Announcement

Collapse
No announcement yet.

রাশিয়ার বক্তব্য নাকচ করল তালেবান

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • রাশিয়ার বক্তব্য নাকচ করল তালেবান

    আইএসের তথ্য বিনিময়
    রাশিয়ার বক্তব্য নাকচ করল তালেবান

    আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) তৎপরতা নিয়ে রাশিয়ার সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় কিংবা কোনো ধরনের আলোচনার কথা সরাসরি নাকচ করে দিয়েছে তালেবান। একই সঙ্গে দেশটিতে আইএসের প্রভাব থাকার কথাও অস্বীকার করেছে তারা। খবর এএফপির।
    আইএস নিয়ে তালেবানের সঙ্গে তথ্য বিনিময় হচ্ছে—গত বুধবার রাশিয়ার পক্ষ থেকে এমন কথা বলার পর গতকাল রোববার এক বিবৃতিতে তালেবান তা উড়িয়ে দেয়। আফগানিস্তানে নিযুক্ত রাশিয়ার জ্যেষ্ঠ কূটনীতিক জামির কাবুলভ গত বুধবার এক বিবৃতিতে বলেন, আইএসের বিষয়ে তাঁর দেশ তালেবানের সঙ্গে তথ্য বিনিময় করছে।
    তবে গতকাল তালেবান তাদের ওয়েবসাইটে ইংরেজি ভাষায় প্রকাশ করা এক বিবৃতিতে বলেছে, ‘কথিত দায়েশ (আইএসের আরেক নাম) মোকাবিলায় কারও সাহায্য নেওয়ার প্রয়োজন আমাদের নেই। এ নিয়ে আমরা কারও সঙ্গে যোগাযোগও করিনি, কারও সঙ্গে কথাও বলিনি।’
    আফগানিস্তানের পূর্বাঞ্চলে লড়াইরত যোদ্ধারা সিরিয়া ও ইরাকের বিরাট এলাকা দখল করে নেওয়া আইএসের প্রতি আনুগত্যের ঘোষণা দিয়েছে। তাদের এই ঘোষণা আফগানিস্তানের তালেবানের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে। তবে আইএস প্রভাবের কথা উড়িয়ে দিয়ে তালেবান বলেছে, ‘আফগানিস্তানের কিছু লোক দায়েশের নামে মিথ্যা কথা বলে সুবিধা নিচ্ছে এবং দখলদারি প্রলম্বিত করার মতলবে দেশীয় ও আন্তর্জাতিক গোয়েন্দারা তাদের মদদ জুগিয়ে যাচ্ছে।’


    Link: http://www.prothom-alo.com

  • #2
    আমরা নিজেরা খবর পরিবেশনের দায়িত্ত নিলে কুফফারদের খবর দেখতে হত না।
    যে প্রথম আলো আল্লাহর নবীর ব্যপারে ব্যঙ্গচিত্র একেছে তাদের খবর আমাদের সাইটে দেখে খারাপ লাগছে কিন্তু কি করব নিজের এত সময় নেই যে খবর গুলো সংগ্রহ করে দিব।
    তারপরও আমার মনে হচ্ছে খবর জানার দরকার নেই। যে দিন আমরা নিজেদের খবর নিজেরা দিতে পারব সেদিন থেকেই সাইটে খবর পরিবেশন করা হবে তার পরও যাতে নাস্তিকদের পত্রিকা থেকে খবর পরিবেশিত না হয়। এই নাম গুলো আর দেখতে চাই না।

    মডারেটর ভাইদের বলছি নিজেদেরকে শক্তিশালী করুন ও নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করুন।
    Last edited by কাল পতাকা; 12-28-2015, 01:35 PM.

    Comment


    • #3
      লা হাওলা ওলা কু'য়াত
      ইলম আমাদের বুঝতে শিখায় এবং জিহাদ আমাদের মানতে শিখায়

      Comment


      • #4
        Originally posted by কাল পতাকা View Post
        আমরা নিজেরা খবর পরিবেশনের দায়িত্ত নিলে কুফফারদের খবর দেখতে হত না।
        যে প্রথম আলো আল্লাহর নবীর ব্যপারে ব্যঙ্গচিত্র একেছে তাদের খবর আমাদের সাইটে দেখে মাথায় আগুন ধরে গেছে কিন্তু কি করব নিজের এত সময় নেই যে খবর গুলো সংগ্রহ করে দিব।
        তারপরও আমার মনে হচ্ছে খবর জানার দরকার নেই। যে দিন আমরা নিজেদের খবর নিজেরা দিতে পারব সেদিন থেকেই সাইটে খবর পরিবেশন করা হবে তার পরও যাতে নাস্তিকদের পত্রিকা থেকে খবর পরিবেশিত না হয়। এই নাম গুলো আর দেখতে চাই না।

        মডারেটর ভাইদের বলছি নিজেদেরকে শক্তিশালী করুন ও নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করুন। অন্য কেহ যাতে বলে দিতে না হয়।

        এই ফোরামে কুফফার নিউজ সোর্সের জন্য আলাদা একটা শাখা আছে। সেখানে পর্যাপ্ত সতর্কতাসহ কুফফার নিউজ পোষ্ট করা যায়। তবে নিউজে কোন আপত্তিকর কথা থাকলে সেটা চিহ্নিত করে দেয়া দরকার।

        এছাড়া এই সকল পত্রিকাকে তাদেরকে যথাযথ বিশেষণে ডাকা দরকার। যেমনঃ কুফরপন্থী প্রথমআলো, হলুদআলো, ইত্যাদি।
        এর মাধ্যমে তাদের আসল চেহারা সবার কাছে উন্মুক্ত হবে ইনশাআল্লাহ।
        কথা ও কাজের পূর্বে ইলম

        Comment

        Working...
        X