ত্রিপোলে পানি সংকটে ২৫ লাখ লিবিয়ান জনগণ !
সূত্র:http://gazwah.net/?p=22689
লিবিয়াতে জালিম হাফতারের সন্ত্রাসী বাহিনী দেশটির উপকূলীয় রাজধানী ত্রিপোলীর পানির প্রধান পাইপলাইন বিচ্ছিন্ন করে দিয়েছে। যার ফলে হাফতার বাহিনী দ্বারা অবরুদ্ধ ত্রিপোলীর জনগণের ভেগান্তি আরও বহু মাত্রায় বেড়ে গেছে। পনি সংকটে পড়েছেন প্রায় ২৫ লাখ জনগণ।
পানির সংযোগ বিচ্ছিন্ন করাকে যু্দ্ধাপরাধ হিসেবেই গণ্য করা হলেও হাফতারের বাহিনী এই জগন্য কাজটিও করে যাচ্ছে।
অন্যদিকে, হাফতারকে সমর্থন দিয়ে যাচ্ছে মুসলিমদের পবিত্র ভূমি দখলকারী আলে সৌদ ও তাদের অনুসারী দরবারী উলামারা !
হাফতার বাহিনী প্রায় এক মাস আগে ত্রিপোল অভিমুখে অভিযান শুরু করলে প্রায় ১০০০ সাধারণ জনগণ নিহত হন, আহত হন আরো কয়েক হাজার।
অন্যদিকে, গত কয়েক সপ্তাহ যাবত ত্রিপোলীকে অবরোধ করে রেখেছে হাফতারের বাহিনী। আর এমন অবস্থাতেই ত্রিপোলের সাধারণ জনতাকে নানাধরণের ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে।
পানির সংযোগ বিচ্ছিন্ন করাকে যু্দ্ধাপরাধ হিসেবেই গণ্য করা হলেও হাফতারের বাহিনী এই জগন্য কাজটিও করে যাচ্ছে।
অন্যদিকে, হাফতারকে সমর্থন দিয়ে যাচ্ছে মুসলিমদের পবিত্র ভূমি দখলকারী আলে সৌদ ও তাদের অনুসারী দরবারী উলামারা !
হাফতার বাহিনী প্রায় এক মাস আগে ত্রিপোল অভিমুখে অভিযান শুরু করলে প্রায় ১০০০ সাধারণ জনগণ নিহত হন, আহত হন আরো কয়েক হাজার।
অন্যদিকে, গত কয়েক সপ্তাহ যাবত ত্রিপোলীকে অবরোধ করে রেখেছে হাফতারের বাহিনী। আর এমন অবস্থাতেই ত্রিপোলের সাধারণ জনতাকে নানাধরণের ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে।
সূত্র:http://gazwah.net/?p=22689
Comment