Announcement

Collapse
No announcement yet.

যুদ্ধপ্রস্তুতি! ২২টি জাতীয় সড়ককে এয়ারস্ট্রিপ করছে ভারত। গযওয়াতুল হিন্দের জন্য আপনি 

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • যুদ্ধপ্রস্তুতি! ২২টি জাতীয় সড়ককে এয়ারস্ট্রিপ করছে ভারত। গযওয়াতুল হিন্দের জন্য আপনি 


    ভারতজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন জাতীয় সড়কের উপর যুদ্ধবিমান নামানোর প্রস্তুতি নিতে শুরু করেছে দেশটি। বিভিন্ন জাতীয় সড়কের উপর অন্তত ২২টি জায়গা ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে বলে দেশটির কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে দেশটির বিভিন্ন মিডিয়া খবর প্রকাশ করেছে।
    সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ি জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে হাইওয়ে এয়ারস্ট্রিপ তৈরির প্রস্তাব এসেছে। প্রতরক্ষা মন্ত্রণালয় চায়, জাতীয় সড়কগুলির কিছু কিছু অংশকে এমনভাবে তৈরি করা হোক, যাতে প্রয়োজন অনুসারে সেগুলিকে বিমানঘাঁটি হিসেবে ব্যবহার করা যায়।
    হাইওয়ের যে অংশকে এয়ারস্ট্রিপ হিসেবে ব্যবহার করা হয়, সেই অংশকে একটু বিশেষভাবে তৈরি করতে হয়। সেই অংশে অ্যাসফল্টের আস্তরণ অন্যান্য অংশের চেয়ে পুরু হয়। তলায় কংক্রিটের ভিত থাকে। যেকোনো সময় যাতে ওই সব রানওয়েতে যুদ্ধবিমান অবতরণ করানো যায়, তার জন্য সিগন্যালিং এবং এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের পরিকাঠামোও তৈরি রাখা হয়। দেশের যে অংশে বিমানঘাঁটি নেই, যুদ্ধের সময় সেই সব এলাকা থেকেও যাতে বিমানবাহিনী কাজ চালাতে পারে, তার জন্যই এই ধরনের পরিকাঠামো তৈরি করা হয়।
    হাইওয়ে এয়ারস্ট্রিপ তৈরি করার জন্য সড়ক পরিবহণ মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাদের নিয়ে ইতিমধ্যেই একটি কমিটি গঠিত হয়েছে বলে দেশটির সাউথ ব্লক সূত্রের খবর। গডকড়ি জানিয়েছেন, তাঁর মন্ত্রক খুব শিগগিরই প্রতিরক্ষা মন্ত্রণালয়কে একটি বৈঠকে ডাকতে চলেছে। দেশের ঠিক কোন কোন অংশে হাইওয়ে এয়ারস্ট্রিপ তৈরি করা হবে, ওই বৈঠকেই তা চূড়ান্ত করা হবে।
    রাজস্থানে জাতীয় সড়কের উপর এই রকম একটি এয়ারস্ট্রিপ ইতিমধ্যেই রয়েছে। প্রয়োজন পড়লেই ট্র্যাফিক নিয়ন্ত্রণে এনে সেখানে যুদ্ধবিমান নামানো সম্ভব। উত্তরপ্রদেশের মথুরার কাছে যমুনা এক্সপ্রেসওয়েতেও গত বছর পরীক্ষামূলকভাবে যুদ্ধবিমান নামানো হয়েছে। ভারতীয় বিমানবাহিনীর হাতে থাকা অন্যতম সেরা যুদ্ধবিমান মিরাজ-২০০০ নামানো হয়েছিল যমুনা এক্সপ্রেসওয়েতে। উড্ডয়ন বা অবতরণ, কোনো ক্ষেত্রেই যমুনা এক্সপ্রেসওয়েকে পুরোদস্তুর রানওয়ের মতো ব্যবহার করতে মিরাজ-২০০০ যুদ্ধবিমানের সমস্যা হয়নি।
    ভারতীয় বিমানবাহিনীর পাঁচটি অপারেশনাল কম্যান্ড রয়েছে। প্রতিটি কম্যান্ডই তাদের এলাকায় হাইওয়ে এয়ারস্ট্রিপের জন্য জায়গা চিহ্নিত করতে শুরু করেছে বলে খবর। বিমানবাহিনীর এক শীর্ষ কর্তাকে উদ্ধৃত করে প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটি আগেই জানিয়েছিল সে কথা। ঠিক কোন কোন হাইওয়েতে যুদ্ধবিমান অবতরণের জন্য রানওয়ে তৈরির কথা ভাবা হয়েছে, তা জানানো হয়নি। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের খবর, রাজস্থান, পঞ্জাব, জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়সহ বেশ কয়েকটি রাজ্যে হাইওয়ে এয়ারস্ট্রিপের জন্য জায়গা চিহ্নিত হয়েছে।
    পাকিস্তানের বিমানঘাঁটির সংখ্যা ভারতের তুলনায় অনেক কম। তাই অনেক হাইওয়েকেই তারা এয়ারস্ট্রিপ হিসেবে ব্যবহার করে। ভারতের হাতে পর্যাপ্ত বিমানঘাঁটি রয়েছে। তবে তা সত্ত্বেও হাইওয়েতে যুদ্ধবিমান নামানোর ব্যবস্থা তৈরি রাখতে উদ্যোগী হয়েছে নয়াদিল্লি। [সূত্রঃ নয়া দিগন্ত,১৮-১০-২০১৬ ]

