ফিলিস্তিনে আবার ইসরাইলি হত্যাযজ্ঞ
১০ অক্টোবর,২০১৫
আরটিএনএন
রামাল্লা: ইহুদিবাদী ইসরাইলি সৈন্যদের গুলিতে অক্টোবরের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত ১৬ বেসামরিক ফিলিস্তিনি নিহত এবং ১০,০০০ লোক আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর মধ্যে শুক্রবার একদিনেই গাজা সিটি এবং খান ইউনিসে ইসরাইলি বাহিনীর হামলায় ৬ জন নিহত এবং ২০০ লোক আহত হয়েছে।
ইসরাইলি বাহিনীর বিষাক্ত গ্যাস বোমা ও তাজা রাবার বুলেটে এসব হতাহতের ঘটনা ঘটেছে। আহত অনেকের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে শনিবার সকালে গাজা থেকে ইসরাইলে একটি রকেট হামলা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
অন্যদিকে একই সময় অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরাইলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গত মাসে পূর্ব জেরুজালেমে মুসলমানদের অত্যন্ত পবিত্র মসজিদ আল আকসায় নামাজ আদায়ে ইসরাইলি বাহিনী দমনপীড়ন চালালে সর্বশেষ সহিসংতার সৃষ্টি হয়।
এরপর থেকে সহিংসতা দিনদিনই বৃদ্ধি পাচ্ছে।
গাজা শাসনকারী হামাসের প্রধান ইসমাইল হানিয়া শুক্রবার জুমার খুতবায় ইসরাইলিদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের চলমান এই প্রতিরোধ আন্দোলনকে ইন্তিফাদা বা গণঅভ্যুত্থান বলে আখ্যা দিয়েছেন।
তিনি ইন্তিফাদাকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, ‘এটাই একমাত্র পথ যার মাধ্যমে স্বাধীনতা আসবে।’ .......................
-----------------------------------------
----------------------------------------
ইসরাইলি হামলায় ৬ ফিলিস্তিনি নিহত
০৯ অক্টোবর,২০১৫
আরটিএনএন
কাবুল: ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে অন্তত ৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।
শুক্রবার অবরুদ্ধ গাজার পূর্বাঞ্চলে এ হতাহতের ঘটনা ঘটেছে।
গত মাসে ইসরাইলি নিরাপত্তাবাহিনী আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের ধরপাকড় শুরু করলে উত্তেজনা বাড়তে থাকে। গত কয়েকদিনে উভয়পক্ষের বেশ কয়েকজন নিহত হয়েছেন। এসবের প্রেক্ষাপটে শুক্রবারের ঘটনা ঘটে।
ফিলিস্তিনি মেডিকেল সোর্স বলছে, এঘটনায় ৬ জন নিহত হয়েছে। ৭০ এর অধিক আহত হয়েছে। সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
কয়েকশত ফিলিস্তিনি সীমান্তের কাছে বিক্ষোভ করতে গেলে ইসরাইলি পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে গুলি ছোঁড়া শুরু করে ইসরাইলি পুলিশ।
অপর দিকে বিক্ষোভে উপস্থিত থাকা গাজাভিত্তিক ফটোগ্রাফার এজ জানুন বলেছেন, ‘এখানকার অবস্থা খুবই খারাপ। এর আগে তারা (পুলিশ) সাধারণত সীমান্তে গুলি করেছে। কিন্তু আজকের অবস্থা আগের চেয়ে খারাপ।’
তিনি আরো বলেন, ‘প্রথমে তারা রাবার বুলেট ও স্টান গ্রেনেড ছোঁড়ে। এরপর আমাদের ওপর তাজা গোলাবারুদ ছোঁড়ে। বেশ কিছু লোক আহত হয়েছেন এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে, কারণ সংঘর্ষ অব্যাহত আছে।’
ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, ‘দুইশত ফিলিস্তিনি সীমান্তের কাছে এসে বিক্ষোভ করে। তারা সেনাদের ওপর পাথর ছুঁড়ে মারে এবং জলন্ত টায়ার গড়িয়ে দেয়। এতে সেনারা গুলি চালায়।’
তিনি বলেন, ‘পাঁচজনকে সরাসরি গুলি করা হয়েছে বলে আমি নিশ্চিত করতে পারি, তবে সংঘর্ষ এখনো চলছে।’
http://anonym.to/?http://www.rtnn.ne...4#.VhkRT1LLfkc
Comment