লাহোরে আত্মঘাতী হামলা: নিহত ৭২, টিটিপি'র দায় স্বীকার
পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর লাহোরের একটি পার্কের বাইরে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ২৯ জনই শিশু। মর্মান্তিক এ ঘটায় ২৩৩ জন আহত হয়েছে।
উদ্ধার কর্মকর্তা জাম সাজ্জাদ হুসাইন বলেছেন, লাহোরের খ্যাতনামা আবাসিক এলাকায় গুলশান-ই-ইকবাল পার্কের বাইরে রোববার সন্ধ্যায় এ বিস্ফোরণ ঘটেছে। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে তিনি জানিয়েছেন। হামলার পর পার্কের আশপাশে এবং আরও কয়েকটি এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে।
এদিকে, হামলাটি আত্মঘাতী ছিল বলে জানিয়েছেন ইকবাল শহরের পুলিশ সুপার ড. মোহাম্মদ ইকবাল। তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি'র একাংশ জামায়াতুল আহরার এ ন্যক্কারজনক হামলায় দায়িত্ব স্বীকার করেছে।
পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সালমান রফিক জানিয়েছেন, “আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি।”
স্থানীয় পুলিশ প্রধান হায়দার আশরাফ জানিয়েছেন, রোববার ইস্টার সানডে উপলক্ষে সরকারি ছুটি থাকায় বিকেলে অনেক মানুষ পরিবার নিয়ে পার্কে এসেছিল। বিস্ফোরণের সময় বহু মানুষ আতঙ্কে ছোটাছুটি করে পার্ক থেকে বেরিয়ে যান।
এ ঘটনার পরপরই পাঞ্জাব সরকার সেখানকার সব পার্ক বন্ধ করে দিয়েছে এবং রাজ্যে তিন দিনের শোক ঘোষণা করেছে। উদ্ভূত পরিস্থিতিতে বড় বড় বিপণী কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কেন্দ্রীয় শহর হচ্ছে লাহোর। পাঞ্জাব প্রদেশ সাধারণভাবে দেশটির অন্যান্য অংশের তুলনায় শান্ত থাকে।
এদিকে, পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ফোন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বোমা হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। কাপুরুষরা নারী ও শিশুদের ওপর হামলা করেছে বলে মন্তব্য করেন মোদি। এ শোকের সময় তার দেশ পাকিস্তানের পাশে রয়েছে বলেও জানান তিনি।
এ ছাড়া, এক বিবৃতিতে কঠোর ভাষায় বোমা হামলার নিন্দা করেছে আমেরিকা। হোয়াইট হাউজ থেকে এ বিবৃতি দেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র নেড প্রাইস।
পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর লাহোরের একটি পার্কের বাইরে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ২৯ জনই শিশু। মর্মান্তিক এ ঘটায় ২৩৩ জন আহত হয়েছে।
উদ্ধার কর্মকর্তা জাম সাজ্জাদ হুসাইন বলেছেন, লাহোরের খ্যাতনামা আবাসিক এলাকায় গুলশান-ই-ইকবাল পার্কের বাইরে রোববার সন্ধ্যায় এ বিস্ফোরণ ঘটেছে। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে তিনি জানিয়েছেন। হামলার পর পার্কের আশপাশে এবং আরও কয়েকটি এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে।
এদিকে, হামলাটি আত্মঘাতী ছিল বলে জানিয়েছেন ইকবাল শহরের পুলিশ সুপার ড. মোহাম্মদ ইকবাল। তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি'র একাংশ জামায়াতুল আহরার এ ন্যক্কারজনক হামলায় দায়িত্ব স্বীকার করেছে।
পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সালমান রফিক জানিয়েছেন, “আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি।”
স্থানীয় পুলিশ প্রধান হায়দার আশরাফ জানিয়েছেন, রোববার ইস্টার সানডে উপলক্ষে সরকারি ছুটি থাকায় বিকেলে অনেক মানুষ পরিবার নিয়ে পার্কে এসেছিল। বিস্ফোরণের সময় বহু মানুষ আতঙ্কে ছোটাছুটি করে পার্ক থেকে বেরিয়ে যান।
এ ঘটনার পরপরই পাঞ্জাব সরকার সেখানকার সব পার্ক বন্ধ করে দিয়েছে এবং রাজ্যে তিন দিনের শোক ঘোষণা করেছে। উদ্ভূত পরিস্থিতিতে বড় বড় বিপণী কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কেন্দ্রীয় শহর হচ্ছে লাহোর। পাঞ্জাব প্রদেশ সাধারণভাবে দেশটির অন্যান্য অংশের তুলনায় শান্ত থাকে।
এদিকে, পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ফোন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বোমা হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। কাপুরুষরা নারী ও শিশুদের ওপর হামলা করেছে বলে মন্তব্য করেন মোদি। এ শোকের সময় তার দেশ পাকিস্তানের পাশে রয়েছে বলেও জানান তিনি।
এ ছাড়া, এক বিবৃতিতে কঠোর ভাষায় বোমা হামলার নিন্দা করেছে আমেরিকা। হোয়াইট হাউজ থেকে এ বিবৃতি দেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র নেড প্রাইস।
Comment