  • #2


    الَّذِينَ قَالَ لَهُمُ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ [٣:١٧٣]
    যাদেরকে লোকেরা বলেছে যে, তোমাদের সাথে মোকাবেলা করার জন্য লোকেরা সমাবেশ করেছে বহু সাজ-সরঞ্জাম; তাদের ভয় কর। তখন তাদের বিশ্বাস আরও দৃঢ়তর হয়ে যায় এবং তারা বলে, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট; কতই না চমৎকার কামিয়াবীদানকারী। (সূরাঃআল-ইমরান, আয়াতঃ১৭৩)

    وَلَمَّا رَأَى الْمُؤْمِنُونَ الْأَحْزَابَ قَالُوا هَٰذَا مَا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ وَصَدَقَ اللَّهُ وَرَسُولُهُ ۚ وَمَا زَادَهُمْ إِلَّا إِيمَانًا وَتَسْلِيمًا [٣٣:٢٢]
    যখন মুমিনরা শক্রবাহিনীকে দেখল, তখন বলল, আল্লাহ ও তাঁর রসূল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তাঁর রসূল সত্য বলেছেন। এতে তাদের ঈমান ও আত্নসমর্পণই বৃদ্ধি পেল। (সুরাঃআল-আহজাব, আয়াতঃ২২)
    Last edited by Amer ibn Abdullah; 10-18-2016, 04:43 PM.
    "মদীনাবাসী ও পাশ্ববর্তী পল্লীবাসীদের উচিত নয় রসূলুল্লাহর সঙ্গ ত্যাগ করে পেছনে থেকে যাওয়া এবং রসূলুল্লাহর প্রাণ থেকে নিজেদের প্রাণকে অধিক প্রিয় মনে করা। এটি এজন্য যে, আল্লাহর পথে যে তৃষ্ণা, ক্লান্তি ও ক্ষুধা তাদের স্পর্শ করে এবং তাদের এমন পদক্ষেপ যা কাফেরদের মনে ক্রোধের কারণ হয় আর শত্রুদের পক্ষ থেকে তারা যা কিছু প্রাপ্ত হয়-তার প্রত্যেকটির পরিবর্তে তাদের জন্য লিখিত হয়ে নেক আমল। নিঃসন্দেহে আল্লাহ সৎকর্মশীল লোকদের হক নষ্ট করেন না।"(সূরাঃতাওবা,আয়াতঃ১২০)

    Comment


    • #3
      ইনশাআল্লাহ ভাই গযওয়াতুল হিন্দের জন্য আমি প্রস্তুত আছি
      “মাছের জন্য যেমন পানি প্রয়োজন
      তেমনি মুজাহিদিনের জন্য জনগণের সমর্থন প্রয়োজন'

      Comment


      • #4
        সত্তি-ই বলতে ভাই " প্রস্তুত আছি ইনশাআল্লাহ্* " এই শব্দটা বলতে বিন্দুমাত্র দ্বিধান্বিত হই না কিন্তু যথাযথ প্রস্তুতির যে খুব-ই কমতি বা স্বীয় গাফিলতি রয়েছে তাও অস্বীকার করি না ।। তাই হে আমার রব আপনি আমাকে ও আমাদেরকে প্রস্তুত করে দিন আপানার শত্রুদের মকেবেলার জন্য আর আপনি আমাদের কল্যাণকর যোগ্যতা বাড়িয়ে দিন কেননা আপনি-ই যে আমাদের একমাত্র অভিভাবক আর আপনি দুর্বল মুমিনের চাইতে সবল মুমিনকেই অধিক পছন্দ করে থাকেন ...
        হে সম্মানিত শাম, আত্মমর্যাদাশীল খোরাসান আর বরকতময় গাজওয়ায়ে হিন্দ তথা সাড়া বিশ্বের মুজাহিদীন

        আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও, তবে তোমরাই জয়ী হবে।
        আলে ইমরান (১৩৯)

        Comment


        • #5
          শারীরিক প্রস্তুতির চেয়ে ঈমানিক প্রস্তুতি বেশী প্রয়োজন। কারণ শারীরিক প্রস্তুতি বেরহতে বারন করেনা, কিন্তু ঈমানি প্রস্তুতির কমতি, বেরহতে বারনকরে।।

          Comment


          • #6
            সত্তি-ই বলতে ভাই " প্রস্তুত আছি ইনশাআল্লাহ্* " এই শব্দটা বলতে বিন্দুমাত্র দ্বিধান্বিত হই না কিন্তু যথাযথ প্রস্তুতির যে খুব-ই কমতি বা স্বীয় গাফিলতি রয়েছে তাও অস্বীকার করি না ।। তাই হে আমার রব আপনি আমাকে ও আমাদেরকে প্রস্তুত করে দিন আপানার শত্রুদের মকেবেলার জন্য আর আপনি আমাদের কল্যাণকর যোগ্যতা বাড়িয়ে দিন কেননা আপনি-ই যে আমাদের একমাত্র অভিভাবক আর আপনি দুর্বল মুমিনের চাইতে সবল মুমিনকেই অধিক পছন্দ করে থাকেন ...
            Ameen .................

            Comment


            • #7
              ব্যাপারটা কি?

              একটি বিষয়ে অবাক হই মুশরিকদের কানে গযওয়াতুল হিন্দের আওয়াজ পৌঁছার পর তারা বিষয়টাকে গুরুত্বের সাথে নিয়ে নড়েচড়ে উঠেছে। মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর উলামা নামে বিশেষিত একটা শ্রেণী এ বিষয়ক হাদীসগুলো পড়ার পরও নড়েচড়ে উঠছে না। তবে কি তারা...!!!
              سبيلنا سبيلنا الجهاد الجهاد
              طريقنا طريقنا الجهاد الجهاد

              Comment

              Working...
              X