Announcement

Collapse
No announcement yet.

এবার নেকাবের বিধান তুলে নিল সৌদি আরবের সাধারণ আদালত!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • এবার নেকাবের বিধান তুলে নিল সৌদি আরবের সাধারণ আদালত!

    নারীদের জন্য মুখ ঢাকা নেকাবের বদলে মাথা ঢাকা হিজাবের শর্ত নির্ধারণ করে দিল সৌদি আরবের রাজধানী রিয়াদের জেনারেল কোর্ট। বুধবার এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী উর্দু পত্রিকা দৈনিক জং।

    শর্ত অনুযায়ী, সাধারণ আদালতে আগমনকারী নারীদের শরীয়ত অনুমোদিত হিজাব (দেহ ঢাকার বস্ত্র) পরলেই হবে। এর মধ্য দিয়ে রিয়াদের জেনারেল কোর্ট চেহারা ঢেকে নারীদের কোর্টে আসার শর্ত প্রত্যাহার করে নিল। শুধু হিজাব পরে মাথা ঢাকলেই চলবে।

    কয়েকদিন আগে রিয়াদের আদালতে এক মহিলা আইনজীবী জজের সামনে চেহারা খুলে মোকাদ্দমা লড়তে আসেন। এ কারণে জজ তাকে আদালত থেকে বেরিয়ে যাওয়ার আদেশ দেন। এতে আদালতপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

    পরে ওই মহিলা আইনজীবী উচ্চ আদালতের তত্ত্বাবধায়কের কাছে জজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে মহিলা আইনজীবীকে বিভিন্ন ভুলে আক্রান্ত বলেও আখ্যা দিয়েছিল। সূত্র : পরিবর্তন


  • #2
    আল্লাহ, আমাদের হক্বের উপর অটল থাকার তাওফিক দান করুন, আপনার প্রিয় রাসূলের ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ভূমীকে হিফাজত করুন।আমিন।

    Comment

    Working...
    X