই শহরের অধিবাসী ও সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর জানানো হয় ।
দখলকৃত শহর দু’টি হলো, আবিয়ান প্রশাসনের অধীনে জিনজিবার জেলার জিনজিবার ও জার শহর। এর মধ্যে জিনজিবার এই অঞ্চলের বন্দরনগরী হওয়ায় বেশ গুরুত্বপূর্ণ। এর আগেও আল কায়দা কমান্ডোরা হাদ্রামাউত দখল করে আছে। সূত্রগুলো মনে করছে এভাবে দিন দিন আল কায়দা শক্তিশালি অবস্থান তৈরি করে নিছ্ছে। শিয়া হুথি বিদ্রোহীদের সাথে বড় ধরনের লড়ায় চালিয়ে আসছে ইয়েমেনী আল কায়দা। আরো বিস্তারিত আসছে ইনশাআল্লাহ।
বুধবার ওই শহরের অধিবাসী ও সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর জানানো হয় ।
দখলকৃত শহর দু’টি হলো, আবিয়ান প্রশাসনের অধীনে জিনজিবার জেলার জিনজিবার ও জার শহর। এর মধ্যে জিনজিবার এই অঞ্চলের বন্দরনগরী হওয়ায় বেশ গুরুত্বপূর্ণ। এর আগেও আল কায়দা কমান্ডোরা হাদ্রামাউত দখল করে আছে। সূত্রগুলো মনে করছে এভাবে দিন দিন আল কায়দা শক্তিশালি অবস্থান তৈরি করে নিছ্ছে। শিয়া হুথি বিদ্রোহীদের সাথে বড় ধরনের লড়ায় চালিয়ে আসছে ইয়েমেনী আল কায়দা। আরো বিস্তারিত আসছে ইনশাআল্লাহ।
Comment