দামেস্ক: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘আমি নিয়মিত ঘুমাই, কাজ করি, খাই এমনকি খেলিও।
সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আসাদকে প্রশ্ন করা হয়েছিলো, বিরামহীন যুদ্ধে আপনার দেশে প্রতিদিনই অসংখ্য শিশু মরে যাচ্ছে, এ অবস্থায় আপনি কি ঘুমাতে পারেন?
উত্তরে আসাদ সহাস্যে হেসে উঠে জানালেন, তার ঘুম ভালোই হয়। বললেন, ‘কয়েক লাখ সাধারণ নাগরিকের মৃত্যুর জন্য সন্ত্রাসীরাই দায়ী।’ এসময় সাংবাদিকের চোখে চোখ রেখে তিনি আরো বলেন, ‘আমরা যুদ্ধ নিয়ে কথা বলছি, দানশীলতা নিয়ে নয়।’
#http://www.rtnn.net/bangla/newsdetail/detail/8/7/160417
Comment