পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তের বছর আগে ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ করায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে তিন বোন।
বৃহস্পতিবার ডন নিউজ জানায়, শিয়ালকোট জেলার পাসরুর শহরের নানগাল মির্জা গ্রামে বুধবার এ ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহভাজন আমনা, আফসান এবং রাজিয়া নামে তিন বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ঐ তিন বোন বোরকা পরে মাজহার হুসাইন সৈয়দ নামে এক হুজুরের বাসায় যান এবং তাদের জন্য দোয়া করার জন্য অনুরোধ করেন। তারা মাজহারকে জিজ্ঞাসা করেন, তার ছেলে ফজল আব্বাস বিদেশ থেকে ফিরেছে কিনা। মাজহার জানান, সম্প্রতি তার ছেলে বেলজিয়াম থেকে ফিরে এসেছে। একটু পর ৪৫ বছর বয়সী আব্বাস তাদের সামনে আসেন। তখন তিন বোন তাদের সঙ্গেআনা পিস্তল দিয়ে আব্বাসকে গুলি করেন। ঘটনাস্থলেই মারা যায় আব্বাস। হত্যার পর আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ শ্লোগান দিতে থাকে তিন বোন। তারা বলেন, অবশেষে একজন ধর্মীয় কটাক্ষকারীকে খুন করতে সক্ষম হয়েছেন।
অভিযুক্ত তিন বোন পুলিশকে জানায়, ২০০৪ সালে আব্বাস হযরত মোহাম্মদ(সাঃ)-কে নিয়ে বাজে কথা বলেন। আমরা তখন অনেক ছোট ছিলাম তাই তাকে হত্যা করতে পারিনি।
পুলিশ নিশ্চিত করেছে, ২০০৪ সালে হযরত মোহাম্মদ(সাঃ)-কে নিয়ে বিরূপ মন্তব্য করায় পাসরুর পুলিশ স্টেশনে একটি মামলা করা হয়। কিন্তু তখন আব্বাস বিদেশ পালিয়ে যায়। সম্প্রতি আব্বাস পাকিস্তানে ফিরে আসেন এবং গ্রেপ্তার এড়াতে স্থানীয় আদালত থেকে জামিন নেন। পাসরুর সিভিল হাসপাতালে আব্বাসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
http://www.dhakatimes24.com/2017/04/...A6%AF%E0%A6%BE
বৃহস্পতিবার ডন নিউজ জানায়, শিয়ালকোট জেলার পাসরুর শহরের নানগাল মির্জা গ্রামে বুধবার এ ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহভাজন আমনা, আফসান এবং রাজিয়া নামে তিন বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ঐ তিন বোন বোরকা পরে মাজহার হুসাইন সৈয়দ নামে এক হুজুরের বাসায় যান এবং তাদের জন্য দোয়া করার জন্য অনুরোধ করেন। তারা মাজহারকে জিজ্ঞাসা করেন, তার ছেলে ফজল আব্বাস বিদেশ থেকে ফিরেছে কিনা। মাজহার জানান, সম্প্রতি তার ছেলে বেলজিয়াম থেকে ফিরে এসেছে। একটু পর ৪৫ বছর বয়সী আব্বাস তাদের সামনে আসেন। তখন তিন বোন তাদের সঙ্গেআনা পিস্তল দিয়ে আব্বাসকে গুলি করেন। ঘটনাস্থলেই মারা যায় আব্বাস। হত্যার পর আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ শ্লোগান দিতে থাকে তিন বোন। তারা বলেন, অবশেষে একজন ধর্মীয় কটাক্ষকারীকে খুন করতে সক্ষম হয়েছেন।
অভিযুক্ত তিন বোন পুলিশকে জানায়, ২০০৪ সালে আব্বাস হযরত মোহাম্মদ(সাঃ)-কে নিয়ে বাজে কথা বলেন। আমরা তখন অনেক ছোট ছিলাম তাই তাকে হত্যা করতে পারিনি।
পুলিশ নিশ্চিত করেছে, ২০০৪ সালে হযরত মোহাম্মদ(সাঃ)-কে নিয়ে বিরূপ মন্তব্য করায় পাসরুর পুলিশ স্টেশনে একটি মামলা করা হয়। কিন্তু তখন আব্বাস বিদেশ পালিয়ে যায়। সম্প্রতি আব্বাস পাকিস্তানে ফিরে আসেন এবং গ্রেপ্তার এড়াতে স্থানীয় আদালত থেকে জামিন নেন। পাসরুর সিভিল হাসপাতালে আব্বাসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
http://www.dhakatimes24.com/2017/04/...A6%AF%E0%A6%BE
Comment