পাকিস্তানে সামাজিক যোগাযোগমাধ্যমের ১০০ অ্যাকাউন্ট বন্ধ
রাষ্ট্রবিরোধী, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উসকানি ও ইসলামবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পাকিস্তানে সামাজিক যোগাযোগমাধ্যমের শতাধিক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানী ইসলামাবাদের পুলিশ এই উদ্যোগ নিয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) মাধ্যমে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সংস্থাটি ফেসবুক, টুইটার ও ইউটিউবের ১০৬টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে।
ইসলামাবাদ পুলিশের কর্মকর্তারা আরও জানিয়েছেন, রাষ্ট্রবিরোধী, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উসকানি ও ইসলামবিরোধী কর্মকাণ্ড খুঁজে পেয়েছিল পুলিশের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের প্রভিন্সিয়াল অব ভায়োলেন্ট এক্সট্রিমিজম ইউনিট (পিভিই)। এরপর এই পদক্ষেপ নেওয়া হয়। তাঁরা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিটি অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করেছে পিভিই। এসব অ্যাকাউন্ট থেকে বেআইনি কনটেন্ট (আধেয়) প্রচার করা হচ্ছিল।
অনলাইনভিত্তিক এসব কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে ২০৩টি টুইটার, ৩৮টি ফেসবুক ও একটি ইউটিব অ্যাকাউন্ট বন্ধে পরামর্শ দেওয়া হয়েছিল। পরে ১০৬টি অ্যাকাউন্ট বন্ধ করা দেওয়া হয়। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট এসব অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত এফআইএ–কে জানিয়েছিল। এরপর এফআইএ এসব অ্যাকাউন্ট বন্ধের পদক্ষেপ নেয়।
Comment