ব্লগারদের ‘বৈশ্বিক হিটলিস্ট’ ভুয়া, দাবি আনসারুল্লাহ মিডিয়ার
প্রকাশিত: ২০১৫-০৯-৩০ ১৮:০২:৪৭
আপডেট: ২০১৫-০৯-৩০ ১৮:০৯:৫০
সিলেটটুডে ওয়েব ডেস্ক:
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নামে প্রকাশিত তথাকথিত "বৈশ্বিক হিটলিস্ট" এর সাথে এই উগ্রবাদি সংগঠনটির সম্পর্ক নেই বলে জানিয়েছে তারা। আনসারুল্লাহ বাংলা টিমের প্রতিনিধিত্ব দাবিকরা ওয়েবসাইট দাওয়াহিল্লাহ ডট নেটে প্রকাশিত দ্যা গ্লোবাল ইসলামিক মিডিয়া ফ্রন্ট এর পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
তারা সেখানে উল্লেখ্য করেছে, "সাম্প্রতি ভাড়াটে মিডিয়া আনসারুল্লাহ বাংলা টিমকে জড়িয়ে তথাকথিত “বৈশ্বিক লেখক ও ব্লগারদের হিটলিস্ট” প্রকাশ করেছে। তারা কি এতোটা মিথ্যা বলেও ক্লান্ত নয়?
আমরা পূর্বেও বলেছি, এবং আবারো বলছি, গ্লোবাল ইসলামিক মিডিয়া ফ্রন্ট (GIMF) ই আনসারুল্লাহ বাংলা টিমের একমাত্র দাপ্তরিক প্রচার মাধ্যম। সুতরাং, GIMF ছাড়া আনসারুল্লাহ বাংলা টিম সম্পর্কীয় কোন বিবৃতি, সংবাদ প্রকাশ, অথবা কলাম প্রকাশ হলে তা গ্রহণযোগ্য হবে না এবং মিথ্যা বলে গণ্য হবে।
"
দেশের গণমাধ্যমের উদ্দেশ্যে সম্প্রতি আলোচনায় থাকা এই ধর্মীয় উগ্রবাদি সংগঠন বলেছে-
"আমরা আবারো মিডিয়াকে তাদের দায়িত্ববোধ বজায় রাখতে বলব এবং জনগণকে প্রতারিত না করে, মিথ্যা বিবৃতি প্রকাশের পূর্বে খবরের সূত্র অনুসন্ধান ও নিশ্চিত করুন।
"
তারা উল্লেখ্য করে "আমরা পুনরায় বলছি, আনসারুল্লাহ বাংলা টিমের সত্যায়িত সূত্রগুলো হল al-Fida’a, Shamoukh al-Islam ফোরামে GIMF এর অ্যাকাউন্ট এবং টুইটারে @J_Eielamiya3. (https://twitter.com/J_Eielamiya3) "
সম্প্রতি একাধিক গণমাধ্যমে বিভিন্ন দেশে থাকা ব্লগারদের একটি হুমকির তালিকা প্রকাশ হয়। সেসব সংবাদে বলা হয় আনসারুল্লাহ বাংলা টিম বিভিন্ন দেশে থাকা এসব ব্লগারদের হত্যা করার জন্য হিটলিস্ট প্রকাশ করেছে।
এদিকে হুমকির ভুয়া তালিকা সম্পর্কে ব্লগার আরিফুর রহমান বলেছেন-
আন্তর্জাতিক হত্যা তালিকা বলে যে ভন্ডামিটা করা হয়েছে গেলো কিছুদিন, তা ভুয়া প্রমানিত হয়েছে।
বিস্তারিত বলছি না, তবে এ ধরনের লিস্ট তৈরি করে ফায়দা হাসিলের চেষ্টা করে প্রকৃত নাস্তিকদের বিপদে ফেলবেন না। তালিকায় পাঁচটা চরিত্র ছিলো যারা নাস্তিক নয়। কেউ কেউ হিজাবের মাহাত্ম্য প্রচার করে, কেউ নাস্তিকদের জারজ বলে গালি দেয়, কেউ বা জঙ্গীদের চেয়েও বড়ো মুসলিম।
যদি কেউ এসাইলাম পাবার উদ্দেশ্যে এই লিস্ট তৈরি করে থাকে, তাদের প্রতি ঘৃনা থাকলো। প্রকৃত বিপদগ্রস্থদের আরো বিপদে ফেলবার এই দায়িত্বজ্ঞাণহীন চর্চার জন্য আর কোন সাংবাদিক তাদের বিশ্বাস করবে না।
একজন বাংলাদেশী হিসেবে এদের অপকর্মের জন্য লজ্জিত। আমার ধারনা যতদুর সম্ভব নাস্তিকদের বিপদে ফেলতে সরকারী / ইসলামিস্ট এসব চরিত্র এই কুকর্মে লিপ্ত হয়েছে।
প্রকাশিত: ২০১৫-০৯-৩০ ১৮:০২:৪৭
আপডেট: ২০১৫-০৯-৩০ ১৮:০৯:৫০
সিলেটটুডে ওয়েব ডেস্ক:
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নামে প্রকাশিত তথাকথিত "বৈশ্বিক হিটলিস্ট" এর সাথে এই উগ্রবাদি সংগঠনটির সম্পর্ক নেই বলে জানিয়েছে তারা। আনসারুল্লাহ বাংলা টিমের প্রতিনিধিত্ব দাবিকরা ওয়েবসাইট দাওয়াহিল্লাহ ডট নেটে প্রকাশিত দ্যা গ্লোবাল ইসলামিক মিডিয়া ফ্রন্ট এর পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
তারা সেখানে উল্লেখ্য করেছে, "সাম্প্রতি ভাড়াটে মিডিয়া আনসারুল্লাহ বাংলা টিমকে জড়িয়ে তথাকথিত “বৈশ্বিক লেখক ও ব্লগারদের হিটলিস্ট” প্রকাশ করেছে। তারা কি এতোটা মিথ্যা বলেও ক্লান্ত নয়?
