বুরকিনা ফাসোতে ৫ দিনে আল-কায়েদার হামলার লক্ষ্যবস্তু ৮টি শত্রু ঘাঁটি
আল-কায়েদা পশ্চিম আফ্রিকা শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) যোদ্ধারা, গত ১লা ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত বুরকিনা ফাসোয় অন্তত ১১টি পৃথক অপারেশন পরিচালনা করছেন বলে জানা গেছে। মুজাহিদদের এসকল সামরিক অপারেশনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে দেশটির জান্তা বাহিনীর ৮টি সামরিক ঘাঁটি ও ৩টি দল।
আয-যাল্লাকার রিপোর্ট অনুযায়ী, মুজাহিদিনরা গত ১লা ডিসেম্বর রবিবারেই দেশটির দেদুগৌ ও বানফোরা রাজ্যে জান্তা বাহিনীর ৪টি ঘাঁটিতে অভিযান পরিচালনা করছেন। এরমধ্যে দেদুগৌ রাজ্যের বোমব্রুকি এলাকায় শত্রু ঘাঁটিতে মুজাহিদদের পরিচালিত অভিযানে অন্তত ৪ সৈন্য নিহত এবং আরও কতক সৈন্য আহত হয়। এসময় মুজাহিদিনরা গনিমত হিসাবে অর্জন করেন ১টি সামরিক যান, ১টি দুশকা, ২টি পিকা, ২টি আরপিজি, ১০টি ক্লাশিনকোভ, ৪টি মোটরসাইকেল এবং অন্যান্য সামরিক সরঞ্জাম।
এদিন দেদুগৌ রাজ্যের বিকোই এবং কর্ণ এলাকার মধ্যকার সংযোগকারী সড়কে একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটান মুজাহিদিনরা। বুরকিনান মিলিশিয়াদের একটি দলকে লক্ষ্যবস্তু করে হামলাটি চালানো হলে বেশ কিছু সৈন্য হতাহত হয়।
এমনিভাবে ১লা ডিসেম্বর সকালে বানফোরা রাজ্যের মাংগুদাগা জেলায় জান্তা বাহিনীর ৩টি ঘাঁটিতে ব্যাপক আক্রমণ চালিয়েছেন মুজাহিদিনরা। ঘাঁটিগুলোতে মুজাহিদদের আক্রমণে শত্রু বাহিনীতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। তবে প্রতিরোধ বাহিনী জেএনআইএম হামলায় শত্রু বাহিনীর কিপরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা সুনির্দিষ্ট করেনি।
এদিকে গত ৪ ডিসেম্বর বুধবার, বুরকিনা ফাসোর ডুরি এবং বোবোগোলাসো রাজ্যে সন্ত্রাসী গোষ্ঠী আইএস এবং স্থানীয় জান্তা বাহিনীর বিরুদ্ধে ২টি পৃথক অপারেশন চালান মুজাহিদিনরা। এরমধ্যে ডুরি রাজ্যের দালিল এলাকায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসের একটি আস্তানায় মুজাহিদদের হামলায় ২ সন্ত্রাসী নিহত হয় এবং অন্যরা পালিয়ে যায়। এসময় মুজাহিদিনরা সন্ত্রাসীদের থেকে বেশ কিছু অস্ত্র এবং ৪টি মোটরসাইকেল জব্দ করেন।
অপরদিকে গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার, মুজাহিদিনরা বুরকিনা ফাসোর তিতু এবং উয়াহিগুয়া রাজ্যে জান্তা বাহিনীর ৪টি ঘাঁটিতে অতর্কিত আক্রমণ চালান। এরমধ্যে তিতু রাজ্যে জান্তা বাহিনীর ২টি ঘাঁটিতে মুজাহিদদের হামলায় অন্তত ১২ সৈন্য নিহত এবং আরও বহু সংখ্যক সৈন্য আহত হয়। অভিযান শেষে মুজাহিদিনরা ১টি আরপিজি, ২টি পিকা, ২০টি ক্লাশিনকোভ, ১৬১টি বুলেট বাক্স, ২টি মোটরসাইকেল এবং গুলাবারুদ ও অন্যান্য সরঞ্জামে পূর্ণ কয়েকটি বাক্স গনিমত লাভ করেন।
এদিন সন্ধ্যায় মুজাহিদিনরা উয়াহিগুয়া রাজ্যে জান্তা বাহিনীর দুটি সেনা সদর দপ্তর লক্ষ্য করেও আক্রমণ চালিয়েছেন। তবে প্রতিরোধ বাহিনী ‘জেএনআইএম’ পরবর্তী সময়ে হামলার ফলাফল নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
Comment