ডিএমপির সিটি ইউনিটের নতুন ভবন নির্মাণে ইসলামী ব্যাংকের অনুদান প্রদান
প্রকাশঃ ০৪-০৯-২০১৬, ৫:৪৩ অপরাহ্ণ | সম্পাদনাঃ ০৪-০৯-২০১৬, ৫:৪৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বব্যাপী ক্রমবিকাশমান সন্ত্রাসী কর্মকান্ড মোকাবিলায় বিভিন্ন দেশ সংঘবদ্ধভাবে ও আলাদাভাবে কাজ করে যাচ্ছে। সময়ের প্রয়োজনে গঠন করছে নতুন বাহিনী।
পশ্চিমা দেশে সংঘটিত সন্ত্রাসী কর্মকান্ডের সাথে বাংলাদেশ সংঘটিত কর্মকান্ডের হুবহু মিল নেই; তবে যোগসূত্র আছে। তাইতো, জঙ্গিবাদ মোকাবিলায় ও আন্তর্জাতিক অপরাধ দমনসহ সাইবার ক্রাইম প্রতিরোধে গত ১৫ ফেব্রুয়ারি যাত্রা শুরু হয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবগঠিত ইউনিট ‘কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি)’।
সন্ত্রাসবাদ, সন্ত্রাবাদে অর্থায়ন, সন্ত্রাসবাদে সহায়ক অপরাধগুলো প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা এ ইউনিটের মূল উদ্দেশ্য। এছাড়াও ইন্টেলিজেন্স কালেকশন, অপারেশন পরিচালনা, মামলা রুজু, মামলা তদন্ত এবং তদন্ত-উত্তর সন্ত্রাসীদের পর্যবেক্ষণে রাখার ওপর বিশেষ গুরুত্ব দিবে এই শাখাটি।
নবগঠিত শাখাটির অবকাঠামোগত উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে। সম্প্রতি সিটি ইউনিটের একটি নতুন ভবন নির্মাণের জন্যে আর্থিক অনুদান প্রদান করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)।
গত, ১ সেপ্টেম্বর ডিএমপিস্থ সিটি ইউনিটের কার্যালয়ে সিটি ইউনিটের প্রধান ও অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের কাছে অনুদানের চেকটি হস্তান্তর করেন আইবিবিএলের ইসি চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ। এসময় আইবিবিএলের এমডিসহ ডিএমপির উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লিংক
Comment