আফগানিস্তানের যাবুল প্রদেশে মহাসড়ক অবরুদ্ধ করে হামলা: ২ চেকপোস্ট দখল, ২৯ সন্ত্রাসী সেনা নিহত
শত্রুদের আসা-যাওয়ার পথ রুদ্ধ করতে যাবুল প্রদেশের সদর মাকাম কালাত শহর সংলগ্ন এলাকায় মহাসড়কের প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছেন ইমারতে ইসলামিয়ার তালেবান মুজাহিদগণ।
আল ইমারাহ অনলাইন বার্তা সংস্থার বরাতে জানা যায়, রোজ বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৭টা বাজে, শহর সাফা জেলা থেকে শুরু করে শাহ জোয়ি জেলা পর্যন্ত কাবুল-কান্দাহার হাইওয়ে রোড বন্দ করে দিয়েছেন তালেবান মুজাহিদগণ। যাতে বহিরাগত শত্রুরা উল্লেখিত জেলাসমূহে প্রবেশ করতে না পারে।
এদিকে, সন্ত্রাসী সেনারা প্রাদেশিক রাজধানী কালাত শহর সংলগ্ন এলাকায় প্রবেশ করার চেষ্টা করলে মুজাহিদগণ তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দেন। এসময় মুজাহিদগণের হামলায় সামরিক ট্যাংক ধ্বংস হয়ে তাতে আরোহী শত্রুসেনারা ক্ষতির সম্মুখীন হয়।
উল্লেখ্য, মহাসড়ক এখনো অবরুদ্ধ রয়েছে।
অন্যদিকে, শানকায়ি জেলা থেকে সংবাদ পাওয়া যায়, শুক্রবার রাত আনুমানিক ১০টা বাজে পাশাইবন্দ এলাকায় অবস্থিত শত্রুদের চেকপোস্টসমূহে হামলা চালিয়েছেন মুজাহিদগণ। ফলে, ২ চেকপোস্ট বিজয় হয়েছে। ৩ ট্যাংক ও ১ রেঞ্জার গাড়ী ধ্বংস হয়েছে। এছাড়াও ২৯ মুর্তাদ পুলিশ ও সেনা নিহত হয়েছে।
উক্ত হামলায় মুজাহিদগণ, ২ মর্টার তোপসহ ২২ বিভিন্ন প্রকারের হালকা ও ভারী যুদ্ধাস্ত্র গণিমত লাভ করেছেন।
সূত্র:http://gazwah.net/?p=14884
শত্রুদের আসা-যাওয়ার পথ রুদ্ধ করতে যাবুল প্রদেশের সদর মাকাম কালাত শহর সংলগ্ন এলাকায় মহাসড়কের প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছেন ইমারতে ইসলামিয়ার তালেবান মুজাহিদগণ।
আল ইমারাহ অনলাইন বার্তা সংস্থার বরাতে জানা যায়, রোজ বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৭টা বাজে, শহর সাফা জেলা থেকে শুরু করে শাহ জোয়ি জেলা পর্যন্ত কাবুল-কান্দাহার হাইওয়ে রোড বন্দ করে দিয়েছেন তালেবান মুজাহিদগণ। যাতে বহিরাগত শত্রুরা উল্লেখিত জেলাসমূহে প্রবেশ করতে না পারে।
এদিকে, সন্ত্রাসী সেনারা প্রাদেশিক রাজধানী কালাত শহর সংলগ্ন এলাকায় প্রবেশ করার চেষ্টা করলে মুজাহিদগণ তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দেন। এসময় মুজাহিদগণের হামলায় সামরিক ট্যাংক ধ্বংস হয়ে তাতে আরোহী শত্রুসেনারা ক্ষতির সম্মুখীন হয়।
উল্লেখ্য, মহাসড়ক এখনো অবরুদ্ধ রয়েছে।
অন্যদিকে, শানকায়ি জেলা থেকে সংবাদ পাওয়া যায়, শুক্রবার রাত আনুমানিক ১০টা বাজে পাশাইবন্দ এলাকায় অবস্থিত শত্রুদের চেকপোস্টসমূহে হামলা চালিয়েছেন মুজাহিদগণ। ফলে, ২ চেকপোস্ট বিজয় হয়েছে। ৩ ট্যাংক ও ১ রেঞ্জার গাড়ী ধ্বংস হয়েছে। এছাড়াও ২৯ মুর্তাদ পুলিশ ও সেনা নিহত হয়েছে।
উক্ত হামলায় মুজাহিদগণ, ২ মর্টার তোপসহ ২২ বিভিন্ন প্রকারের হালকা ও ভারী যুদ্ধাস্ত্র গণিমত লাভ করেছেন।
সূত্র:http://gazwah.net/?p=14884
Comment