কুন্দুজের প্রাদেশিক রাজধানী বিজয়ের লক্ষ্যে ব্যাপক অভিযান শুরু করেছেন তালেবান মুজাহিদগণ।
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজের প্রাদেশিক রাজধানী বিজয়ের লক্ষ্যে আজ ভোর রাত হতে ব্যাপক অভিযান শুরু করেছেন ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জানবায তালেবান মুজাহিদগণ।
মুজাহিদিনগন চারদিক থেকে অবরুদ্ধ করে শহরের উপকণ্ঠে এসে পৌঁছেগেছেন, এখন শহরের ১কি.মি. প্রাণকেন্দ্রের ভিতরে তীব্র লড়াই চলছে।
আজ সকাল ১০:৩০ মিনিট অবধি পাওয়া সংবাদ মতে মুজাহিদগণ শহরের সকল প্রতিরোধ ব্যাবস্থা ভেঙ্গে ফেলেছেন এবং শহরের সকল চেকপোস্ট দখল করে নিয়েছেন।
এদিকে কুন্দুজের প্রধান করাগার অঞ্চল হয়ে শহরের কৃষি বিভাগ এবং বিশ্ববিদ্যালয় অঞ্চলও দখলে নিয়েছেন, কুন্দুজ-কাবুল বন্দর, খান-আবাদ এলকা এবং শহরের মূল সড়কটিও এখন মুজাহিদদের নিয়ন্ত্রণে চলে এসেছে।
এছাড়াও শহরের সেন্ট্রাল হাসপাতাল এলাকা হতে আফগান বাহিনীর সম্পূর্ণ একটি ব্যাটেলিয়ন তাদের সকল সামরিকযান ও যুদ্ধাস্ত্র নিয়ে তালেবানদের নিকট আত্মসমর্পণ করেছে। এদিকে শহরটির “সাহাদাক” এলাকা হতেও ১৫ আফগান সেনা তালেবানদের নিকট আত্মসমর্পণ করেছে
এখনও শহরের ভিতরের বাকি অংশ বিজয়ের জন্য মুজাহিদদের ধারাবাহিক অগ্রগতি অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তালেবান মুজাহিদগণ।
সূত্রঃ- https://alfirdaws.org/2019/08/31/26073/
Comment