দেশের সামাজিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোমবার সচিবালয়ে এক মাহফিলে (সংবাদ সম্মেলনে) শাইখুয যানাদিক মুফতে হাসানুল হক ইনু বলেন-
“আমার বয়স প্রায় সত্তরের কোটায়। আমার দিন শেষ। সামনের দিকে এগুচ্ছি। আমি যে কয়দিন বাঁচি, সে কয়দিন মিতু আর পুরোহিতদের মতো সাধারণ মানুষ যাতে মারা না যায়, সেই ব্যবস্থা করে যাব,” বলেন তিনি।
মৃত্যুভয়ে ভীত নন জানিয়ে ইনু বলেন, “একজন মুসলমান হিসেবে হায়াত-মউত আল্লাহর হাতে মনে করি। যারা আমার মৃত্যুর দিনক্ষণ ঠিক করে দিচ্ছেন, তারা খোদার উপর খোদকারি করছেন।
“মৃত্যুকে আমি ভয় পাই না। যেদিন মৃত্যু আছে, সেদিন ঘরের ভেতরে লুকিয়ে থাকলেও মৃত্যু হবে। জঙ্গিদের হাতে মৃত্যু থাকলে আমি সেটা ঠেকাতে পারব না। সাবধান থাকার দরকার, সাবধান আছি।”
“আমার বয়স প্রায় সত্তরের কোটায়। আমার দিন শেষ। সামনের দিকে এগুচ্ছি। আমি যে কয়দিন বাঁচি, সে কয়দিন মিতু আর পুরোহিতদের মতো সাধারণ মানুষ যাতে মারা না যায়, সেই ব্যবস্থা করে যাব,” বলেন তিনি।
মৃত্যুভয়ে ভীত নন জানিয়ে ইনু বলেন, “একজন মুসলমান হিসেবে হায়াত-মউত আল্লাহর হাতে মনে করি। যারা আমার মৃত্যুর দিনক্ষণ ঠিক করে দিচ্ছেন, তারা খোদার উপর খোদকারি করছেন।
“মৃত্যুকে আমি ভয় পাই না। যেদিন মৃত্যু আছে, সেদিন ঘরের ভেতরে লুকিয়ে থাকলেও মৃত্যু হবে। জঙ্গিদের হাতে মৃত্যু থাকলে আমি সেটা ঠেকাতে পারব না। সাবধান থাকার দরকার, সাবধান আছি।”
Comment