আমরা পূর্বেও বলেছি, এবং আবারো বলছি, গ্লোবাল ইসলামিক মিডিয়া ফ্রন্ট (GIMF) ই আনসারুল্লাহ বাংলা টিমের একমাত্র দাপ্তরিক প্রচার মাধ্যম। সুতরাং, GIMF ছাড়া আনসারুল্লাহ বাংলা টিম সম্পর্কীয় কোন বিবৃতি, সংবাদ প্রকাশ, অথবা কলাম প্রকাশ হলে তা গ্রহণযোগ্য হবে না এবং মিথ্যা বলে গণ্য হবে।
"
দেশের গণমাধ্যমের উদ্দেশ্যে সম্প্রতি আলোচনায় থাকা এই ধর্মীয় উগ্রবাদি সংগঠন বলেছে-
"আমরা আবারো মিডিয়াকে তাদের দায়িত্ববোধ বজায় রাখতে বলব এবং জনগণকে প্রতারিত না করে, মিথ্যা বিবৃতি প্রকাশের পূর্বে খবরের সূত্র অনুসন্ধান ও নিশ্চিত করুন।
"
তারা উল্লেখ্য করে "আমরা পুনরায় বলছি, আনসারুল্লাহ বাংলা টিমের সত্যায়িত সূত্রগুলো হল al-Fida’a, Shamoukh al-Islam ফোরামে GIMF এর অ্যাকাউন্ট এবং টুইটারে @J_Eielamiya3. (https://twitter.com/J_Eielamiya3) "
সম্প্রতি একাধিক গণমাধ্যমে বিভিন্ন দেশে থাকা ব্লগারদের একটি হুমকির তালিকা প্রকাশ হয়। সেসব সংবাদে বলা হয় আনসারুল্লাহ বাংলা টিম বিভিন্ন দেশে থাকা এসব ব্লগারদের হত্যা করার জন্য হিটলিস্ট প্রকাশ করেছে।
এদিকে হুমকির ভুয়া তালিকা সম্পর্কে ব্লগার আরিফুর রহমান বলেছেন-
আন্তর্জাতিক হত্যা তালিকা বলে যে ভন্ডামিটা করা হয়েছে গেলো কিছুদিন, তা ভুয়া প্রমানিত হয়েছে।
বিস্তারিত বলছি না, তবে এ ধরনের লিস্ট তৈরি করে ফায়দা হাসিলের চেষ্টা করে প্রকৃত নাস্তিকদের বিপদে ফেলবেন না। তালিকায় পাঁচটা চরিত্র ছিলো যারা নাস্তিক নয়। কেউ কেউ হিজাবের মাহাত্ম্য প্রচার করে, কেউ নাস্তিকদের জারজ বলে গালি দেয়, কেউ বা জঙ্গীদের চেয়েও বড়ো মুসলিম।
যদি কেউ এসাইলাম পাবার উদ্দেশ্যে এই লিস্ট তৈরি করে থাকে, তাদের প্রতি ঘৃনা থাকলো। প্রকৃত বিপদগ্রস্থদের আরো বিপদে ফেলবার এই দায়িত্বজ্ঞাণহীন চর্চার জন্য আর কোন সাংবাদিক তাদের বিশ্বাস করবে না।
একজন বাংলাদেশী হিসেবে এদের অপকর্মের জন্য লজ্জিত। আমার ধারনা যতদুর সম্ভব নাস্তিকদের বিপদে ফেলতে সরকারী / ইসলামিস্ট এসব চরিত্র এই কুকর্মে লিপ্ত হয়েছে।
Comment