আজ বলি তোমাদের করুণ এক কাহিনী
এই দেশে আছে এক কুকুরের বাহিনী
কালো এই বাহিনীর দলনেতা বেনজির
মানুষের চেহারায় ল্যাজহীন খিন্জির(১)
ভাড়াটে ডাকাত ওরা এ দেশের তাগুতের
নুন খেয়ে গুণ গায় বেইমান ছাগুদের
ভিনদেশি মনিবের ওরা হল ভৃত্য
ওরা খুনী সন্ত্রাসী ওরা দুর্বৃত্ত
পেটকেটে ইটবেধে লাশ ফেলে নদীতে
রক্তের বলি দেয় ক্ষমতার বেদীতে
আজো আছে ব্যান্ডেজ লিমনের ভাঙা পায়
পাপ করে যত মোছো,চিন্হ তো থেকে যায়।
খুন করে বুলি ছাড়ে "বন্দুকযুদ্ধ"
আল্লার বিধানের পথ করে রুদ্ধ
গুম করে, খুন করে দেয় "নিরাপত্তা'
ওরা খুনী ধর্ষক,-তাগুতের কুত্তা
জনমানুষের প্রতি নেই মায়া মমতা
বর্বর টর্চার করার আছে ক্ষমতা
যাকে তাকে মেরে ফেলো,বলবেনা কিছু কেউ
টিভি আর ক্যামেরাতে করো গিয়ে ঘেউ ঘেউ
"হয়েছিল তার সাথে বন্দুকযুদ্ধ"
গোজামিলে মিলে যাবে- দুইয়ে দুইয়ে চৌদ্দ
গেলালেই গিলে নিবে জনতা কি নির্বোধ?
ঘুরে ওরা দাঁড়াবেই নেবে এর প্রতিশোধ
জনতা ও গেরিলারা হাতে হাত রেখেছে
নতুন এক প্রত্যয়ে ঘুম ভেঙে জেগেছে
ওদের এই জাগরণে বিপ্লব আসবেই
ঘেউ ঘেউ রব তুলে তাগুতেরা ভাগবেই।
--------------------------
(১)খিনজির আরবী শব্দ,একটা প্রণীর নাম। বাংলায় এর নাম শূকর বা শূয়োর।এ প্রাণীর নাম মুখে নিলে চল্লিশ দিন পর্যন্ত শরীর নাপাক থাকে মর্মে সাধারণ মানুষের মাঝে ভুল ধারণা প্রচলিত আছে।
(২)আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ইরশাদ করেন (অনুবাদ) "....এরা হল পশুর মত,না বরং তার চেয়েও বেশি ভ্রষ্ট।"
সূরা:আলআরাফ:১৭৯ নং আয়াত।
এই দেশে আছে এক কুকুরের বাহিনী
কালো এই বাহিনীর দলনেতা বেনজির
মানুষের চেহারায় ল্যাজহীন খিন্জির(১)
ভাড়াটে ডাকাত ওরা এ দেশের তাগুতের
নুন খেয়ে গুণ গায় বেইমান ছাগুদের
ভিনদেশি মনিবের ওরা হল ভৃত্য
ওরা খুনী সন্ত্রাসী ওরা দুর্বৃত্ত
পেটকেটে ইটবেধে লাশ ফেলে নদীতে
রক্তের বলি দেয় ক্ষমতার বেদীতে
আজো আছে ব্যান্ডেজ লিমনের ভাঙা পায়
পাপ করে যত মোছো,চিন্হ তো থেকে যায়।
খুন করে বুলি ছাড়ে "বন্দুকযুদ্ধ"
আল্লার বিধানের পথ করে রুদ্ধ
গুম করে, খুন করে দেয় "নিরাপত্তা'
ওরা খুনী ধর্ষক,-তাগুতের কুত্তা
জনমানুষের প্রতি নেই মায়া মমতা
বর্বর টর্চার করার আছে ক্ষমতা
যাকে তাকে মেরে ফেলো,বলবেনা কিছু কেউ
টিভি আর ক্যামেরাতে করো গিয়ে ঘেউ ঘেউ
"হয়েছিল তার সাথে বন্দুকযুদ্ধ"
গোজামিলে মিলে যাবে- দুইয়ে দুইয়ে চৌদ্দ
গেলালেই গিলে নিবে জনতা কি নির্বোধ?
ঘুরে ওরা দাঁড়াবেই নেবে এর প্রতিশোধ
জনতা ও গেরিলারা হাতে হাত রেখেছে
নতুন এক প্রত্যয়ে ঘুম ভেঙে জেগেছে
ওদের এই জাগরণে বিপ্লব আসবেই
ঘেউ ঘেউ রব তুলে তাগুতেরা ভাগবেই।
--------------------------
(১)খিনজির আরবী শব্দ,একটা প্রণীর নাম। বাংলায় এর নাম শূকর বা শূয়োর।এ প্রাণীর নাম মুখে নিলে চল্লিশ দিন পর্যন্ত শরীর নাপাক থাকে মর্মে সাধারণ মানুষের মাঝে ভুল ধারণা প্রচলিত আছে।
(২)আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ইরশাদ করেন (অনুবাদ) "....এরা হল পশুর মত,না বরং তার চেয়েও বেশি ভ্রষ্ট।"
সূরা:আলআরাফ:১৭৯ নং আয়াত।
Comment