ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের উরিতে ভারতীয় সেনা দপ্তরে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সব সুযোগ কাজে লাগাতে চাইছে নয়াদিল্লি। এরই মধ্যে বাংলাদেশ জানিয়েছে, নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের চেতনা থাকবে।
সিএনএন-নিউজ-১৮’কে সাক্ষাতকার দেন ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মুয়াজ্জেম আলী। তিনি বলেন, ১৯৭১ সালের একজন মুক্তিযোদ্ধা হিসেবে, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতীয়দের পাশাপাশি থেকে আমরা যুদ্ধ করেছি। ১৯৭১ সালের চেতনা আমাদের সম্পর্কে থাক তা চাই আমি।
বাংলাদেশী রাষ্ট্রদূত আরও আশ্বস্ত করেন, যদি ঘটনাক্রমে ভারত পাকিস্তানকে সামরিকভাবে আঘাত হানার সিদ্ধান্ত নেয়, তাহলে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে উচ্চ রাজনৈতিক পর্যায়ে বিষয়টি নিয়ে পরামর্শ করা হবে।
তিনি বলেন, এটা একটি স্পর্শকাতর বিষয়। ঠিক এখন এটা কাল্পনিক। কিন্তু ঘনিষ্ঠ প্রতিবেশি এবং মিত্র ও বন্ধু হিসেবে আমরা একসঙ্গে কাজ করব।
আলী বলেন, আমাদের প্রধানমন্ত্রী দৃঢ়ভবে বাংলাদেশের অবস্থান জানিয়েছেন। সন্ত্রাসের প্রতি আমাদের শূন্য সহনশীলতার নীতি রয়েছে। এ কঠিন মুহূর্তে বাংলাদেশ ভারতের পাশে রয়েছে।
রাষ্ট্রদূত আরও বলেন, এই অঞ্চল থেকে সন্ত্রাসবাদ নির্মূলে বাংলাদেশ একত্রে কাজ অব্যাহত রাখবে। এ ঘটনায় ভারতীয় সংস্থাগুলোর তদন্ত সম্পন্নের অপেক্ষায় রয়েছে ঢাকা । তিনি বলেন, তারা তদন্ত শেষ করার পর আমরা শলা-পরামর্শ করতে বিষয়টি উচ্চ পর্যায়ে উত্থাপন করব।
সিএনএন-নিউজ-১৮’কে সাক্ষাতকার দেন ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মুয়াজ্জেম আলী। তিনি বলেন, ১৯৭১ সালের একজন মুক্তিযোদ্ধা হিসেবে, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতীয়দের পাশাপাশি থেকে আমরা যুদ্ধ করেছি। ১৯৭১ সালের চেতনা আমাদের সম্পর্কে থাক তা চাই আমি।
বাংলাদেশী রাষ্ট্রদূত আরও আশ্বস্ত করেন, যদি ঘটনাক্রমে ভারত পাকিস্তানকে সামরিকভাবে আঘাত হানার সিদ্ধান্ত নেয়, তাহলে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে উচ্চ রাজনৈতিক পর্যায়ে বিষয়টি নিয়ে পরামর্শ করা হবে।
তিনি বলেন, এটা একটি স্পর্শকাতর বিষয়। ঠিক এখন এটা কাল্পনিক। কিন্তু ঘনিষ্ঠ প্রতিবেশি এবং মিত্র ও বন্ধু হিসেবে আমরা একসঙ্গে কাজ করব।
আলী বলেন, আমাদের প্রধানমন্ত্রী দৃঢ়ভবে বাংলাদেশের অবস্থান জানিয়েছেন। সন্ত্রাসের প্রতি আমাদের শূন্য সহনশীলতার নীতি রয়েছে। এ কঠিন মুহূর্তে বাংলাদেশ ভারতের পাশে রয়েছে।
রাষ্ট্রদূত আরও বলেন, এই অঞ্চল থেকে সন্ত্রাসবাদ নির্মূলে বাংলাদেশ একত্রে কাজ অব্যাহত রাখবে। এ ঘটনায় ভারতীয় সংস্থাগুলোর তদন্ত সম্পন্নের অপেক্ষায় রয়েছে ঢাকা । তিনি বলেন, তারা তদন্ত শেষ করার পর আমরা শলা-পরামর্শ করতে বিষয়টি উচ্চ পর্যায়ে উত্থাপন করব।
Comment