‘টার্গেটেড কিলিং, প্রতিরোধ সহজ নয়’ ২০১৫ নভেম্বর ০১ ১৫:৫৫:২৭
‘টার্গেটেড কিলিং, প্রতিরোধ সহজ নয়’-মনিরুল
দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, ‘লালমাটিয়া ও শাহবাগের ঘটনা টার্গেটেড কিলিং। এ ধরনের কিলিং কখনও কখনও প্রতিরোধ সহজ নয়। আমরা জড়িতদের আটকের চেষ্টা করছি।’
রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রবিবার দুপুরে নিজ কক্ষে তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, ‘দু’টি হত্যাকাণ্ড কাছাকাছি সময় ঘটেছে। লালমাটিয়ার ঘটনায় দু’জন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ছাড়া যারা আহত হয়েছেন, তারা সুস্থ হলে তাদের সঙ্গেও কথা বলা হবে। আশা করছি, তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাব।’
তিনি বলেন, ‘দু’টি ঘটনায় মোহাম্মদপুর ও শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে। পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) ছায়া তদন্ত করছে।’
বিভিন্ন হুমকির বিষয়ে মনিরুল ইসলাম বলেন, ‘কারা হুমকি দিচ্ছে, সেগুলো এ্যানালাইসিসের চেষ্টা করছি। তবে যাদের হুমকি দেওয়া হচ্ছে আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করব।’
শুদ্ধস্বর প্রকাশক আহমেদুর রশীদ টুটুল ও ব্লগার নীলাদ্রী চট্টোপধ্যায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। তারপরেও তাদের ওপর হামলা কিভাবে হল— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ডিবি চোর ধরা ধেকে শুরু করে সব ধরনের বিষয়ে তদন্ত করছে। এ সব হত্যাকাণ্ডের জন্য কাউন্টার টেররিজমের প্রয়োজন হয়। এ জন্য আমরা কাউন্টার টেররিজম ইউনিট গঠন করার পরিকল্পনাও করেছিলাম। কিন্তু সেটি গঠন করা সম্ভব হয়নি।’
ডিবির যুগ্ম কমিশনার আরও বলেন, ‘ইউনিটটি গঠন করা হলে ডিবির কাজ সহজ হতো। এতে জঙ্গিদের অবস্থান ও তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করে প্রতিরোধ করা যেত।’
‘টার্গেটেড কিলিং, প্রতিরোধ সহজ নয়’-মনিরুল
দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, ‘লালমাটিয়া ও শাহবাগের ঘটনা টার্গেটেড কিলিং। এ ধরনের কিলিং কখনও কখনও প্রতিরোধ সহজ নয়। আমরা জড়িতদের আটকের চেষ্টা করছি।’
রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রবিবার দুপুরে নিজ কক্ষে তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, ‘দু’টি হত্যাকাণ্ড কাছাকাছি সময় ঘটেছে। লালমাটিয়ার ঘটনায় দু’জন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ছাড়া যারা আহত হয়েছেন, তারা সুস্থ হলে তাদের সঙ্গেও কথা বলা হবে। আশা করছি, তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাব।’
তিনি বলেন, ‘দু’টি ঘটনায় মোহাম্মদপুর ও শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে। পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) ছায়া তদন্ত করছে।’
বিভিন্ন হুমকির বিষয়ে মনিরুল ইসলাম বলেন, ‘কারা হুমকি দিচ্ছে, সেগুলো এ্যানালাইসিসের চেষ্টা করছি। তবে যাদের হুমকি দেওয়া হচ্ছে আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করব।’
শুদ্ধস্বর প্রকাশক আহমেদুর রশীদ টুটুল ও ব্লগার নীলাদ্রী চট্টোপধ্যায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। তারপরেও তাদের ওপর হামলা কিভাবে হল— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ডিবি চোর ধরা ধেকে শুরু করে সব ধরনের বিষয়ে তদন্ত করছে। এ সব হত্যাকাণ্ডের জন্য কাউন্টার টেররিজমের প্রয়োজন হয়। এ জন্য আমরা কাউন্টার টেররিজম ইউনিট গঠন করার পরিকল্পনাও করেছিলাম। কিন্তু সেটি গঠন করা সম্ভব হয়নি।’
ডিবির যুগ্ম কমিশনার আরও বলেন, ‘ইউনিটটি গঠন করা হলে ডিবির কাজ সহজ হতো। এতে জঙ্গিদের অবস্থান ও তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করে প্রতিরোধ করা যেত।’
Comment