হিন্দুদের প্রতি বিজেপি; আ.লীগ সরকারকে সর্বশক্তি দিয়ে সমর্থন করুন
বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের প্রতি ভারতের বর্তমান উগ্র হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকারের সম্পূর্ণ সমর্থন রয়েছে বলে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তথাগত রায় জানিয়েছেন।
তিনি এ দেশের হিন্দু সম্প্রদায়কে এ সরকারকে পূর্ণ সমর্থন দেয়ারও আহ্বান জানিয়েছেন।
রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হলঘরে বেদান্ত সংস্কৃতি মঞ্চ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই বিজেপি নেতা এসব কথা বলেন।
আওয়ামী লীগ সরকারকে পূর্ণ সমর্থন দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের চেয়ে ভালো কিছু হতে পারে না।’
পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক সভাপতি তথাগত রায় বলেন, ‘আমি আপনাদের জানাতে চাই- বিজেপি সরকার উপলব্ধি করেছে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে সমর্থন দেয়া উচিত এবং সেই কাজটি তারা করেছে। এটা আমি আপনাদের নিশ্চিত করেই বলতে পারি।’
অনুষ্ঠানে উপস্থিত হিন্দু নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি প্রকাশ্যে এই সরকারকে সমর্থন না করেন, তাহলে সরকার তো আপনাদের অবস্থা ভালোভাবে বুঝতে পারবে না।’
‘আপনারা ভাবুন- হিন্দুদের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ সরকার ছাড়া অন্য রাজনৈতিক দলগুলোর ওপর কী ভরসা করা যায়? যদি তা না হয়, তাহলে হিন্দু সম্প্রদায়কে সর্বশক্তি দিয়ে পুরোপুরিভাবে এ সরকারকে সমর্থন দিতে হবে’ বলেন এই বিজেপি নেতা।
তিনি আরো বলেন, বাংলাদেশে যারা হিন্দু আছেন, তাদের রাজনৈতিকভাবে সচেতন হতে হবে এবং নিজেদের স্বার্থ বুঝতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে আমি মনে করি না। তারা যে হিন্দুত্ববাদে বিশ্বাস করে এটা তাদের রাজনৈতিক কৌশল।’
তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। আশা করি, দুই দেশের মধ্যে সীমান্ত ও তিস্তা চুক্তি হয়ে যাবে। বাংলাদেশের যা যা পাওনা সেটা পাব।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিজেপির কেন্দ্রীয় গবেষণা শাখার সদস্য ধনঞ্জয় কুমার সিং, পশ্চিমবঙ্গ বিজেপির সহসভাপতি সুভাষ সরকার, বাংলাদেশের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, সুকুমার রঞ্জন প্রমুখ।
Comment