| তুরস্কের ইস্তাম্বুল কনফারেন্সে অংশ গ্রহণ না করা প্রসঙ্গে ইমারতে ইসলামীয়া আফগানিস্তানের মুখপাত্রের বিবৃতি |
Until all foreign forces completely withdraw from our homeland, the Islamic Emirate will not participate in any conference that shall make decisions about Afghanistan.
The IEA performs its works with consultations according to the guidance of the noble religion of Islam and then adopts the stance whatsoever is decided in the result of the consultation.
https://twitter.com/IeaOffice/status...162400259?s=19
যতক্ষণ না সমস্ত বিদেশী দখলদার বাহিনী পুরোপুরি আমাদের মাতৃভূমি থেকে সরে না যায় ততক্ষণ পর্যন্ত ইসলামী ইমারত আফগানিস্তান সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণকারী কোনও সম্মেলনে অংশ নেবে না। এ কথা ইমারতে ইসলামীয়া আফগানিস্তানের পলিটিকাল অফিসের মুখপাত্র মোহাম্মদ নাঈম তার অফিসিয়াল টুইটার পেজে স্পষ্টরূপে জানিয়ে দিয়েছে।
তিনি আরও বলেন যে, ইমারতে ইসলামীয়া আফগানিস্তান মহৎ ইসলাম ধর্মের দিকনির্দেশনা অনুযায়ী পরামর্শ নিয়ে তার কাজ সম্পাদন করে এবং তারপরে পরামর্শের ফলাফলের মাধ্যমে যা সিদ্ধান্ত হয় তা গ্রহণ করে।
এখানে উল্লেখ্য যে, আগমী পহেলা মে ২০২১ ইং তারিখের মধ্যে দোহা চুক্তি অনুযায়ী আফগানিস্তান থেকে মার্কিন সেনাসহ সমস্ত বিদেশি দখলদার বাহিনীর সরে যাওয়ার কথা রয়েছে।
কিন্তু এখনো পর্যন্ত বিদেশি হানাদার বাহিনীর আফগানিস্তান থেকে সরে না যাওয়ার লক্ষণ না দেখা দেওয়ায় ইমারতে ইসলামীয়া আফগানিস্তান এধরনের সিদ্ধান্ত নিয়েছে।
Until all foreign forces completely withdraw from our homeland, the Islamic Emirate will not participate in any conference that shall make decisions about Afghanistan.
The IEA performs its works with consultations according to the guidance of the noble religion of Islam and then adopts the stance whatsoever is decided in the result of the consultation.
https://twitter.com/IeaOffice/status...162400259?s=19
যতক্ষণ না সমস্ত বিদেশী দখলদার বাহিনী পুরোপুরি আমাদের মাতৃভূমি থেকে সরে না যায় ততক্ষণ পর্যন্ত ইসলামী ইমারত আফগানিস্তান সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণকারী কোনও সম্মেলনে অংশ নেবে না। এ কথা ইমারতে ইসলামীয়া আফগানিস্তানের পলিটিকাল অফিসের মুখপাত্র মোহাম্মদ নাঈম তার অফিসিয়াল টুইটার পেজে স্পষ্টরূপে জানিয়ে দিয়েছে।
তিনি আরও বলেন যে, ইমারতে ইসলামীয়া আফগানিস্তান মহৎ ইসলাম ধর্মের দিকনির্দেশনা অনুযায়ী পরামর্শ নিয়ে তার কাজ সম্পাদন করে এবং তারপরে পরামর্শের ফলাফলের মাধ্যমে যা সিদ্ধান্ত হয় তা গ্রহণ করে।
এখানে উল্লেখ্য যে, আগমী পহেলা মে ২০২১ ইং তারিখের মধ্যে দোহা চুক্তি অনুযায়ী আফগানিস্তান থেকে মার্কিন সেনাসহ সমস্ত বিদেশি দখলদার বাহিনীর সরে যাওয়ার কথা রয়েছে।
কিন্তু এখনো পর্যন্ত বিদেশি হানাদার বাহিনীর আফগানিস্তান থেকে সরে না যাওয়ার লক্ষণ না দেখা দেওয়ায় ইমারতে ইসলামীয়া আফগানিস্তান এধরনের সিদ্ধান্ত নিয়েছে।
Comment