ভিন্নমত ঠেকাতে গত বছর শত শত মানুষকে গুম করার পাশাপাশি তাদের ওপর নির্যাতন চালিয়েছে মিসরের নিরাপত্তা বাহিনী। এসব মানুষকে মাসের পর মাস চোখ বাঁধা অবস্থায় আটকে রেখে নির্যাতন চালানো হয়েছে। আর বন্দিদশার পুরোটা সময়জুড়ে তাদেরকে হাতকড়া পরিয়ে রাখা হয়েছিল। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নতুন এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
তবে ভিন্নমতাবলম্বীদের ওপর নির্যাতন চালানো ও তাদের গুম করার মতো অভিযোগগুলো নাকচ করে দিয়েছে মিসর সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাগদি আবদুল গাফফারের দাবি, মিসরীয় আইনের আওতায় গঠিত কাঠামো অনুযায়ীই নিরাপত্তা বাহিনী কাজ করে থাকে।
অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক পরিচালক ফিলিপ লুথারের মতে,
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির ক্ষমতাগ্রহণের পর থেকে গুমের ঘটনা 'রাষ্ট্রীয় নীতিমালার গুরুত্বপূর্ণ উপাদানে' পরিণত হয়েছে।
স্থানীয় এনজিওগুলোর বরাত দিয়ে অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়
, গত বছর বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে প্রতিদিন গড়ে তিন-চারজনকে আটক করে জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ’র নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী। শত শত মানুষকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতরে অবস্থিত এনএসএ’র কার্যালয়ে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়,
২০১৩ সালে সিসির নেতৃত্বে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে মিসরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর থেকে ১ হাজারের বেশি মানুষ নিহত এবং ৪০ হাজার মানুষকে কারারুদ্ধ হতে হয়েছে বলে মনে করা হয়।
তবে ভিন্নমতাবলম্বীদের ওপর নির্যাতন চালানো ও তাদের গুম করার মতো অভিযোগগুলো নাকচ করে দিয়েছে মিসর সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাগদি আবদুল গাফফারের দাবি, মিসরীয় আইনের আওতায় গঠিত কাঠামো অনুযায়ীই নিরাপত্তা বাহিনী কাজ করে থাকে।
অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক পরিচালক ফিলিপ লুথারের মতে,
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির ক্ষমতাগ্রহণের পর থেকে গুমের ঘটনা 'রাষ্ট্রীয় নীতিমালার গুরুত্বপূর্ণ উপাদানে' পরিণত হয়েছে।
স্থানীয় এনজিওগুলোর বরাত দিয়ে অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়
, গত বছর বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে প্রতিদিন গড়ে তিন-চারজনকে আটক করে জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ’র নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী। শত শত মানুষকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতরে অবস্থিত এনএসএ’র কার্যালয়ে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়,
২০১৩ সালে সিসির নেতৃত্বে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে মিসরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর থেকে ১ হাজারের বেশি মানুষ নিহত এবং ৪০ হাজার মানুষকে কারারুদ্ধ হতে হয়েছে বলে মনে করা হয়।
Amnesty International Report
https://www.amnesty.org/en/latest/news/2016/07/egypt-hundreds-disappeared-and-tortured-amid-wave-of-brutal-repression/
Also read................
http://time.com/4403927/egypt-forcible-disappearances-security-forces-amnesty-human-rights/
http://www.bbc.com/news/world-middle-east-36775035
http://edition.cnn.com/2016/07/12/middleeast/amnesty-egypt-disappearance/index.html
https://www.amnesty.org/en/latest/news/2016/07/egypt-hundreds-disappeared-and-tortured-amid-wave-of-brutal-repression/
Also read................
http://time.com/4403927/egypt-forcible-disappearances-security-forces-amnesty-human-rights/
http://www.bbc.com/news/world-middle-east-36775035
http://edition.cnn.com/2016/07/12/middleeast/amnesty-egypt-disappearance/index.html
Comment